বিদ্যুৎ মিটারের ইমারজেন্সি ব্যালেন্স আনার নিয়ম | প্রিপেইড মিটার হেল্প লাইন

হঠাৎ করে বিদ্যুতের মিটারের ব্যালেন্স শেষ হয়ে গেলে আমাদের ইমারজেন্সি ব্যালেন্স আনার প্রয়োজন পরে। আজ আমরা জানবো বিদ্যুৎ মিটারের ইমারজেন্সি ব্যালেন্স আনার নিয়ম এবং ডিজিটাল প্রিপেইড মিটারের ডায়াল কোড সমূহ সম্পর্কে বিস্তারিত এর সুবিধা ও অসুবিধা। এছাড়াও আলোচনার বিষয় হিসেবে থাকবে প্রিপেইড মিটারের হেল্পলাইন নাম্বার বা কিভাবে প্রিপেইড মিটার হেল্প লাইনে যোগাযোগ করবেন।

প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করার নিয়ম জানুন

বর্তমান সময়ে লোডশেডিং (load shedding) শব্দটি একটি বিড়ম্বনার নাম। সারা বাংলাদেশ এখন লোডশেডিংয়ের তাড়নায় জনজীবন অতিষ্ঠ। জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতির কারণে, অপর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের ফলে দেশে দেখা দিয়েছে বিদ্যুৎ ঘাটতি। আর এই বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা করার জন্য প্রয়োজন পড়েছে load shedding schedule করার।

বিদ্যুৎ মিটারের ইমারজেন্সি ব্যালেন্স আনার নিয়ম
pic-prepaid meter emergency balance code

মিটারের ইমারজেন্সি ব্যালেন্স আনার নিয়ম

আমরা সচরাচর যে সকল বৈদ্যুতিক প্রিপেইড মিটার গুলো দেখে থাকি  সেগুলো  সব এক রকম নয়, চলুন আগে বৈদ্যুতিক প্রিপেইড মিটারের ধরন সম্পর্কে কিছুটা ধারনা নেই তারপর সেই ধরন অনুযায়ী
কিভাবে ডিজিটাল মিটারে ইমারজেন্সি ব্যালেন্স আনবো সেটা নিয়ে আলোচনা করব।

বৈদ্যুতিক প্রিপেইড মিটারের ধরন

সাধারণত মিটারকে আমরা প্রধান দুটি ভাগে ভাগ করতে পারি
  1. প্রথমটি স্মার্ট কার্ড টাইপ প্রিপেইড মিটার যেমন DESCO প্রিপেইড মিটার
  2. কিপ্যাড টাইপ মিটার
কিপ্যাড টাইপ মিটার আবার কয়েক ধরনের হয়ে থাকে
  • NESCO
  • Linyang
  • Hexing Electrical Company. Ltd.
  • And Inhe

প্রিপেইড বিদ্যুৎ মিটার ইমারজেন্সি ব্যালেন্স আনার নিয়ম

আমাদের প্রিপেইড মিটারের অবশিষ্ট ব্যালান্স সম্পর্কে সতর্ক থাকার জন্য অনেক সময় বিদ্যুৎ মিটার ব্যালেন্স চেক করার প্রয়োজন হয় এবং হঠাৎ করে ব্যালেন্স শেষ হয়ে গেলে প্রিপেইড মিটার ইমারজেন্সি ব্যালেন্স আনার প্রয়োজন হয় ডেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করা এবং ডেসকো প্রিপেইড মিটার ইমারজেন্সি ব্যালেন্স আনার কোড সহ যাবতীয় কোড গুলো শেয়ার করা হলো।

স্মার্ট কার্ড টাইপ প্রিপেইড মিটার মারজেন্সি ব্যালেন্স আনার নিয়ম | DESCO প্রিপেইড মিটার ব্যালেন্স চেক সহ সকল কোড সমূহ

ডেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক এবং ইমারজেন্সি  সময় ইমারজেন্সি ব্যালেন্স আনার কোড প্রয়োজন।
আরো অনেক কোড রয়েছে যা নিচে দেয়া থাকবে, এই মিটারে চেক করার প্রক্রিয়াটি ভিন্ন রকম তাই নিচে ভিডিওর মাধ্যমে সহজে দেখানো হয়েছে কিভাবে ব্যালেন্স চেক করবেন

কিপ্যাড টাইপ মিটার ডায়াল কোড সমূহ

NESCO মিটার ইমারজেন্সি ব্যালেন্স আনার নিয়ম

আপনার NESCO মিটারের বিদ্যুতের ব্যালেন্স শেষ হয়ে গেলে যদি ইমারজেন্সি ব্যালেন্স এর প্রয়োজন হয় সেক্ষেত্রে ইমারজেন্সিতে  ব্যালেন্স এড করার জন্য ডায়াল করুন ৯৯৯৯৯ এবং উপভোগ করুন আপনার বিপদের বন্ধু ইমারজেন্সি ব্যালেন্স।

Hexing Electrical Company Ltd. মিটার  ব্যালেন্স চেক ও ইমারজেন্সি ব্যালেন্স

যেহেতু Hexing Electrical Company Ltd. মিটার একটি কিপ্যাড টাইপ মিটার হাই তাই এই মিটারে ইমারজেন্সি ব্যালেন্স জানতে হলে আপনাকে কোড ডায়াল করতে হবে, ইমারজেন্সি ব্যালেন্স করার কোড ৮১১

নিচে আরও কিছু মিটারের ইমারজেন্সি ব্যালেন্স আর কোড দেওয়া হল-
  • NESCO--------------------------------------৯৯৯৯৯
  • Linyang--------------------------------------৮৯৮৯৮৬৮৬
  • Hexing Electrical Company. Ltd. --------৮১১
  • And Inhe-------------------------------------৮০৯

নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক সহ আরো গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কোডগুলো নিচে দেওয়া হল-

বিদ্যুৎ মিটারের ইমারজেন্সি ব্যালেন্স আনার নিয়ম
প্রিপেইড মিটার হেল্প লাইন

বিকাশের কাস্টমার কেয়ারে সরাসরি কথাগুলো বলুন বিনামূল্যে

প্রিপেইড মিটারের সুবিধা ও অসুবিধা

প্রতিটি জিনিসেরই  কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক রয়েছে প্রিপেইড মিটারের ক্ষেত্রেও একজন সুবিধা রয়েছে তেমনি কিছু অসুবিধাও রয়েছে। ভালো এবং মন্দ সব মিলিয়ে আমাদের চলতে হবে এবং মানিয়ে নিতে হবে বাস্তবতার সাথে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url