জুন মাসের দিবস সমূহ | International Days in June
আমাদের অনেক সময়ে কোন মাসের কোন দিন কি দিবস তা জানার প্রয়োজন হয় যেমন ধরুন আপনি জানতে চাচ্ছেন জুন মাসের জাতীয় এবং আন্তর্জাতিক দিবস সমূহ কি কি। ২০২৩ সালের জুন মাসে কয়টি গুরুত্বপূর্ণ দিবস রয়েছে বা আপনার মনে আজব ভাবে মনে পড়ল যে ৫ জুন কি দিবস অথবা এমন হতে পারে আপনি জানতে চাইলেন ২১ জুন কি দিবস অথবা ২০ জুন কি দিবস, ২৩ জুন কি দিবস তাহলে এত শত প্রশ্নের উত্তর কিভাবে পাবেন কোন চিন্তার কোন কারণ নেই আমাদের আজকের আর্টিকেলটি পড়ে জুন মাসের যতগুলো আন্তর্জাতিক ও জাতীয় দিবস পালিত হয় সবগুলো এই পোস্টে লিপিবদ্ধ করা হয়েছে।
আরো জানুনঃ- এপ্রিল মাসের দিবস সমূহআরো জানুনঃ-মে মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ
fig: International Days in June 2023
আরো জানুনঃ- বাংলাদেশে রোজা কবে থেকে শুরু
আরো জানুনঃ- রবি কর্পোরেট সিমের সুবিধা
১ জুন বৈশ্বিক মাতাপিতা দিবস - 1 June Global Parents Day
প্রথমেই আজকে আমাদের আলোচনা শুরু করব যে দিবসটি নিয়ে সেটি হচ্ছে জুন মাসের প্রথম দিন বৈশ্বিক পিতামাতা দিবস ইংরেজিতে যাকে বলা হয় গ্লোবাল প্যারেন্টস ডে যা প্রতিবছর জুন মাসে প্রথম দিন দিবসটি পালন করা হয়।
এছাড়াও বিশ্ব যোগ দিবস পালন করা হয় ১ জুন। এখন আপনি যদি প্রশ্ন করেন একজন কি দিবস তাহলে উত্তর আসবে একজন দুটি দিবস রয়েছে একটি হচ্ছে ওয়ার্ল্ড মিল্কি অন্যটি হচ্ছে গ্লোবাল প্যারেন্টস ডে।
- ১ জুন বিশ্ব দুগ্ধ দিবস
- বৈশ্বিক মাতাপিতা দিবস
৩ জুন বিশ্ব মুণ্ডর পা দিবস 3 June- Clubfoot Day 3rd June
বিশ্ব মুণ্ডর পা দিবস পালিত হয় জুন মাসের 3 তারিখ.
৪ জুন আন্তর্জাতিক নিপীড়িত শিশু দিবস - 4 June- International Day of Innocent Children Victims of Aggression
অনেকেই আন্তর্জাতিক নিভৃতে শিশু দিবস সম্পর্কে জেনে থাকবেন যদি এই দিবসটি কবে পালিত হয় সে সম্পর্কে না জেনে থাকেন তাহলে জেনে নিন আন্তর্জাতিকভাবে নিপীড়িত শিশু দিবস পালিত হয় ৪জুন। নিপীড়িত শিশু দিবস কে ইংরেজিতে কী বলে তাও জানা প্রয়োজন। ৪ জুন কে ইংরেজিতে International Day of Innocent Children Victims of Aggression বলে থাকে।
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। 5 June- world environment day
এখন হঠাৎ করে আপনাকে কেউ বলে উঠলো 5 জুন কি দিবস তাহলে আপনি নিশ্চয় গুগলের সার্চ করবেন এবং অথবা আপনার জানা থাকলে সঙ্গে সঙ্গে বলে দিবেন পর্যন্ত বিশ্ব পরিবেশ দিবস ইংরেজিতে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ( world environment day ) হিসেবে ডাকা হয়।
৭ জুন খাদ্য নিরাপত্তা দিবস - 7 June- World Food Safety Day
খাদ্য নিরাপত্তা দিবস জুন মাসের 7 তারিখ সারা বিশ্বব্যাপী পালিত হয় সাতজন খাদ্য নিরাপত্তা দিবস ইংরেজিতে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে ( World Food Safety Day )
৮ জুন বিশ্ব ব্রেইন টিউমার দিবস - 8 June- World Brain Tumour Day
রোগ কে কেন্দ্র করে পৃথিবীব্যাপী ৮ই জুন বিশ্ব ব্রেইন টিউমার দিবস পালিত হয় টিউমার একটি মারাত্মক ব্যাধি এবং সেটা যদি ব্রেনের মত খুব সেনসিটিভ জায়গায় হয় তাহলে তো কোন কথাই নেই, বিশ্বব্যাপী জুন মাসের 8 তারিখ ওয়ার্ল্ডে টিউমার ডে World Brain Tumour Day পালিত হয়।
শুধু বিশ্ব ব্রেইন টিউমার দেইনা এছাড়া 8 জুন পালিত হয় বিশ্ব সমুদ্র দিবস।
- বিশ্ব সমুদ্র দিবস বা World Oceans Day
- বিশ্ব ব্রেইন টিউমার দিবস বা World Brain Tumour Day
৯ জুন বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস
অ্যাক্রিডিটেশন দিবস কবে পালিত হয় জুন মাসের 9 তারিখ অর্থাৎ 9 জুন।
১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস 12 June- World Day Against Child Labour
শিশুশ্রম একটি মারাত্মক অপরাধ যে সময় শিশুরা পড়াশোনা করবে শেষ সময়ে তাদের হাতে বড় ধরনের কাজ ধরিয়ে দেওয়া মানব অধিকার লংঘন তাই শিশুশ্রম প্রতিরোধে 12 জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়।
১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস 14 June- World Blood Donor Day
রক্ত যা মানব শরীর বাজে কোন প্রাণীর শরীরে একটি গুরুত্বপূর্ণ তরল উপাদান অনেক সময় মানুষকে বাইরে থেকে রক্ত গ্রহণ করতে হয় এবং তার জন্য একজন রক্তদাতার প্রয়োজন হয় যে হৃদয়বান ব্যক্তি নিজের থেকে অন্যকে রক্ত প্রদান করে তাকে রক্ত দাতা বলা হয় বিশ্বজুড়ে রক্ত দাতাদের এই ভালোবাসা প্রকাশ করার জন্য 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয় এবং রক্তদান ইংরেজিতে বলা হয় World Blood Donor Day ১৪ জুন।
১৫ জুন বিশ্ব প্রবীণ নির্যাচন সচেতনতা দিবস
এখন আপনি জানতে চাইলেন 15 জুন কি দিবস তাহলে আপনার উত্তরটা দিতে হয় জুন মাসের 15 তারিখ কি দিবস তার উত্তরটা হবে বিশ্ব প্রাণী নির্বাচন সচেতনতা দিবস।
১৬ জুন আন্তর্জাতিক গৃহ শ্রমিক দিবস
১৭ জুন বিশ্ব মরুময়তা ও খরা প্রতিরোধ দিবস 17 June- World Day to Combat Desertification and Drought
গাছপালা হীন মরুভূমি হয়তো আপনিও চাবেন না,বিশ্বে এই গাছগুলো হীন মরুভূমি প্রতিরোধ দিবস' হিসেবে 17 জুন বিশ্ব খরা প্রতিরোধ দিবস পালিত হয়।
১৯ জুন আন্তর্জাতিক যৌন হয়রানি দূরীকরণ দিবস
বাংলাদেশের প্রেক্ষাপটে যৌন হয়রানি একটি মারাত্মক ব্যাধি তে রুপান্তর হয়েছে সংবাদপত্র খুললেই শুধু যৌন হয়রানি গৃহবধূ হত্যা ইত্যাদি ইত্যাদি, বিশ্বব্যাপী যৌন হয়রানি দূরীকরণের জন্য ১৯ জুন যৌন হয়রানির প্রতিরোধ দিবস পালিত হয়।
২০ জুন আন্তর্জাতিক উদ্বাস্তু বা শরণার্থী দিবস
কেউ জানতে চাইল 20 জুন কি দিবস তাড়াতাড়ি কিভাবে তার উত্তরে অবশ্যই হবে 20 জুন আন্তর্জাতিক শরণার্থী দিবস যেমনটা বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীরা আছে তেমনি বিশ্বব্যাপী শরণার্থীদের স্মরণে আন্তর্জাতিক উদ্বাস্তু দিবস পালিত হয়।
২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস 21 June World Music Day
21 জুন কি দিবস এর প্রশ্নের উত্তর একটি নয় বরং দুটি 21 জুন বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস এবং বিশ্ব সঙ্গীত দিবস,
সঙ্গীত মানুষের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক এমনকি অনেকের মনে আনন্দের ও প্রসার ঘটায় বিশ্বব্যাপী সঙ্গীত দিবস কে স্মরণীয় করতে 21 জুন এ দিবসটি পালিত হয় তাছাড়া 21 জুন 2023 বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস পালিত হবে
- ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস
- বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস
২৩ জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস
কেউ আপনার কাছে প্রশ্ন করল ২৩ জুন কি দিবস, তাহলে আপনি নিশ্চয়ই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন ভাববেন কোন কোনটা বলে কোনটা-বলবো কেউ না 23 জুন আন্তর্জাতিকভাবে চারটি দিবস পালিত হয়।
- ২৩ জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস
- আন্তর্জাতিক বিধবা দিবস
- আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস
- আন্তর্জাতিক এসওএস শিশু পল্লী দিবস
জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ব বাবা দিবস World Father’s Day
আরো জানুনঃ- ছোট বাচ্চাদের জন্ম নিবন্ধন করার নিয়ম
২৬ জুন- আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 26 June- International Day against Drug Abuse and Illicit Trafficking
মাদক একটি সামাজিক ব্যাধি ব্যক্তিগত ব্যাধি এবং পরিবারের জন্য অভিশাপ।মাদক একটি জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে,
মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন তৈরি এবং এরপর বিরোধী কার্যক্রম গ্রহণ করার জন্য প্রতিবছর 26 জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হয়।