গ্রামীন কর্পোরেট সিম | গ্রামীণফোন কর্পোরেট সিম কোথায় পাবো ও সুবিধা কি কি
কর্পোরেট সিম কি এটা কিভাবে নিতে হয়- GP Corporate SIM Registration
কর্পোরেট সিম হলো একটি বিশেষ ধরনের সিম যা মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান কোন ব্যবসায় প্রতিষ্ঠান বা কর্পোরেট প্রতিষ্ঠান কে বিশেষ সুযোগ-সুবিধা সহকারে প্রদান করে থাকে।
রিলেটেড পোষ্টঃ- রবি কর্পোরেট সিমের সুবিধারিলেটেড পোষ্টঃ- বাংলালিংক কর্পোরেট সিম কিভাবে পাবেন
দেশের সবচেয়ে বেশি গ্রাহক নিয়ে এবং বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল নেটওয়ার্ক সার্ভিস সেবা প্রদান করে আসছে গ্রামীণফোন নাম অর্থ একটি বিখ্যাত কোম্পানি, তেমনি তাড়াতাড়ি ব্যবসায়ী গ্রাহকদের জন্য কর্পোরেট সিমের মাধ্যমে নিজের সুবিধা প্রদান করে থাকে কত সেমি সংযোগ সংখ্যার ওপর ভিত্তি করে কোম্পানিগুলো বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে থাকে।
রিলেটেড পোষ্টঃ- টেলিটক কর্পোরেট সিমের সুবিধারিলেটেড পোষ্টঃ- গ্রামীণফোন ইন্টারনেট প্যাক
গ্রামীণফোন কর্পোরেশনের জন্য আবেদন প্রক্রিয়া- GP Corporate SIM Registration
অন্যান্য কর্পোরেট সিমের মত গ্রামীণফোনের কর্পোরেট সিম পেতে পেতে কিছু নিয়ম অনুসরণ করতে হবে
অন্য পোস্টঃ- টেলিটক সিমে টাকা ট্রান্সফার করার সহজ নিয়ম
আপনাকে অবশ্যই কোন ব্যবসায় প্রতিষ্ঠান পক্ষ হতে বা কোন কর্পোরেট অফিস এর হয়ে সিমের জন্য আবেদন করতে হবে ব্যক্তিগত ব্যবহারের জন্য কর্পোরেট সিম পাওয়া যাবে না।
pic-গ্রামীণফোন কর্পোরেট সিম কোথায় পাবো ও সুবিধা
সিমের জন্য আবেদন করতে আপনাকে গ্রামীণফোনের ওয়েবসাইট অথবা সরাসরি গ্রামীনফোনের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন
অন্য পোস্টঃ- বিকাশ লাইভ চ্যাট সাপোর্ট বাংলাদেশ
তবে আমি আজকে যেই পদ্ধতিতে কথা বলব সেটি হচ্ছে আপনি আপনার অফিসের বা ঘরে বসেই মোবাইল এর মাধ্যমে কর্পোরেট সিমের জন্য আবেদন (GP Corporate SIM Registration) করতে পারবেন গ্রামীণফোন কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে কর্পোরেট সিম আলোচনা করবে, আপনার সুবিধা সংযোগ সংখ্যার উপর ভিত্তি করে সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
কর্পোরেট সিমের সুবিধা সমূহ- facilities of gp corporate sim or GP corporate SIM offer
কর্পোরেট সিমের অনেকগুলো উল্লেখযোগ্য সুবিধা আছে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য সুবিধা GP corporate SIM offer নিয়ে এখানে আলোচনা করা হলোঃ-
- কম খরচে কথা বলার সুযোগ
- খুব স্বল্প মূল্যে SMS প্রেরণ করার সুযোগ
- মিনিট বান্ডেল ও টকটাইম অফার
- একসাথে অনেকগুলো সংযোগ
- মাসের শেষে বিল-পে করার সুযোগ
- প্রতিষ্ঠানের পরিধি অনুসারে সীমাবদ্ধতা নিশ্চিত করা
- টেইলর মেইড প্যাকেজ
- পছন্দমতো ইন্টারনেট আর ভয়েস বান্ডেল
- ডেডিকেটেড কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার
- বিজনেস কাস্টমার সার্ভিস
- ই-বিল সুবিধা
জিপি কর্পোরেট সিম কোথায় পাবো? How to Collect GrameenPhone corporate sim card
সাধারণত আমরা ব্যক্তিগতভাবে ক্রয় করে কিভাবে কর্পোরেট সিম কেনা সম্ভব নয় এজন্য কিছু নিয়ম ও নীতিমালা রয়েছে আপনি চাইলে জিপি কর্পোরেট সিমের জন্য অনলাইনে আবেদন করতে পারেন আবেদন করার পর আপনার সাথে কাস্টমার কেয়ার থেকে যোগাযোগ করবে এবং গ্রহণযোগ্য হলে আপনাকে আপনার চাহিদা মোতাবেক সিম প্রদান করবে।
জিপি কর্পোরেট সিম নিতে কি কি লাগে? GP Corporate SIM Price
জিপি কর্পোরেট সিমের জন্য আপনাকে কিছু নিয়ম-নীতি মেনে অনলাইনে অথবা কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে আপনার প্রতিষ্ঠান বা কর্পোরেট লেভেল যদি সিম প্রদানের যোগ্য হয় তাহলে তারা আপনার কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট চেয়ে সিম প্রদান করবে।
জিপি সিম রিপ্লেসমেন্ট কত টাকা grameen phone sim replacement price
অনেক সময় আমাদের সিম কার্ড রিপ্লেস করার প্রয়োজন পড়ে অনেক সময় আমাদের গ্রামীনফোনের সিম কার্ডটি হারিয়ে গেলে বা সিম কার্ডটি যদি কোন কারণে নষ্ট হয়ে যায়, তাহলে এটা কে পুনরায় পাওয়ার একমাত্র উপায় হল সিম রিপ্লেস করা।
সিম রিপ্লেস করার কথা মাথায় আসলে দুটি প্রশ্ন মাথায় আসবে সেটা হচ্ছে সিম রিপ্লেস কোথা থেকে করবো গ্রামীনফোনের সিম রিপ্লেস করতে কত টাকা প্রয়োজন হয়?
কোথা থেকে সিম রিপ্লেস করবেন এবং কত টাকা প্রয়োজন হবে
দুটি প্রশ্নের জবাব আমি একসাথে দিচ্ছি সেটা হচ্ছে,
গ্রামীনফোনের সিম হোক বা যেকোন অপারেটরের সিম কার্ড রিপ্লাই করেন না কেন সে ক্ষেত্রে মোবাইল রিচার্জ বা সিম বিক্রি করে এবং দোকানদার অথবা আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার থাকলে গ্রামীণফোনের সিমকার্ড হলে গ্রামীনফোনের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন
গ্রামীন-ফোন সিম রিপ্লেস করতেকত টাকা প্রয়োজন হবে
তবে সবচেয়ে সহজ উপায় হল সিম কার্ড বিক্রি করে এমন দোকান দার কাছ থেকে সিম রিপ্লেস করে নাও নেওয়া এখন আসি দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কত টাকা প্রয়োজন পড়বে সিম রিপ্লেস এর জন্য আর সেটা যদি হয় গ্রামীণ সিম
আপনাকে সাধারণত গ্রামীন-ফোনের সিম রিপ্লেস করার জন্য 150 থেকে 200 টাকার মত টাকা খরচ করতে হতে পারে।
gp 3g to 4g sim replacement offer
জিপি সিম 4g করার কোড gp 4g convert code
সাধারণত গ্রামীণফোনের 3G থেকে 4G সিমি রূপান্তর করার জন্য কোন কোড ব্যবহার করা হয় না বরং আপনি যদি গ্রামীণফোন 3G ইউজার হন তাহলে আপনাকে 3G সিম রিপ্লেস করে একটি 4g সিমে কনভার্ট করতে হবে
আর যদি আপনার সিম 3g নাকি ফোরজি সেটা না জেনে থাকেন তাহলে খুব সহজেই গ্রামীণফোন 4g সিম চেক কোডের 4G sim cheack code মাধ্যমে সহজে জানতে পারবেন।
4G ফোন চেক করার কোড *১২১*৩২৩২#