অফিসিয়াল ফোন চেক করার সহজ উপায়- Bangladeshi Official Phone check online
আপনার মোবাইলে কি অফিশিয়াল? আপনি কি জানতে চান কিভাবে অফিশিয়াল ও আনঅফিসিয়াল ফোন চেক করতে হয়? এ সকল প্রশ্নের উত্তর নিয়ে সাজিয়েছি আজকের আর্টিকেলটি।
এই পোস্টটি পড়ে বুঝতে পারবেন কিভাবে খুব সহজেই একটি ফোন বৈধ না অবৈধ তা কিভাবে নির্ণয় করা যায়।
চলুন প্রথমেই জেনে নেই অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের মধ্যে পার্থক্য কি এবং কোনটি বৈধ এবং কোনটি অবৈধ ফোন।
অফিশিয়াল বা বৈধ ফোন কী?
যে সকল মোবাইল বাংলাদেশ সরকারকে শুল্ক বা ট্যাক্স দিয়ে বাংলাদেশে বাজারজাত করা হয়, সেই সেই সকল মোবাইল কে অফিসিয়াল বা বৈধ মোবাইল বলা হয়।
আরো পড়ুনঃ-স্কিটো সিমের ইন্টারনেট অফার
আন অফিসিয়াল বা অবৈধ ফোন কি?
আর অন্যদিকে যে সকল ফোন বাংলাদেশ সরকারকে কোন রকম টেক্সট বা শুল্ক প্রধান না করেই অবৈধভাবে বাজারজাত করা হয় ওই সমস্ত মোবাইল ফোন গুলোতে আন অফিসিয়াল বা অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।
অফিসিয়াল ফোন চেক করার সহজ উপায়- How to check official and unofficial Phone
মোবাইল ফোনটিও অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল তা বের করার জন্য আমার কাছে দুটি উপায় রয়েছে নিজের দুটি উপায় সম্পর্কে ব্যাখ্যা করা হলো-
- BTRC IMEI Registration Check SMS এর মাধ্যমে
- অ্যান্ড্রয়েড অ্যাপ এর মাধ্যমে অফিসিয়াল ফোন চেক
উপরে বর্ণিত দুটি পদ্ধতির মধ্যে আমার কাছে সবচেয়ে সহজ এবং সঠিক বলে মনে হয় অ্যান্ড্রয়েড অ্যাপ এর মাধ্যমে অফিশিয়াল ফোন চেক করা পদ্ধতিটি।
অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনি সহজেই আপনার ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিসিয়াল তা সহজেই বের করে ফেলতে পারেন কোন রকম ঝামেলা ছাড়াই , এক্ষেত্রে আপনাকে কোনো রকম কোড মনে রাখতে হবে না বা IMEI নাম্বার বের করার কোন ঝামেলা নেই।
তাহলে চলুন দেখে নেই কিভাবে অ্যাপ দিয়ে অফিশিয়াল ফোন চেক করতে হয়
- নিচে দেওয়া ডাউনলোডিং থেকে একটি প্রথমেই ডাউনলোড করে নিন
- ডাউনলোড হয়ে গেলে একটি ওপেন করুন
- ওপেন করার পর আপনার কাছ থেকে এসএমএস পারমিশন চাবে পারমিশন দিন
- এরপরে আপনাকে অ্যাপ্লিকেশনটি ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে
আরো পড়ুনঃ-বিকাশ লাইভ চ্যাট সাপোর্ট
অ্যাপ দিয়ে অফিসিয়াল ফোন চেক করার উপায়-
এখন আমি আপনাদেরকে যে একটি APP সাথে পরিচয় করিয়ে দেব সেটি আমার নিজের তৈরি করা একটি অ্যান্ড্রয়েড অ্যাপ
গ্রাহকের কথা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে যাতে করে আপনাদের কষ্ট করে SMS করার প্রয়োজন না হয়, নাম্বার বের করার মত ঝামেলা পোহাতে হয় সে কথা বিবেচনা করেই আমি তৈরি করেছি
গ্রাহকের কথা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে যাতে করে আপনাদের কষ্ট করে SMS করার প্রয়োজন না হয়, নাম্বার বের করার মত ঝামেলা পোহাতে হয় সে কথা বিবেচনা করেই আমি তৈরি করেছি
ফোনের বৈধতা যাচাই অ্যাপ
বৈধতা যাচাই অ্যাপটি ওপেন হওয়ার পরে আপনি ২টি বাটন দেখতে পাবেন একটি হলো ঘুম অন্যটি হলো ফোন স্ট্যাটাস
নিচের ৩টি অপশন ফোনের বৈধতা যাচাই করার জন্য
- এ ক্যাটাগরির মধ্যে সবচেয়ে প্রথমেই যে অপশন টি আছে সেটি হচ্ছে অটোমেটিক অফিসিয়াল ফোন চেক করার অপশন
- দুই নম্বরে রয়েছে IMEI নাম্বার দিয়ে যাচাই করার উপায়- কোন মোবাইলের আইএমইআই নাম্বার দিয়ে জানতে চান যে মোবাইলটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল তাও জানতে পারবেন এই অপশনটি ব্যবহার করে
- তিন নম্বরে রয়েছে bst Code বা QRকোড স্ক্যান করার মাধ্যমে অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন যাচাই করার পদ্ধতি।
এখন আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোন মোবাইলটি বৈধতা যাচাই করতে চান যদি আপনি চান আপনার নিজের মোবাইল দিয়ে অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল তা যাচাই করতে তাহলে প্রথমে যে অপশনটা আছে সেটি নির্বাচন করুন নির্বাচন করার পর বাটনটি ক্লিক করার পর অটোমেটিকলি আপনার মোবাইলটিকে বিটিআরসির ডাটাবেজ থেকে তথ্য জানিয়ে দেওয়া হবে ফোনটি বৈধ নাকি অবৈধ অর্থাৎ অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল
অন্যদিকে আপনি যদি জানতে চান অন্য কারো ফোন শেঠি বৈধ নাকি অবৈধ সেটাও জানতে পারবেন এই অ্যাপের মাধ্যমে সেক্ষেত্রে আপনাকে আইফোনের বক্সের ধাকা আইএমইআই নাম্বার স্ক্যান করতে হবে স্ক্রিন করার পর চেক করুন বাটনে ক্লিক করার পর অটোমেটিকলি ডাটাবেসের তথ্য যাচাই করে আপনাদেরকে জানিয়ে দেবে
মোবাইল রেজিস্ট্রেশন চেক- Mobile registration check bd
মোবাইলে এসএমএসের মাধ্যমে যদি আপনার ফোনটি বৈধতা জানতে চান তাহলে আপনাকে কিছু ধাপ ফলো করতে হবে আপনাদের সুবিধার্থে নিচে ধাপগুলোকে ক্রমিক সংখ্যায় প্রকাশ করা হলো
BTRC IMEI Registration Check SMS এর মাধ্যমে
- আপনার ফোনের ম্যাসেজ অপশনে যেতে হবে
- মেসেজ অপশনে গিয়ে নতুন একটি মেসেজ লিখতে হবে
- মেসেজ লিখার ধরনটি হবে এরকম KYD<>16DigitsIMEI
- এটি পাঠিয়ে দিতে হবে 16002 নাম্বারে
এখানে উল্লেখ্য যে এই <> চিহ্নটি তারা একটি স্পেস বোঝানো হয়েছে..
Example: KYD 326598745985625
and send it 16002
আরো পড়ুনঃ-অনলাইনে আইডি কার্ডের তথ্য সংশোধন
SMS পাঠানোর পর পরই আপনার মোবাইলে ফিরতি একটি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল
তবে কখনো কখনো এই এসএমএসটি আসতে দেরি হতে পারে, আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে
যদি আপনার ফোনটি অফিসিয়াল হয়ে থাকে তাহলে এসএমএসটি হবে এরকম
অভিনন্দন
ডিভাইসটির IMEI বিটিআরসি ডাটাবেজে পাওয়া গেছে
আর যদি ফোনটি আনঅফিসিয়াল বা অবৈধ ফোন হয়ে থাকে তাহলে ফিরতি এসএমএস টি হবে এরকম-
ডিভাইসটির আইএমইআই বিটিআরসির ডাটাবেজে পাওয়া যায়নি পূর্ণাঙ্গ 15 সংখ্যার IMEI নাম্বার লিখে আবার যাচাই করুন
বিদেশ থেকে কয়টি মোবাইল আনা যাবে?
একজন সাধারণ নাগরিক কোনরকম অতিরিক্ত টেক্স, কর অথবা শুল্ক প্রদান করা ছাড়া তার সাথে দুটি মোবাইল নিয়ে আসতে পারে।
তবে সে চাইলে একসাথে করে ৬টি মোবাইল ফোন বা হ্যান্ডসেটও নিয়ে আসতে পারবে, সেক্ষেত্রে তাকে বাংলাদেশ সরকার প্রদত্ত নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ শুল্ক বা ভ্যাট প্রদান করে মোবাইল গুলোকে দেশে আনতে হবে।
তবে আপনি যদি বিদেশ থেকে ব্যবসায়ীক কাজে মোবাইলফোন আমদানি করে থাকেন সেক্ষেত্রে আপনাকে আপনার ট্রেড লাইসেন্স এবং ব্যবসায় উপযুক্ত প্রমান সহকারে অতিরিক্ত শুল্ক প্রদানের মাধ্যমে মোবাইল ফোন দেশে বাজারজাত করতে পারবে
মোবাইল রেজিস্ট্রেশন চেক- BTRC mobile phone registration check
আপনার মোবাইলের আইএমইআই নাম্বার দিয়ে বিটিআরসির ডাটাবেজে সংরক্ষিত আছে কিনা তার ওপর নির্ভর করে এ ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল অর্থাৎ এটি বাংলাদেশের বৈধ নাকি অবৈধ ফোন আর আমি যদি আপনার ফোনটি অফিসিয়াল কিনা তা যাচাই করতে চান তাহলে উপরের নিয়মে যেকোনো একটি নিয়ম ফলো করে খুব সহজে তা জেনে নিতে পারেন আমি আপনাকে বলব কোনরকম ঝামেলা ছাড়া খুব সহজেই জানার জন্যে এন্ড্রয়েড এপস টি ব্যবহার করার জন্য অ্যাপটির মাধ্যমে আপনি ঝামেলা ছাড়া আপনার মোবাইলের বৈধতা যাচাই করতে পারবেন
বিদেশি মোবাইল রেজিস্ট্রেশন করার নিয়ম- BTRC mobile phone registration methode
অনলাইনে মোবাইল রেজিস্টার করতে হলে কিছু শর্ত এবং কিছু প্রমাণাদি প্রয়োজন হবে মালিকানা প্রমাণ করার জন্য সেটা হোক বিদেশ থেকে ক্রয়কৃত মোবাইল অথবা দেশ থেকে ক্রয়কৃত মোবাইল।
অনলাইন মোবাইল রেজিস্ট্রেশন
অনলাইনে মোবাইল ফোন নিবন্ধন করার জন্য আপনাকে প্রথমেই ওয়েবসাইটে প্রকাশ করতে হবে সহবাস করার পর আপনার মোবাইলের আইএমইআই নাম্বার দিয়ে হ্যান্ডসেটটি নিবন্ধন করতে হবে নিবন্ধন করার সময় আপনার বেশ কিছু কাগজপত্র প্রয়োজন হবে।
মোবাইল ফোন নিবন্ধন এর জন্য কি কি কাগজপত্র প্রয়োজন
- পাসপোর্ট এর ফটোকপি স্ক্যান কপি
- ক্রয় করা মোবাইলের ক্রয় রশিদ
- পাসপোর্ট এর যে পাতায় মাইগ্রেশন ছিল আছে সে পাতর স্ক্যান কপি
অবৈধ ফোন বৈধ করার উপায়
উপরে বর্ণিত মোবাইল ফোন নিবন্ধন করার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন সে সব কাগজপত্র যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি সহজেই অনলাইনের মাধ্যমে আপনার মোবাইলটি নিবন্ধন করে নিতে পারেন কোনরকম চার্জ বা টাকা পয়সা ছাড়াই।
কিন্তু আপনার যদিও উল্লেখিত ডকুমেন্টগুলো কোন কিছুতেই আপনার কাছে না থাকে এবং আপনার যদি বাংলাদেশ থেকে কোন আনঅফিসিয়াল ফোন কিনে থাকেন সেক্ষেত্রে এখন পর্যন্ত এরকম কোন নির্দেশনা পাওয়া যায়নি সেসকল ফুলগুলোকে নিবন্ধন করার জন্য
নতুন মোবাইল রেজিস্ট্রেশন
উপরে বর্ণিত মোবাইল ফোন নিবন্ধন করার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন সে সব কাগজপত্র যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি সহজেই অনলাইনের মাধ্যমে আপনার মোবাইলটি নিবন্ধন করে নিতে পারেন কোনরকম চার্জ বা টাকা পয়সা ছাড়াই।
কিন্তু আপনার যদিও উল্লেখিত ডকুমেন্টগুলো কোন কিছুতেই আপনার কাছে না থাকে এবং আপনার যদি বাংলাদেশ থেকে কোন আনঅফিসিয়াল ফোন কিনে থাকেন সেক্ষেত্রে