বাংলালিংক কর্পোরেট সিমের সুবিধা - বাংলালিংক কর্পোরেট সিম কিভাবে পাবেন
বাংলালিংক কর্পোরেট সিমের সুবিধা কি কি এবং বাংলালিংক কর্পোরেট সিম কিভাবে পাবেন কোথা থেকে পাবেন বাংলালিংক কর্পোরেট সিম পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন এসব বিষয়ে জানতে আগ্রহী হলে আজকের এই পোষ্ট টি আপনার জন্য
বাংলালিংক কর্পোরেট সিম কি
কর্পোরেট বা ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো প্রাতিষ্ঠানিক কাজকে সহজ করার জন্য প্রতিটি মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান যে বিশেষ সিমের ব্যবস্থা করে থাকেন তাকেই কর্পোরেট সিম বলা হয়।
বাংলালিংক কর্পোরেট সিমের সুবিধা - বাংলালিংক কর্পোরেট সিম কিভাবে পাবেন
এদিক থেকে বাংলালিংক ও কোন অংশে পিছিয়ে নেই, তারাও তাদের গ্রাহকদের জন্য এই কর্পোরেট সিমের ব্যবস্থা করে থাকেন। তবে কর্পোরেট সিম নেওয়ার জন্য কিছু নিয়মাবলী ও শর্তাবলী রয়েছে,
BTRC সর্বশেষ ঘোষণা ও নোটিশ অনুযায়ী যেকোনো কর্পোরেট সিম নেওয়ার জন্য যেসব নিয়মাবলী রয়েছে তা দেখতে এখানে ক্লিক করুন
বাংলালিংক কর্পোরেট সিমের সুবিধা
কর্পোরেট সিমের অনেকগুলো উল্লেখযোগ্য সুবিধা আছে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য সুবিধা নিয়ে এখানে আলোচনা করা হলোঃ-
- কম খরচে কথা বলার সুযোগ
- খুব স্বল্প মূল্যে SMS প্রেরণ করার সুযোগ
- মিনিট বান্ডেল ও টকটাইম অফার
- একসাথে অনেকগুলো সংযোগ
- মাসের শেষে বিল-পে করার সুযোগ
- প্রতিষ্ঠানের পরিধি অনুসারে সীমাবদ্ধতা নিশ্চিত করা
- টেইলর মেইড প্যাকেজ
- পছন্দমতো ইন্টারনেট আর ভয়েস বান্ডেল
- ডেডিকেটেড কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার
- বিজনেস কাস্টমার সার্ভিস
- ই-বিল সুবিধা
টেলিটক কর্পোরেট সিমের সুবিধা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
গ্রামীণফোন কর্পোরেট সিম কিভাবে পাব
বাংলালিংক কর্পোরেট সিম কিভাবে পাবেন
আমরা সচরাচর যেভাবে ব্যক্তিগত সিম ক্রয় করে থাকি সেভাবে, বাংলালিংক কর্পোরেট সিম কিনার কোন সুযোগ নেই কেননা এটি একটি কর্পোরেট সিম এর জন্য আপনাকে অবশ্যই আপনার বৈধ ব্যবসা বা কর্পোরেশনের অস্তিত্ব প্রমাণ করতে হবে।
বাংলালিংক কর্পোরেট সিম পাওয়ার জন্য আপনাকে দুটি উপায় অবলম্বন করতে হবে একটি হচ্ছে সরাসরি বাংলালিংক কাস্টমার কেয়ার যোগাযোগ করার মাধ্যমে অন্যটি হচ্ছে অনলাইনে আবেদন করার মাধ্যমে।
আমি আজ এই উপায়টি নিয়ে কথা বলব সেটি সবচেয়ে সহজ, সেটি হচ্ছে অনলাইনে আবেদন করার মাধ্যমে এটি সহজ হওয়ার কারণ আপনি শুধু ফরম ফিলাপ করবেন, প্রয়োজনীয় যত কাজ আছে বাংলালিংক কাস্টমার সার্ভিস থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।
বাংলালিংক কাস্টমার কেয়ার থেকে সরাসরি একজন এজেন্ট আপনার সাথে যোগাযোগ করে আপনার ব্যবসার ধরন অনুযায়ী সুযোগ-সুবিধা এবং আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সবকিছু জানিয়ে দেয়া হবে।
বাংলালিংক কর্পোরেট সিম কোথায় পাবো?
সাধারণত আমরা ব্যক্তিগতভাবে ক্রয় করে কিভাবে কর্পোরেট সিম কেনা সম্ভব নয় এজন্য কিছু নিয়ম ও নীতিমালা রয়েছে আপনি চাইলে বাংলালিংক কর্পোরেট সিমের জন্য অনলাইনে আবেদন করতে পারেন আবেদন করার পর আপনার সাথে কাস্টমার কেয়ার থেকে যোগাযোগ করবে এবং গ্রহণযোগ্য হলে আপনাকে আপনার চাহিদা মোতাবেক সিম প্রদান করবে।
বাংলালিংক কর্পোরেট সিম নিতে কি কি লাগে?
বাংলালিংক কর্পোরেট সিমের জন্য আপনাকে কিছু নিয়ম-নীতি মেনে অনলাইনে অথবা কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে আপনার প্রতিষ্ঠান বা কর্পোরেট লেভেল যদি সিম প্রদানের যোগ্য হয় তাহলে তারা আপনার কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট চেয়ে সিম প্রদান করবে।