টেলিটক সিমে টাকা ট্রান্সফার করার সহজ নিয়ম | এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার
আজ আমরা জানবো বাংলাদেশের নেটওয়র্ক সেবা প্রদানকারি প্রতিষ্টানের মধ্যে একমাত্র সরকারি প্রতিষ্ঠান টেলিটক সিমের টাকা ট্রান্সাফর করার উপায় সম্পর্কে। যার বর্তমান গ্রাহন সংখ্যা ৪৮ লাখ ৬৮ হাজার
সুত্রঃ BTRC
টেলিটক সিমে টাকা ট্রান্সফার করার সহজ নিয়ম
টেলিটক গ্রাহকগন চাইলেই তাদের একটি ফোন থেকে আরেকটি ফোনে সহজেই বেলেন্স ট্রান্সফার করতে পারবে। তবে শর্ত হলো গ্রাহক এবং প্রাপক উভয়কে টেলিটক প্রিপেইড গ্রাহক হতে হবে।
সকল টেলিটক প্রিপেইড গ্রাহক তাদের বেলেন্স ট্রান্সফারের জন্য নিচের ধাপ অনুসরণ করে টাকা পাঠাতে পারবে।
- প্রথমে আপনাকে আপনার ফোনের ডায়াল অপশনে যেতে হবে তারপর *124*PIN*টাকার পরিমান*প্রাপকের নাম্বার#
- টেলিটক বেলেন্স পাঠানোর ডিফল্ট PIN কোড হলো 1234 অথবা 12345678
পরে চাইলে আপনি টেলিটক বেলেন্স ট্রান্সফারের পিন পরিবর্তন করতে পারবেন না।
- এখানে উল্লেখ্য যে টাকার পরিমাণের স্থলে আপনি যতটাকা পাঠাতে চান সেই সংখ্যা বসাবেন।
- এবং প্রাপকের নাম্বারের স্থানে যে নাম্বারে টাকা ট্রান্সফার করবেন সেই নাম্বারটি দিবেন।
উদাহরনঃ মনেকরি আমরা 015******** এই নাম্বারে ৫০ টাকা পাঠাতে চাই তাহলে কোডটি হবে *124*1234*50*015********#
নোটঃ সবগুলো নাম্বার ইংরেজি অক্ষরে লিখতে হবে।
এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করে কিভাবে?
অনেকেই জানতে চান যে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করা যায় কিনা?
একই অপারেটরের দুই জন গ্রাহকের মধ্যে বেলেন্স ট্রান্সফার করা যায়। কিন্তু ভিন্ন অপারেটের মধ্যে টাকা ট্রান্সফার করা সম্ভব না।
নিচে দেখানো পেয়ারের মধ্যে বেলেন্স ট্রান্সফার করা যাবে।
- টেলিটক টু বিকাশ বেলেন্স ট্রান্সফার করা যাবে?
- টেলিটক টু টেলিটক বেলেন্স ট্রান্সফার করা যাবে
- জিপি টু জিপি বেলেন্স ট্রান্সফার যাবে
- রবি টু রবি বেলেন্স ট্রান্সফার করা যাবে
- বাংলালিংক টু বাংলালিংক বেলেন্স ট্রান্সফার করা যাবে
মোবাইল ব্যালেন্স থেকে বিকাশে টাকা ট্রান্সফার সম্ভব?
বিকাশ বা মোবাইল ব্যংকিং থেকে যে কোন সিমে টাকা রিচার্জ করা গেলেও এখন পর্যন্ত কোন সিম থেকে বিকাশ, রকেট বা নগদেও টাকা ট্রান্সফার করা সম্ভব নয়।
রবি থেকে টেলিটক ব্যালেন্স ট্রান্সফার যায়?
এখন পর্যন্ত একই অপারেটরের গ্রাহক ছাড়া অন্য অপারেটরের গ্রাহক কে টাকা পাঠানোর কোনো ব্যবস্থা নেই।
ভবিষ্যতে এরকম কোনো আপডেট আসলে আমরা এই সাইটের মাধ্যমে জানিয়ে দিবো।
তাই বাংলা টেক ডক্টর সাথেই থাকুন আর জানুন নতুন নতুন তথ্য
টেলিটক সিমে কোন প্যাকেজ জানার উপায়
আপনার ব্যবহরিত টেলিটক সিমটি কোন প্যাকেজের অন্তর্ভুক্ত তা জানার জন্য আপনাকে টেলিটক কাস্টমার কেয়ার ফোন নাম্বারে ফোন দিতে হবে। টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার ১২১ এবং আপনি চাইলে সরাসরি 01552323890 এই নাম্বারেও কল দিয়ে কথা বলতে পারেন।
টেলিটক বেলেন্স ট্রান্সফারের লিমিট কত?
একবার লেনদেনে একজন গ্রাহক সর্বোনিন্ম ১০ টাকা এবং সর্বোচ্চ ৫০ টাকা ট্রান্সফার করতে পারবে। একদিনে একজন গ্রাহক ১০ বার এই লেনদেন করতে পারবে।
সে হিসেবে দিনে একজন গ্রাহক সর্বোচ্চ ৫০০ টাকা পাঠাতে পারবে। একই হিসাবে একজন গ্রাহক মাসে ১৫০০০ টাকা পাঠানোর কথা তাইনা?
কিন্তু একটি টেলিটক সিম দিয়ে মাসে সর্বোচ্চ ১০০০ টাকা ট্রান্সফার করতে পারবে
টেলিটক হারানো সিম তুলতে কত টাকা লাগে?
আপনার হারানো বা অকেজো হয়ে যাওয়া টেলিটক সিম রিপ্লেস করতে ১২০-১৫০ টাকার মত খরচ হতে পারে।প্রয়োজনি ডকুমেন্টস নিয়ে আপনার নিকটস্থ সিম বিক্রেতার দোকান বা টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করে আপনার টেলিটক সিমটি তুলতে পারেন।
টেলিটক সিম কোথায় পাবো?
টেলিটক সিম কিনতে হলে আপনাকে সিম বিক্রি করে এমন দোকানে বা টেলিটকের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করতে হবে।
টেলিটক সিমের নাম্বার দেখার কোড
টেলিটক সিমের নাম্বার দেখার জন্য আপনাকে প্রথমেই
অ্যান্ড্রয়েড ফোন হলে, যেতে হবে মোবাইলের ডায়াল অপশনে এবং *551# কোতটি ডায়াল করলেই আপনার টেলিটক মোবাইল নাম্বারটি দেখতে পাবেন।
বাটন ফোন হলে *551# ডায়াল করলেই হবে।
টেলিটক সিমের সকল কোড ২০২১
টেলিটক এমবি ট্রান্সফার
টেলিটক সিমে ইন্টারনেট ট্রান্সফার করার এখন পর্যন্ত কেন অপশন নেই।
টেলিটক ভুলে যাওয়া সিমের নাম্বার
টেলিটক সিমের নাম্বার দেখার জন্য আপনাকে প্রথমেই
অ্যান্ড্রয়েড ফোন হলে, যেতে হবে মোবাইলের ডায়াল অপশনে এবং *551# কোতটি ডায়াল করলেই আপনার টেলিটক মোবাইল নাম্বারটি দেখতে পাবেন।
বাটন ফোন হলে *551# ডায়াল করলেই হবে।
টেলিটক এমবি দেখার উপায়
আপনি আপনার টেলিটক সিমের এমবি দেখতে পারেন দুইটি উপায়ে।
USSD কোড ডায়াল করে।কোডটি হলো 152# এটিডায়াল করলে আপনার অবশিষ্ট টেলিটক ইন্টারনেট দেখাবে।
SMS এর মাধ্যমেও জেনে নিতে পারেন সিমে থাকা এমবির পরিমান, এর জন্য U লিখে 111 নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি মেসেজে আপনাকে টেলিটক ইন্টারনেট বেলেন্স চেক করে জানিয়ে দেয়া হবে।
টেলিটক সিম 4g করার নিয়ম
আপনি যদি টেলিটক ২জি বা ৩জি গ্রাহক হোন তাহলে আপনার সিমটি টেলিটক গ্রাহক সেবা বা সিম রিপ্লেস করে এমন দোকান থেকেও আপনার সিমটি 4 জি করে নিতে পারেন।
Thanks