নির্বাচন কমিশন হেল্পলাইন নাম্বার-NID helpline number bangladesh
নির্বাচন কমিশন মোবাইল নাম্বার, হেল্পলাইন নাম্বর এবং কিভাবে তাদের সাতে যোগাযোগ করা যায় সে বিষয়টি নিয়েও আলোচনা থাকছে এই পোস্টে।
নির্বাচন কমিশন হেল্পলাইন নাম্বার (NID helpline number)
নির্বাচন কমিশন হেল্পলাইন নম্বর হলো 105
ফ্যাক্স নাম্বার- ৮৮০-২-৫৫০০৭৫১৫
ইমেইল অ্যাড্রেস- secretary@ecs.gov.bd
বাংলাদেশি যেকোনো মোবাইল অপারেটর থেকে nid helpline number 105 এ কথা বলা যাবে কোনো রকম চার্জ ছাড়াই।
নির্বাচন কমিশন কল সেন্টারের সময় সুচি হলো--আপনি চাইলে আইডিকার্ড হেল্পলাইনে বাংলাদেশ সময় সকাল ১০ঃ০০ হতে রাত ৮ঃ০০ পর্যন্ত যে কোনো সমস্যা নিয়ে NID হেল্প সেন্টারে কথা বলতে পারবেন।
নির্বাচন কমিশন হেল্পলাইন নম্বর কেনো প্রয়োজন?
Election Commission তাদের সার্ভার আপডেট দেয়ার পর থেকে বর্তমানে নির্বাচন কমিশন ওয়েব সাইটে তেমন কোনো সমস্যা দেখা দেয় না। কিন্তু আগে অনেক সমস্যা ছিলো।
নির্বাচন কমিশন হেল্পলাইন নম্বরে ফ্রী কল করবেন কিভাবে?
বর্তমানে Nirbachon commission website এ সমস্যা না দিলেও অনেক প্রয়োজনে আমাদের নির্বাচন কমিশন হেল্পলাইনে যোগাযোগ করতে হয়।
নির্বাচন কমিশন হেল্পলাইন নম্বর 105 এই নাম্বেরে বাংলাদেশি যেকোনো মোবাইল অপারেটর থেকে nid helpline number এ কথা বলা যাবে কোনো রকম চার্জ ছাড়াই।
নির্বাচন কমিশন কল সেন্টারের সময়-সুচিঃ(nid bd call center time)-
আপনি চাইলে আইডিকার্ড হেল্পলাইনে বাংলাদেশ সময় সকাল ১০ঃ০০ হতে রাত ৮ঃ০০ পর্যন্ত যে কোনো সমস্যা নিয়ে NID হেল্প সেন্টারে কথা বলতে পারবেন।
নির্বাচন কমিশন মোবাইল নাম্বার (Bangladesh NID helpline toll free number) নির্বাচন কমিশন হেল্পলাইন নম্বর হলো 105 nid bd phone number হিসাবে ও ধরা হয়।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট
এখন আইডি কার্ড সম্পক্রিত প্রায় সব সেবাই বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট এর মাধ্যমে পেয়ে যাবেন। ঘরে বসে নির্বাচন কমিশন বা আইডি কার্ড বিষয়ে সব ধরনের সেবা পেতে নির্বাচন কমিশনের ওয়েবসাইট এর বিকল্প নেই।
Election Commission website link: services.nidw.gov.bd/nid-pub
এই nirbachon Commission website এর মাধ্যমে এনআাইডি কার্ড বিষয়ক সকল নোটিশ বোর্ড পাবেন বাংলাদেশ নির্বাচন কমিশন নোটিশ বোর্ড সেকশনে। nid bd
হারানো ভোটার আইডি কার্ড বের করার নিয়ম
ফোন নাম্বার তো জানা হলো চলুন এখন জেনে নেই কখনো প্রয়োজন হলে কিভাবে সরাসরি নির্বাচন অফিসে যোগাযোগ করবেন-
নির্বাচন কমিশন যোগাযোগ ঠিকানা (আগারগাঁও নির্বাচন অফিস ঠিকানা)
নির্বাচন কমিশন বাংলাদেশ ঢাকা
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের ঠিকানা হলো-
বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন ভবন, প্লট নং-ই-১৪/জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭, বাংলাদেশ ফ্যাক্স - ৮৮০-২-৫৫০০৭৫১৫
ইমেইল- secretary@ecs.gov.bd
নির্বাচন কমিশন সচিবালয় ঠিকানা
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের সচিবালয় ঠিকানা
নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, প্লট নং-ই-১৪/জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭, বাংলাদেশ ফ্যাক্স - ৮৮০-২-৫৫০০৭৫১৫
ইমেইল- secretary@ecs.gov.bd
নির্বাচন কমিশন ভোটার তালিকা
ভোটার তালিকা কি?
ভোটার তালিকা নির্বাচন কমিশন কর্তৃক প্রতিটি নাগরিকের ভোট দেওয়ার জন্য যেই তালিকা করা হয় সেই তালিকা, এখন প্রশ্ন হচ্ছে এই ভোটার তালিকা কোথায় পাব?
ভোটার তালিকা পাওয়ার জন্য আপনাকে আপনার স্থানীয় নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে হবে অথবা নির্বাচন চলাকালীন সময়ে মনোনীত প্রতিনিধিগণ তার এলাকা ভিত্তিক সকল নাগরিকের ভোটার তালিকার একটি ডিভিডি পেয়ে থাকে সেখান থেকে সংগ্রহ করতে পারেন
SMS এর মাধ্যমে ভোটার তথ্য
মোবাইলের এসএমএসের মাধ্যমে NID নম্বর জানার পদ্ধতি : SMS Format - nid<>formNo<>dd-mm-yyyy> লিখে 105 পাঠাতে হবে। মেসেজ পাঠানোর পর আপনাকে নির্বাচন কমিশন থেকে একটি এসএমএস পাঠাবে যার মধ্যে আপনার এনআইডি কার্ডের নাম্বার উল্লেখ থাকবে।
দেখে নিন টেলিটক সিমে টাকা ট্রান্সফার করার নিয়ম
উদাহরণর
চলুন এখন এই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে খুব সহজে বুঝিয়ে দেই ,ধরে নিলাম আপনার ফরম নাম্বার 1234567890 এবং আপনার জন্ম তারিখ 10 Jan 1998
- এখন এর জন্য এসএমএস প্রেরণের ধরন হবে NID 1234567890 10-01-1998
- এবং তা পার্টি দিতে হবে পাঠিয়ে দিতে হবে 105 এই নাম্বারে
এসএমএস পাঠানোর পর আপনাকে একটি ফিরতি মেসেজের মাধ্যমে আপনার এনআইডি নাম্বার জানিয়ে দেয়া হবে
অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন
অনলাইনের মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করার জন্য আপনার প্রয়োজন হবে এনআইডি কার্ডের নাম্বার অথবা ফোন নাম্বার অথবা ভোটার নাম্বার যদি আপনার এই তিনটি কোনটি থেকে থাকে, তাহলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগ ইন অথবা রেজিস্টার করার মাধ্যমে আপনি আপনার এনআইডি কার্ডের পিডিএফ ফাইল ডাউনলোড করে লেমেনেটিং করে তা ব্যবহার করতে পারবেন
অনলাইনে স্মার্ট কার্ড ডাউনলোড
নির্বাচন কমিশনের অনলাইন এনআইডি সার্ভিস এর মাধ্যমে আমরা আমাদের পিডিএফ ডাউনলোড করতে পারলেও এখনো পর্যন্ত অনলাইন মাধ্যমে স্মার্ট কার্ড পাওয়ার কোনো সুযোগ নেই তবে আপনি চাইলে আপনার স্মার্ট কার্ড হারিয়ে গেলে তা সরাসরি সরাসরি নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করে আপনার হারানো স্মার্ট কার্ড পুনরায় পাওয়ার জন্য আবেদন করতে পারেন।
এ বিষয় নিয়ে একটি বিস্তারিত পোস্ট করা আছে চাইলে দেখতে পারেন ভোটার আইডি কার্ড ডাউনলোড
বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড(NID BD)-
প্রতিটি বাংলাদেশী নাগরিকের জাতীয়তা প্রমাণ করার বা জাতীয়তা আইডেন্টিফাই করার কার্ড বা ডকুমেন্ট এবং সেটি নির্বাচন কমিশন থেকে প্রদান করা হয় সেটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড
আমি ২০১৭ সালে ভোটার আইডি রেজিষ্ট্রেশন করেছি কিন্তুু আমি আইডি কাড পাই নাই এবং অনলাইনে ও পাই নাই এখোন আমার করণীয় কি
ভোটার তালিকায় নাম আসে?
যদি আসে তাহলে বের করা যাবে।
না আসলে নিরবাচন কমিশন অফিসে যোগাযোগ করেন
আপনার ফরম নাম্বার থাকলে আমার সাথে যোগাযোগ করেন বের করে দিবো।
আসসালামু আলাইকুম । আমি গত চার-পাঁচ মাস আগে nid card সংসোধনের জন্য আবেদন করেছিলাম । কিন্তু আজও সংসোধন হয়নি। panding অবস্তায় আছে। কিছুদিন আগে, আমি উপজেলাতে গিয়েছিলাম । তারা বলেছেন ,পারবেন না। এখন আমি Driving lichen করব।
এখন আমি করব। দয়া করা, বলেন।
আমি গত ৪জানুয়ারি ছবি তুলছি এখনো আমার কাছে sms আসেনাই। আমার nidটা বের করে দিতে পারবেন?
আপনার ফরম নাম্বার থাকলে ফেসবুকে মেসেজ দিন চেষ্টা করে দেখি।
আসসালামু আলাইকুম গত এক বছর হয়ে গেল আমার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করছি সংশোধন হচ্ছে না স্যার আমি সৌদি আরব প্রবাসী
স্যার আমি,নতুন ভোটার এর জন্য আবেদন
করে ফরম জমা দেয় এবং ফরম জমা দেওয়া পরে একটা সিরিয়াল নাম্বার আমাকে দেওয়া হয়েছিল সেটা আমার কাছে থেকে হারিয়ে গেছে এখন আমি কি করি?
usarid password thakle den ber kore debo inshallah
NID Card Correction Korthe chai
AMAR NAME AR BANAN THIK KORAR JONNO 3 BAR ONLINE A APPLAY KORCI & SOB DOCOMENT DIYECI TARPORO REJECT KORE..AKON KI KORBO
NID Card Correction Korthe chai
স্যার আমি একজন ভোটার।
আমার ভাইয়ের জন্য অনলাইনে ভোটার আবেদন করতে গিয়েছিলাম ওরটা হচ্ছিল না। না হওয়ায় আমার দিয়ে ট্রাই করি ভাবছিলাম হবে না কিন্তু হয়েগেছে।এখন সেটা কিভাবে বাতিল কর।
আপনি আবেদনের কোন ধাপে গিয়েছিলেন?
আর যদি আবেদন সম্পরন ভাবে হয়ে থাকে তাহলে। কিছু দিন পর মেসেজ আসবে। তারপর আপনার উপজিলা র্নিবাচন কমিশন অফিসে গিয়ে এটা বাতিল করতে হবে।
ami correction koreci 1mash holo akono kuno result pelam na , apni kuno info dite parben akn amar ki koronio
Sir Amar nid SMS pacci nah plzzz akto help korben
আমার ভাইয়ের জন্য অনলাইনে ভোটার আবেদন করতে গিয়েছিলাম ওরটা হচ্ছিল না। না হওয়ায় আমার দিয়ে ট্রাই করি ভাবছিলাম হবে না কিন্তু হয়েগেছে।এখন সেটা কিভাবে বাতিল কর।
vai ami bigoto 14-15 din upazila nirbachon office a nid card er jonno apply korechi tarpor chobi tulechi finger diyechi onara bolsilo 7 diner moddhe msg jabe kinto akhono ase nai ami ki korte pari??akto suggest plz
Sir ami amar babar votar id card solved korsi but dada,dadi,jonmo sonod,marksheet, disi tarporo vai boner votar id card sasse... Kintu tar boro bon silo she is dead, akon ami kore apload korbo
upozilla nirbachon office e contact koren...
tara apnake bole dibe ki korte hobe...ba tra chaile o help korte pare
Sir ami registere korte number sothik na . Ar account black dekhay .... ami kivabe online pdf download korbo?
105 এই নাম্বের এ কল করে আপনার সমস্যা খুলে বলুন।
আশা করি সমাধান পাবেন
হেল্প পোস্ট আমার জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য ফেব্রুয়ারি মাসে অ্যাপ্লিকেশন করেছি। এখনো সংশোধনী হয়ে আসে নাই। কেউ কি পারবেন আমাকে সহযোগিতা করতে। অথবা আপনার মতামত দিতে কি করা যায়। আমি কাতার প্রবাসী। কারণ আমার পাসপোর্ট রেনুয়াল করতে পারতেছিনা। ধন্যবাদ।
হেল্প পোস্ট আমার জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য ফেব্রুয়ারি মাসে অ্যাপ্লিকেশন করেছি। এখনো সংশোধনী হয়ে আসে নাই। কেউ কি পারবেন আমাকে সহযোগিতা করতে। অথবা আপনার মতামত দিতে কি করা যায়। আমি কাতার প্রবাসী। কারণ আমার পাসপোর্ট রেনুয়াল করতে পারতেছিনা। ধন্যবাদ।
আমার আইডি কার্ডে আমার মায়ের নাম ভুল আসছে এটি সংশোধন এর জন্য কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে
আপনার Board Exam er certificate
আপনার online birth certificate
আপনার মায়ের NID card এর ফটোকপি
আপমার মায়ের online birth certificate
আপনার স্থানিয় নির্বাচন অফিসে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন।
আমার পিতার স্থায়ী ঠিকানায় ⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
নিচে দেওয়া এই তথ্য গুলোর একটিও নেই সবগুলো Missing. Online আবেদন এর চেষ্টা করেছি কিন্তু এডিট করা যায় না। উপজেলা নিবাচন অফিস থেকে ও কোন সহযোগিতা পাইতেছি না। পিতার স্থায়ী ঠিকানা হওয়াতে আমরা ভাই বোন গুলো নিজেদের আইডি গুলো সংশোধন করতে পারছি না এ। এখন কি করতে পারি।** উল্লেখ্য যে পিতার ডিজিটাল জন্ম নিবন্ধন সঠিক রয়েছে ।
ইউনিয়ন:
মোজা/মহল্লা:
ইউনিয়ন এর ওয়ার্ড নম্বার:
বাসা/হোল্ডিং নম্বার:
পোস্ট কোড:
সিটি করপোরেশন অথবা পৌরসভা:
উপজেলা নিবাচন অফিস থেকে কোন সহায়তা না পেলে নিরবাচন কমিশন বাংলাদেশ। আগারগাঁও যোগাযোগ করতে পারেন।
অনলাইনে পরিবর্তন করা যায়। আপনার ক্ষেত্রে কি সমস্যা বুঝতে পারছিনা।
২০১৯ এ নিবন্ধন করেছি এখনো পর্যন্ত কাড পাইনি,,,,নিবন্ধন স্লিপ নিয়ে নির্বাচন অফিসে গিয়েছিলাম তার ফর্ম নম্বর দিয়ে আইডি কার্ড বের করে দেয়নি,বলে কম্পিউটারে ম্যাচ ফাউন্ড দেখায়,,, এর পর আমি আর কাড পেলাম না,,,,এখন আমি আইডি কার্ড পাবো কিভাবে, আমাকে একটু বলেন
ম্যাচ ফাউন্ড দিয়ে কি বুঝায় যানা নাই। তবে আপনি আপনার মোবাইল থেকে ১০৫ এই নাম্বের এ কথা বলে আপনার সমস্যার কথা বলতে পারেন। তার পরেও সমাধান না পেলে, আমাকে Telegram এ মেসেজ দিতে পারেন। @imriazul
Sir,আমি 15 দিন আগে NID কাড এর জন্য ছবি তুলেছি,কত দিন পর online কপি download করতে পারবো?
১ মাসের মধ্যে হয়ে যায়। আপনার মোবাইলে sms করে জানিয়ে দিবে। তখন অনাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
আমার বাবা মৃত। তাহার জাতীয় পরিচয় পত্র সংশোধন করা প্রয়োজন। উপজেলা যোগাযোগ করার পর বলছে, সংশোধন করা যাবে না। কি করনীয়।
Me duil vhoter ,but shob system follow compelet, no responds plz information
if you want to cancel your duplicate voter information, You need to contact with you local Election commission office
Sir Amar nid ar SMS astece nah ki korbo akon
আমি গত চার-পাঁচ মাস আগে nid card সংসোধনের জন্য আবেদন করেছিলাম । কিন্তু আজও সংসোধন হয়নি।
যাদের আইডি কার্ড লাগবে তারা ফরম নাম্বার আর জন্ম তারিখ নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন,০১৭৮০০৩৩৭২৭