বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম | bl balance transfer code

বেলেন্স ট্রান্সফার কি ভাবে বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম তা জানার  আগে চলুন জেনে নেই বেলেন্স ট্রান্সফার টা আসলে কি?

বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার হলো

মোবাইলের বা সিমের মুল বেলেন্স বা টাকা অন্য মোবাইল বা সিমে পাঠানো ই হচ্ছে বেলেন্স ট্রান্সফার।
বেলেন্স ট্রান্সফার করার সুবিধা এখন প্রায় সব মোবাইল আপারেটররাই দিয়ে থাকে।

  1. gp to gpbalance transfer
  2. Airtel to airtel balance transfer
  3. Robi to robi balance transfer
  4. Teletalk to teletalk balance transfer
  5. bkash live chat customer care

বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করার শর্ত 

আপনার সিমটি কমপক্ষে ১মাস পুরনো হতে হবে।
অর্থাৎ বাংলালিংক সিমটি একটিভেট করার কম পক্ষে ১মাস পরে বেলেন্স ট্রান্সফারের জন্য যোগ্য হবে।
বাংলালিংক প্রিপেইড গ্রাহকরাই কেবল মাত্র তাদের বেলেন্স ট্রান্সফার করতে পারবে।banglalink a balance transfer করা যাবে।

বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম

বাংলালিংকের বেলেন্স ট্রান্সফার করার জন্য প্রথমেই বেলেন্স ট্রান্সফারের জন্য রেজিষ্ট্রেশন করে নিতে হবে। 

how to register for banglalink balance transfer:

টাকা ট্রান্সফারের জন্য রেজিষ্ট্রেশনের পদ্ধতি নিচক ধাপে ধেপে দেওয়া হলো

বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করার কোড (banglalink balance transfer code)

মোবাইলের ডায়ালপেডে গিয়ে *1000# ডায়াল করতে হবে।

banglalink balance transfer pin code:

  • এখন আপনার যদি কোন অ্যাকাউন্ট না থাকে তাহলে Generate pin উল্লেখ করে পপ আপ আসবে।
  • এই ধাপে আপনি 4 ডিজিটের পিন নাম্বার দিয়ে ওকে করবেন।
  • আপনার পিন উল্লেখ করে একটি আবার পপ আপ ডায়লগ আসবে।
  • এই পিন কোড টি অবশ্যই মনে রাখতে হবে, কারন প্রত্যেগবার বপলেন্স ট্রান্সফার করার সময় এই পিন কোডটির প্রয়োজন হবে।

বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম (banglalink to banglalink balance transfer system):

আশাকরি আপনি সফলভাবে অ্যাকাউন্ট রেজিষ্ট্রেশন কাজটি সম্পন্য করেছেন। যদি না করে থাকেন তাহলে উপরের নিয়ম অনুসারে করে নিন।
বাংলালিংক টু বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করার জন্য এখন ঃ

  1. আপনাকে আবারো ডায়াল পেডে যেতে হবে এবং নিচে দেওয়া ধাপ গুলো অনুসরন করতে হব
  2. *1000#
  3. বেলেন্স ট্রান্সফার অপশনটির জন্য 2 চাপতে হবে।
  4. এখন টাকার পরিমান দিতে হবে। আপনি যত টাকা পাঠাতে চাচ্ছেন তার পরিমান( ১০৳-১০০৳)
  5. শেষ স্টেপে আপনার পিন নাম্বার দিয়ে টাকা ট্রান্ফারের বিষয়টি কনফার্ম করুন।
  6. বেস হয়ে গেল আপনার বেলেন্স ট্রান্সফার।

বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার পিন ভুলে গেলে করণী

  • Dial *1000#
  • Chose 3 for forgot pin
  • Enter last 4 disite of your nid number
  • That’s it now your new pin will show in pop up...remember the new pin for next time.

বাংলালিংক থেকে রবিতে ব্যালেন্স ট্রান্সফার

এখন পর্যন্ত একই অপারেটরের গ্রাহক ছাড়া অন্য অপারেটরের গ্রাহক কে টাকা পাঠানোর কোনো ব্যবস্থা নেই।
ভবিষ্যতে এরকম কোনো আপডেট আসলে আমরা এই সাইটের মাধ্যমে জানিয়ে দিবো।
তাই বাংলা টেক ডক্টর সাথেই থাকুন আর জানুন নতুন নতুন তথ্য

বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার

বাংলালিংক হেল্প সেন্টারের নাম্বার হলো--121 আপনি 121 এ কল দিলে আপনাকে কিছু দিক নির্দেশনা দিবে সে অনুসারে আপনি বংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন। তাছাড়া আপনি ---> 01911304121  এই নাম্বারে ফোন দিলে আপনি বাংলালিংক অফিসের লোকদের সাথে কথা বলতে পারবেন।
বিঃদ্র-- কলকরার জন্য চার্জ প্রযোজ্য হবে।

টাকা কাটা ছাড়া বাংলালিংক কাস্টমার কেয়ার কথা বলুন ফ্রিতে

উপরের দেখানো নিয়মে বাংলালিংক সাপোর্ট টিমের সাথে কতা বলতে আপনার ফোন থেকে বেলেন্স কেটে নিবে। কিন্তু আমি এখন যে পদ্ধতি টি দেখাবো সে পদ্ধতিতে আপনাকে বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বারে কল করা লাগবেনা বরং বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে কলকরে আপনার সমসয়ার সমাধান করে দিবে। তাহলে চলুন 

ফ্রিতে বাংলালিংক কাস্টমার কেয়ার কথা বলুন

আপনি ফ্রিতে বাংলালিংক কাস্টমার কেয়ার কথা বলতে চাইলে 
  • প্রথমে মাই বাংলালিংক অ্যাপটি ওপেন করবেন এবং মাই বি এল এপে একাউন্ট না থাকলে  আপনার নাম্বার দিয়ে একাউন্ট খোলেননি। 
  • এপে প্রবেশ করলে প্রথম পেজেই একটু নিচের দিকে দেখতে পাবেন Report a Problem নামক একটি অপশন
  • এখন Report a problem এ ক্লিক করে আপনার সমস্যার ধরন সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করুন।
ব্যাস এইটুকুই আপনার কাজ। এখন বাংলালিংক কাস্টমার সাপোর্ট টিম আপনাকে ফোন কল করে আপনার সমস্যার সমাধান করবে।

খুব মজার না বিষয়টি। তাই এই পদ্ধতিটি আপনার বন্ধুর সাথেও শেয়ার করুন।

এছাড়াও বাংলালিংক লাইভ চ্যাট করার অপশন তো রয়েছেই।

মোবাইল ব্যালেন্স থেকে বিকাশে টাকা ট্রান্সফার

বিকাশ থেকে যেকোনো নাম্বারে মোবািল রিচার্জ করার সুযোগ থাকলেও, এখন পর্যন্ত একই অপারেটরের গ্রাহক ছাড়া অন্য অপারেটরের গ্রাহক কে টাকা পাঠানোর কোনো ব্যবস্থা নেই।

বাংলালিংক থেকে টেলিটক ব্যালেন্স ট্রান্সফার ?

বাংলালিং থেকে টেলিটক নাম্বারে টাকা পাঠানো যায় না।

বাংলালিংক কাস্টমার কেয়ার লাইভ চ্যাট

বাংলালিং কাস্টমার কেয়ার বা হেল্পলাইনে যোগাযোগ করার যাবতীয় তথ্য জানিয়ে দিবো একটু ধর্য্য সহকারে পুরোটি পোস্টরি পড়ুন।
সাধারনত আমরা ১২১ এ কলকরে বা 01911304121 নাম্বারে কল করে বাংলালিংক সম্পর্কে আমাদের সমস্যা ও তার সমাধান করিয়ে থাকি।
এতে আমাদের টাকা কেটে নেয় ও তার পাশাপাশি অপারেটর বিজি থাকলে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়।

এই সব ঝামেলা থেকে মুক্তির জন্য আমাদের এই সাইটেই বাংলালিংক লাইভ চ্যাটের ব্যবস্তা করেছি। নিচে লাইব চ্যাট লিংকে ক্লিক করে সরাসরি আলাপ শুরু করুন।
আশা করছি আপনার এই পদ্ধতিটি ভালো লেগেছে। পোস্ট টি একটুও যদি উপকারে এসে থাকে তাহলে আপনার বন্ধুর সাতে শেয়ার করুন যাতে সেও আর এরকম ঝামেলায় না পরতে হয়।
আর বাংলা টেক ডক্টর এর সাথে থাকুন সবসময়।
Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown December 2, 2021 at 2:14 PM

    ভাই আপনকে ধন্যবাদ।
    তবে অ্যাপ দিয়ে করা আরো সহজ।

Add Comment
comment url