মার্চ মাসের উল্লেখযোগ্য দিন - 2022 সালের কোন দিন কি দিবস

2022 সালের মার্চ মাসের কোন দিন কি দিবস

২০২২ সালের মার্চ মাসে কোন দিন কি দিবস তা যদি জানতে চান তাহলে নিচের ক্যালেন্ডার এক নজর দেখতে পারেন নিজের ক্যালেন্ডারে ২০২২ সালের মার্চ মাসের সম্পূর্ণ ক্যালেন্ডার দেওয়া হয়েছে এবং  বিশেষ বিশেষ দিনগুলোতে চিহ্নিত করে দেওয়া হয়েছে।



2022 সালের মার্চ মাসের উল্লেখযোগ্য দিন-কোন দিন কি দিবস



ক্যালেন্ডার পরিচিতি
উপরে ক্যালেন্ডারে বর্ণিত বিশেষ দিন গুলোর মধ্যে লেখাগুলো দেখতে পাবেন যে 2022 সালের মার্চ মাসের কিছু দিবসে নীল রঙের শব্দ লেখা আছে এবং কিছু দিবসে সবুজ রঙ্গের শব্দ লেখা আছে
নীল রঙের শব্দের মানে সরকারি সাধারণ ছুটি আর সবুজ রঙ্গের শব্দ হচ্ছে ব্যক্তি ছুটি।

 March 2022

Sun Mon Tue Wed Thu Fri Sat
1
শবে মেরাজ
2 3 4 5
6 7 8 9 10 11
12
13 14 15 16 17
শিশু দিবস
18
19
শব-ই-বরাত
20 21 22 23 24 25
26
স্বাধীনতা দিবস
27 28 29 30 31









উপরের ক্যালেন্ডারে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে 2022 সালের মার্চ মাসের উল্লেখযোগ্য দিনগুলোকে মার্ক করে দে দেওয়া হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ দিনগুলোকে চিহ্নিত করার জন্য তার নিচে ঐদিনের তারিখের নিচে ঐ দিনের বিশেষত্ব উল্লেখ করা হয়েছে।

আপনি মার্চ মাসের ক্যালেন্ডার লক্ষ্য করলে দেখতে পাবেন যে 2022 সালে এই মাসে মোট সরকারি ছুটি রয়েছে ৪ টি যার মধ্যে দুটি সাধারণ ছুটি এবং একটি নির্বাহী আদেশ ক্রমে ছুটি আর অন্যটি হলো ব্যক্তির ছুটি ধর্মীয় ঐচ্ছিক ছুটি।
ব্যক্তিগত ছুটি বা এসব ছুটি সম্পর্কে বিস্তারিত জানতে

শবে মেরাজ কি? 

শবে মেরাজ হলো এমন একটি মোজেজা পূর্ণ রাত্রি যে রাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহর অশেষ রহমত ও অলৌকিক ক্ষমতার বলে আল্লাহর দিদার লাভের জন্য আরশে আজিমে পদার্পণ করে, লাইলাতুল মেরাজ শবে মেরাজের আরেকটি উল্লেখযোগ্য ভূমিকা হল রাত্রে আল্লাহ তাআলা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ২য় স্তম্ভ নামাজ সবার উপর ফরয করেছেন।

অনেকেই প্রশ্ন করে থাকেন বাংলাদেশের 2022 সালের শবে মেরাজ কবে পালিত হবে?
শবে মেরাজ লাইলাতুল মিরাজ বা মিরাজের রাত্রি ১লা মার্চ, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ পালিত হবে

শবেবরাত কত তারিখ?

"বরাত" শব্দের অর্থ "মুক্তি" আর "শব"  শব্দের অর্থ "রজনী/রত" তাহলে শবে বরাতের অর্থ দাঁড়ায় মুক্তির  রজনী।

মার্চ মাসের 19 তারিখ শবেবরাত পালিত হবে আরবি মাসের হিসেবে বাংলাদেশ 2022 সালের শবেবরাত পালিত হবে মার্চ মাসের 19 তারিখ দিবাগত রাত।

শিশু দিবস কি

17 মাস জাতীয় শিশু দিবস বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস এদিনই সমস্ত বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কেন্দ্র করে, দিনটিকে স্মরণীয় ভাবে উদযাপন করে থাকে।

স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস

২৬ মার্চ কে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়।
কারন ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি দখলদার বাহিনী নিরীহ বাঙালি উপর ঝাপিয়ে পড়ে ও নিরস্ত্র বাঙালিদের নৃশংসভাবে হত্যা করা হয়।
এই ঘটনার প্রেক্ষিতে 27 মার্চ মেজর জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষ হতে বাংলাদেশের আপামর জনসাধারণকে স্বাধীনতার যুদ্ধের জন্য আহবান করে তাই ২৬শে মার্চ কে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়।
এবং বাঙালি জাতির নতুন স্বাধীন বাংলার স্বপ্ন দেখে এর  জন্য 26 শে মার্চ কে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে দেওয়া হয় স্বীকৃতি দেওয়া হয়।
এতক্ষণ 2022 সালের মার্চ মাসের যে দিনগুলো নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে বরাবর সরকারি ছুটি বা উল্লেখযোগ্য দিবস সমূহ,
তাছাড়া আরও অনেকগুলো উল্লেখযোগ্য দিন রয়েছে যা বাংলাদেশের খুবই গুরুত্ব সহকারে পালন করা হয়। ২০২২ সালের মার্চ মাসের উল্লেখযোগ্য  দিবস সমূহ তালিকা আকারে প্রকাশ করা হলো--

২০২২ সালের আরো উল্লেখযোগ্য দিন সমূহ

উপরে বর্ণিত দিনগুলো ছাড়াও বাংলাদেশে আরও বেশ কিছু সংখ্যক দিন মার্চ মাসে উদযাপন করা হয় আপনাদের সুবিধার জন্য ছকা করে সবগুলো দিন একসাথে দেওয়া হল

  • ২ মার্চ জাতীয় পতাকা দিবস
  • ৩ মার্চ  বিশ্ব বই দিবস
  • ৪ মার্চ  বিশ্ব যৌন নিপীড়ন বিরোধী দিবস
  • ৮ মার্চ  আন্তর্জাতিক নারী দিবস
  • ১১ মার্চ  রাষ্ট্রভাষা দিবস
  • ১৩ মার্চ  আন্তর্জাতিক রোটারী দিবস
  • ১৪ মার্চ  আন্তর্জাতিক নদী রক্ষা দিবস, বিশ্ব পাই (π) দিবস
  • ১৫ মার্চ  বিশ্ব ভোক্তা অধিকার দিবস, পঙ্গু দিবস
  • ১৭ মার্চ  বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মদিন, জাতীয় শিশু দিবস
  • ২০ মার্চ  বিশ্ব শিশু ও যুব থিয়েটার দিবস
  • ২১ মার্চ  World Sleep Day,আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস
  • ২২ মার্চ  বিশ্ব পানি দিবস
  • ২৩ মার্চ  বিশ্ব আবহাওয়া দিবস, পতাকা উত্তোলন দিবস
  • ২৪ মার্চ  বিশ্ব যক্ষা দিবস, আন্তর্জাতিক আর্কাইভ দিবস
  • ২৫ মার্চ  দাসপ্রথার শিকার এবং ট্রান্সআটলান্টিক দাস বাণিজ্যের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস
  • ২৬ মার্চ  বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস
  • ২৭ মার্চ  বিশ্ব নাটক দিবস
  • ৩১ মার্চ  জাতীয় দুর্যোগ মোকাবিলা দিবস
তথ্যসূত্রঃ-http://varotkhaliup.gaibandha.gov.bd
Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown December 21, 2021 at 2:59 PM

    ধন্যবাদ আপনাকে

Add Comment
comment url