বিকাশ লাইভ চ্যাট সাপোর্ট বাংলাদেশ | বিকাশ হেল্পলাইন নম্বর | bkash live chat

আজ বাংলােদশের সবচেয়ে বড় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ লাইভ চ্যাট সাপোর্ট বা কাস্টমার কেয়ার সাপোর্ট সম্পর্কে জানবো আমরা।

বিকাশ লাইভ চ্যাট সাপোর্ট বাংলাদেশ(bkash live support Bangladesh)

বিকাশ লাইভ চ্যাট সাপোর্ট বা কাস্টমার কেয়ার সাপোর্ট এ কিভাবে যোগাযোগ করা যার সে সম্পর্কে জানতে চলেছি।

bkash live chat করার উপায়

সরাসরি বিকাশ লাইভ চ্যাট করুন বাটনে টেপ করুন এবং আপনার সমস্যার কথা শেয়ার করতে পারবেন একজন বিকাশ কাস্টমার প্রতিনিধির সাথে।

দেশের সবচেয়ে বেশি গ্রাহক নিয়ে শির্ষে অবস্থান করছে বিকাশ। যেটি মোবাইল ফোন ভিত্তিক ব্যাংকিং সেবা প্রধান করে থাকে।

বিকাশ গ্রাহকদের কোন ব্যাংক হিসাব খোলা ব্যতিত আর্থিক সেবা দিয়ে থাকে।

ঝামেলা মুক্ত আর্থিক দেনদেনের জন্যই বিকাশের এত জনপ্রিয়তা

শুধু মোবাইল ফোন তাকলেই বাংলাদেশি যেকোনো নাগরিক একটি মাত্র বিকাশ হিসাব খোলতে পারবে।


এখান থেকে বিকাশ কাস্টমার কেয়ারে সরাসরি কথা বলুন।👇👇👇



বিকাশ লাইভ চ্যাট সাপোর্ট( Bkash free live chat)

আমরা অনেক সময় বিকাশে লেনদেন করতে বিভিন্ন সমস্যা সম্মুখীন হই। এই সমস্যা সমাধান করতে প্রায়োজন হয় বিকাশ হেল্পলাইনে যোগাযোগ করার।

সরাসরি বিকাশ লাইভ চ্যাট করুন

বিকাশ হেল্পলাইনে যোগাযোগের উপায়( Bkash helpline address)

  1. সরাসরি ফোনকল করে বিকাশ কাষ্টমার কেয়ারে যোগাযোগ। এর জন্য প্রয়োজন বিকাশ হেল্পলাইন নাম্বার
  2. সরাসরি বিকাশ লাইভ চ্যাট (bkash live chat)সাপোর্ট সেন্টারে যোগাযোগ


আমরা ইউজারের কথা মাথায় রেখে আমাদের এই পোস্টেই bkash live chat বিকাশ লাইভ চ্যাটের ব্যবস্থা রেখেছি। সরাসরি বিকাশ কেয়ারে চ্যাট করুন।

বিকাশ কাস্টমার কেয়ার বা হেল্পলাইনে সরাসরি চ্যাট করতে উপরে 

ক্লিক করে বিকাশ লাইভ চ্যাট করুন বাটনে ক্লিক করুন

ক্লিক করার পর আপনার সামনে একটি বিকাশ লাইভ চ্যাট বক্স ওপেন হবে। কিছুটা লোডিন নিবে কারন সবসময় সব বিকাশ কাস্টমার কেয়ার প্রতিনিধি ফ্রি থাকেনা। যখনি তারা অবসর হবে আপনি লাইভ চ্যাট কড়তে পারবেন।


বিকাশ হেল্পলাইন নম্বর- Bkash helpline number

বিকাশ সম্পর্কিত যে কোনো সমস্যার কথা এবং থার সমাধান ফোন কেরেও যেনে নিতে পারেন।

বিকাশ কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার হলো 16247

ফোন দেয়ার পর আপনার কিছু দিকনির্দেশনা দেয়া হবে সে অনুযায়ী ধাপ অনুসরণ করে বিকাশ হেল্পলাইনে bkash live chat সরাসরি  কথা বলতে পারবেন।

আপনি যেকোনো নম্বর থেকেও বিকাশ কল সেন্টারে কল করতে পারবেন 02-55663001 এই নাম্বারে।

বি.দ্রঃ কল করার জন্য চার্জ প্রযোজ্য 

বিকাশ কাস্টমার কেয়ার মোবাইল নাম্বার- Bkasd customar care mobile number

বিকাশ সম্পর্কিত যে কোনো সমস্যার কথা এবং থার সমাধান ফোন কেরেও যেনে নিতে পারেন।


বিকাশ কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার হলো 16247

ফোন দেয়ার পর আপনার কিছু দিকনির্দেশনা দেয়া হবে সে অনুযায়ী ধাপ অনুসরণ করে বিকাশ হেল্পলাইনে কথা বলতে পারবেন।

আপনি যেকোনো নম্বর থেকেও বিকাশ কল সেন্টারে কল করতে পারবেন 02-55663001 এই নাম্বারে।

বি.দ্রঃ কল করার জন্য চার্জ প্রযোজ্য 

বিকাশ কাস্টমার কেয়ার চট্টগ্রাম- bkash customer support in chittagong

চট্টগ্রামে বিকাশ কাস্টমার হেল্প সেন্টার আছে ২ টি।

নিচে যোগাযোগের ঠিকানা উল্লেখ করা গলো।

  • চট্টগ্রাম মুরাদপুর গ্রাহক সেবা কেন্দ্র - ইসলাম টাওয়ার, নীচতলা, ৫৯ সিডিএ এভিনিউ, মুরাদপুর,  চট্টগ্রাম এবং অন্যটি হলো-
  • চট্টগ্রাম আগ্রাবাদ গ্রাহক সেবা কেন্দ্র - আগ্রাবাদ সেন্টার, ২৪৭০/এ, চৌমুহনী, নিচ তলা, শেখ মুজিব রোড, চট্টগ্রাম

বিকাশ কাস্টমার কেয়ার সিলেট- bkash help center in sylhet

সিলেটেও বিকাশের হেল্প সেন্টার রয়েছে। বিকাশ কাস্টমার কেয়ার সিলেট এর ঠিকানা-

সিলেট গ্রাহক সেবা কেন্দ্র -  জে আর টাওয়ার, দ্বিতীয় তলা, ২৩ আবাস, জেল রোড, সিলেট- ৩১০০


বিকাশ কাস্টমার কেয়ার সাপোর্ট অনলাইন- bkash customer support online

আমরা ইউজারের কথা মাথায় রেখে আমাদের এই পোস্টেই বিকাশ লাইভ চ্যাটের ব্যবস্থা রেখেছি। সরাসরি বিকাশ কেয়ারে চ্যাট করুন।

বিকাশ কাস্টমার কেয়ার বা হেল্পলাইনে সরাসরি চ্যাট করতে উপরে লেখাটি পড়ুন।

বিকাশ কাস্টমার কেয়ার ঢাকা

ঢাকা মহাখালী কাস্টমার কেয়ার ঠিকানা - এসকেএস টাওয়ার, নীচ তলা, ৭ ভি আই পি রোড, মহাখালী, ঢাকা-১২০৬

  • ঢাকা বাংলামোটর কাস্টমার কেয়ার ঠিকানা - নাসির ট্রেড সেন্টার, দ্বিতীয় তলা, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক, ঢাকা-১২০৫।
  • বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার কত - what is the number of bkash customer care
  • বিকাশ কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার হলো 16247

ফোন দেয়ার পর আপনার কিছু দিকনির্দেশনা দেয়া হবে সে অনুযায়ী ধাপ অনুসরণ করে বিকাশ হেল্পলাইনে কথা বলতে পারবেন।

আপনি যেকোনো নম্বর থেকেও বিকাশ কল সেন্টারে কল করতে পারবেন 02-55663001 এই নাম্বারে।

বি.দ্রঃ কল করার জন্য চার্জ প্রযোজ্য

বিকাশ কাস্টমার কেয়ার নারায়ণগঞ্জ 

আপনি যদি নারায়ণগঞ্জ থেকে থাকেন তাহলে আপনি সহজেই আপনার  বিকাশ কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে আপনার  বিকাশ  জনিত সকল তথ্য পেতে পারেন,

নিচের নারায়ণগঞ্জের বিকাশ কাস্টমার কেয়ারের ঠিকানা উল্লেখ করা হলো

বিকাশ কাস্টমার কেয়ার ঠিকানা সম্পূর্ণ তালিকা দেখতে পিডিএফ ডাউনলোড করুন

বিকাশ কাস্টমার কেয়ার যাত্রাবাড়ী

বিকাশ এর  বিস্তৃত গ্রাহকসেবা বাংলাদেশের প্রায় সর্বত্রই ছড়িয়ে আছে আপনি যদি যাত্রাবাড়ী আশেপাশে হয়ে থাকেন তাহলে আপনি সহজেই যাত্রাবাড়ী বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন বিকাশ কাস্টমার কেয়ার যাত্রাবাড়ী হল হল


ঢাকা যাত্রাবাড়ী কাস্টমার কেয়ার ঠিকানা - 

রোহামা কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ৩১৪/এ/৬, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪


বিকাশ কাস্টমার কেয়ার উত্তরা ঢাকা

  • বিকাশ লাইভ চ্যাট বিকাশ পিন লক
  • বিকাশ পিন রিসেট করার নিয়ম
  • বিকাশের পিন জানার উপায়
  • বিকাশ সমস্যা সমাধান
  • বিকাশে টাকা না আসার কারণ
  • বিকাশ একাউন্ট খোলার নিয়ম
  • মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
  • একটা nid দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown February 8, 2022 at 9:02 PM

    সুন্দর একটি তথ্যবহুল লেখা। বিকাশ লাইভ চ্যাট সম্পর্কে আর একটি লেখা দেখে নিতে পারেন।
    https://12mishali.com/archives/2013

Add Comment
comment url