গ্রামীণফোন মাসিক ইন্টারনেট প্যাকেজ | গ্রামীণফোন ইন্টারনেট প্যাক
আজকে আমরা জানবো গ্রামীণফোন মাসিক ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে বিস্তারিত কিন্ত তার আগে জেনেনেই কিছু তথ্য-
বাংলাদেশে নেটওয়র্ক সেবা প্রদানকারি প্রতিষ্টানের মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক নিয়ে বাংলাদেশের প্রথমে অবস্থান করছে গ্রামিনফোন।
গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যাঃ BTRC সর্বশেষ তথ্য মতে গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যা ৭ কোটি ৬৪ লাখ ৬২ হাজার
বাংলাদেশে গ্রামীণফোন তাদের কার্যক্রম শুরু করে ১৯৯৭ সালের ২৬ মার্চ থেকে এবং এটি বর্তমানে বাংলাদেশের সর্ববৃহত টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
গ্রামিনফোনের পরিচিতি জানা হলো, চলুন এবার আশি আজকের মেইন টপিকে। আজকে আপনাদের মাঝে শেয়ার করবো গ্রামিনফোনের মাসিক ইন্টারনেট প্যাকেজ বিস্তারিত বিষয় নিয়ে।
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ (Gp internet Package)
গ্রামিনফোনের ইন্টারনেট প্যাকেজ নিয়ে কথা বলতে গেলে বিভিন্ন ধরনের প্যাকেজ আলোচনায় চলে আসে। তথা
- গ্রামীণফোন ডেইলি ইন্টারনেট প্যাকেজ
- গ্রামীণফোন সাপ্তাহিক ইন্টারনেট প্যাকেজ
- গ্রামীণফোন ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ
- গ্রামীণফোন মাসিক ইন্টারনেট প্যাকেজ
এবং আরো আছে গ্রামীণফোন ১০ দিনের প্যাক। কিন্তু এখন শুধু আলোচনা করবো গ্রামীণফোন মাসিক প্যাক নিয়ে।
গ্রামীণফোন মাসিক ইন্টারনেট প্যাকেজ(Gp monthly internet pack)
পরিমাণ | মূল্য (টাকা) | মেয়াদ (দিন) |
| |
---|---|---|---|---|
3GB | 249 | 30 | *121*3278# | |
30GB | 409 | 30 | *121*3442# | |
6 GB | 308 | 30 | *121*3280# | |
10 GB | 349 | 30 | *121*3474# | |
Social 30 GB | 20 | 28 | *121*3024# | |
5 GB | 299 | 30 | *121*3458# | |
2 GB | 197 | 30 | *121*3027# | |
45 GB | 499 | 30 | *121*3435# | |
50 GB | 519 | 30 | *121*3351# | |
80 GB | 999 | 30 | *121*3436# |
জিপি পাওয়ারলোড কি? (what is Gp powerload?)
জিপি পাওয়ারলোড কিভাবে করতে হয়? (how to powerload in gp number?)
গ্রামীণফোন ইন্টারনেট বেলেন্স চেক কিভাবে করবেন? (Check gp internet balance check?)
গ্রামীণফোন ইন্টারনেট অফার চেক কিভাবে করবেন? (Check your gp internet offer)
গ্রামীণফোন মাসিক ইন্টারনেট প্যাকেজ হলো সে সব ইন্টারনেট, মিনিট বা বান্ডেল অফার যার মেয়াদকাল হবে ৩০ দিন বা ২৮ দিন। অল্পটাকায় ৩০ দিনের বিশেষ ইন্টারনেট অফার গুলো খুবি পপুলার।
সবচেয়ে বিশ্রিত নেটওয়ার নিয়ে সবার থেকে এগিয়ে গ্রমীণফোন ইন্টারনেট। তারা তাদের গ্রাহককে বিভন্ন সময় একটিভ রাখার জন্য ভিন্ন ভিন্ন এমবির অফার দিয়ে থাকে।গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ
গ্রামীণফোন বান্ডেল প্যাকেজ
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ ইমু (gp imo internet pack)
সাধারন ইটারনেট প্যাকেজের পাশাপাশি কিছু জিপি বিশেষ বা স্পেশাল ইন্টারনেট অফার রয়েছে গ্রমীণফোন ইন্টরনেট অফার বান্ডলে। এটাকে বিশেষ বলার পিছনে কাীন হলো এরকম অফার গুলো বিশেষ অ্যপে ব্যবহার যোগ্য। এরকমই একটি হলো ইমু ইন্টারনেট প্যাকেজ গ্রামীণফোন বা জিপি অফার।
গ্রামীণফোন ইন্টারনেট মেয়াদ বৃদ্ধি উপায় 2021
গ্রামীণফোন অভিযোগ কেন্দ্র ও কাস্টমার কেয়ার নাম্বারঃ
জিপি কাস্টমার অভিযোগ কেন্দ্রে আপনার মতামত বা যোগাযোগ করাা অনেক গুলো উপায় আছে। সরাসরি জিপি কাস্টমার কেয়ারে কল করার মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। সরাসরি জিপি কাস্টমার কেয়ারে যোগাযোগ করার জন্য নিচে দেয়া পোস্ট টি পড়ুন।
আশাকরি আজকের Grameenphone internet offeer check পোস্টি আপনাদের ভালো লেগেছে।
এরকম প্রয়োজনীয় বিভিন্ন তথ্য উপাত্ত পেতে চোখ রাখুন বাংলা টেক ডাক্তার ওয়েব সাইটে। থাকুন একটিভ এডভান্সড সবসময়।
গ্রামীনফোনের ইন্টানেট প্যাকেজ গুলো অনেক সাহায্যকারী ছিল। ধন্যবাদ ভাই।