এপ্রিল মাসের দিবস সমূহ - বিভিন্ন দিবসের তালিকা ২০২২

এপ্রিল মাসের দিবস সমূহ

আপনি নিশ্চয়ই 2022 সালের এপ্রিল মাসে কি কি উল্লেখযোগ্য দিবস রয়েছে তা জানতে চান। একটু অপেক্ষা করুন তাহলে পরিষ্কার জানতে পারবেন এপ্রিল মাস 2022 কি কি গুরুত্বপূর্ণ দিন দিবস রয়েছে।এপ্রিল মাসে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অনেকগুলো দিবস পালিত হয় তার মধ্যে বাংলাদেশের উল্লেখযোগ্য ভাবে যেসব দিবস পালিত হয় তা নিয়ে কথা বলবো আজক, এই পোস্টটিতে জানতে পারবেন এপ্রিল মাসের দিবস সমূহ ২০২২, বিভিন্ন দিবসের তালিকা ২০২২ এবং বাংলাদেশের দিবস সমূহ।

মার্চ মাসের দিবস সমূহ ২০২২

বিভিন্ন দিবসের তালিকা ২০২২

আপনাদের সুবিধার্থে এপ্রিল মাসের সরকারি ছুটি নিচে  এপ্রিল মাসের ক্যালেন্ডার এ উল্লেখ করা হয়েছে এবং ২০২২ সালের এপ্রিল মাসের সরকারি ছুটির দিনগুলো মার্ক করে দেয়া হয়েছে।

এপ্রিল মাসের দিবস সমূহ

ক্যালেন্ডার পরিচিতি

উপরে ক্যালেন্ডারে বর্ণিত বিশেষ দিন গুলোর মধ্যে লেখাগুলো দেখতে পাবেন যে 2022 সালের মার্চ মাসের কিছু দিবসে নীল রঙের শব্দ লেখা আছে এবং কিছু দিবসে সবুজ রঙ্গের শব্দ লেখা আছে নীল রঙের শব্দের মানে সরকারি সাধারণ ছুটি আর সবুজ রঙ্গের শব্দ হচ্ছে ব্যক্তি ছুটি।

April 2022

Su Mo Tu We Th Fr Sa




1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14
বাংলা নববর্ষ
15 16
17
ইস্টার সানডে
18 19 20 21 22
23
24 25 26 27 28 29
শবে কদর
30







ছবিঃ এপ্রিল মাসের ক্যালেন্ডার

সমূহ ২০২২ সালেরএপ্রিল মাসের দিবস

সম্পূর্ণ এপ্রিল মাস জুড়ে কি কি গুরুত্বপূর্ণ দিবস হয়েছে এবং বাংলাদেশে কি কি দিবস এপ্রিল মাসে পালিত হয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অধিকার সম্পর্কে নিচে ব্যাখ্যা সহকারে জানানো হলো।

১লা এপ্রিল-April Fool

এপ্রিল ফুল এপ্রিল মাসের প্রথম দিন পালিত হয় এপ্রিল ফুলের মূলত অন্যকে বোকা বানানোর জন্য বা অন্যকে ধোকা দেওয়ার জন্য।
পক্ষান্তরে অন্যকে ধোকা দেওয়া বা অন্যের সাথে প্রতারণা করা যে কোন ধর্মে নিষিদ্ধ একটি কাজ

২রা এপ্রিল-বিশ্ব অটিজম সচেতনতা দিবস

2 এপ্রিল দিনটি জুড়ে কয়েকটি দিবস পালিত হয়, 2022 সালের ২রা এপ্রিল পালিত হবে এবং উল্লেখযোগ্য দিনগুলো দিবসগুলো নিচে বর্ণনা করা হলো.
  • বিশ্ব অটিজম সচেতনতা দিবস
  • 2 এপ্রিল 2022 বাংলাদেশের বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়। অটিজম সাধারণত একটি শিশুর রোগ এ রোগ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য বিশ্বব্যাপী বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়।
  • ঢাকার কেরানীগঞ্জ গণহত্যা দিবস
ঢাকার কেরানীগঞ্জের গণহত্যার বিষয়টি স্মরণ করে বাংলাদেশ 2 এপ্রিল কেরানীগঞ্জ গণহত্যা দিবস পালন করা হয়
  • জাতীয় প্রতিবন্ধী দিবস
বাংলাদেশের জাতীয় ভাবে জাতীয় প্রতিবন্ধী দিবস হিসেবে দোসরা এপ্রিল জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়, যেহেতু একটি জাতীয় দিবস তাই 2022 সালেও পালিত হবে।
  • বিশ্ব শিশু বই দিবস
বিশ্বব্যাপী 2 এপ্রিল একটি দিবস পালিত হয় সেটি হচ্ছে বিশ্ব শিশু বই দিবস।

৩রা এপ্রিল- জাতীয় চলচ্চিত্র দিবস

চলচ্চিত্র ইন্ডাস্ট্রিজে বাংলাদেশের উল্লেখযোগ্য তেমন ভূমিকা না থাকলেও 3 এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপনের বিষয়টি উল্লেখযোগ্য।

৪ঠা এপ্রিল- আন্তর্জাতিক খনি নিরাপত্তা দিবস

4 এপ্রিল আন্তর্জাতিক খনি নিরাপত্তা দিবস যেহেতু আন্তর্জাতিক দিবস তাই বাংলাদেশও  2022 সালের 4 এপ্রিল বাংলাদেশ ও আন্তর্জাতিক নিরাপত্তা দিবস পালিত হবে।

৫ই  এপ্রিল-প্রতিবন্ধী দিবস

এপ্রিল মাসের 5 তারিখ বাংলাদেশ প্রতিবন্ধী দিবস হিসেবে উদযাপন করা হয়।

৭ই এপ্রিল-বিশ্ব স্বাস্থ্য দিবস

7 এপ্রিল কে কেন্দ্র করে বিশ্বজুড়ে দুটি দিবস পালিত হয়
  • বিশ্ব স্বাস্থ্য দিবস 
  • রোয়ান্ডার গণহত্যা স্মরণ দিবস

৮ই এপ্রিল-ইস্টার সানডে

খ্রিষ্টান ধর্মালম্বী দের জন্য একটি পবিত্র এবং খুবই গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ইস্টার সানডে যা প্রতিবছর ৮ই এপ্রিল পালিত হয় সেই হিসেবে 2022 সালের ৮ই এপ্রিল ইস্টার সানডে।

১০ই এপ্রিল-স্বাধীন বাংলাদেশ সরকার গঠন দিবস।

বাংলাদেশের 10 এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকার গঠন দিবস পালিত হয়।

১২ এপ্রিল-বিশ্ব মহাকাশ ও বিমান চলাচল দিবস

বিশ্বব্যাপী 12 এপ্রিল বিশ্ব মহাকাশ ও বিমান চলাচল দিবস হিসেবে পালিত হয়

১৪ এপ্রিল- ১লা বৈশাখ

 ১লা বৈশাখ বা বাংলা বছরের প্রথম দিন
বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ বাঙালির জাতীয় ঐতিহ্য একটি গুরুত্বপূর্ণ দিন বছরের প্রথম দিকে পহেলা বৈশাখ কবে পালিত হয়।

১৬ এপ্রিল-বিশ্ব কুষ্ঠ দিবস

বিশ্ব কুষ্ঠ দিবস

16 এপ্রিল বিশ্বব্যাপী বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয় সে সুবাদে 2022 সালের 16 এপ্রিল বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হবে।

১৭ এপ্রিল- বিশ্ব হিমোফিলিয়া

17 এপ্রিল কে কেন্দ্র করে দুটি দিবস পালিত হয় এটি হলো আন্তর্জাতিক হিমোফিলিয়া এবং মুজিবনগর দিবস
  • বিশ্ব হিমোফিলিয়া (Haemophilia) দিবস
  • মুজিবনগর দিবস

১৮ এপ্রিল-বিশ্ব ঐতিহ্য দিবস

18 এপ্রিল কে কেন্দ্র করে বিশ্বব্যাপী বিশ্ব ঐতিহ্য দিবস পালিত হয়

২০ এপ্রিল- চীনা ভাষা দিবস

চীনা ভাষা দিবস

বিশ্বের একটি অন্যতম এবং ব্যতিক্রমী ভাষা হল চীনা ভাষা, 2022 সালের 20 এপ্রিল চীনা ভাষা দিবস পালিত হবে।

২১ এপ্রিল-বিশ্ব সৃজনশীলতা দিবস

বিশ্ব সৃজনশীলতা এবং উদ্ভাবন দিবস

21 এপ্রিল বিশ্ব সৃজনশীলতা দিবস পালিত হয় বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোন MCQ বা নৈবিত্তিক দিবস নেই (মজা করলাম)

২২ এপ্রিল-ইংরেজী ভাষা দিবস

এপ্রিল মাসের 22 তারিখ বিশ্বব্যাপী ইংরেজি ভাষা দিবস পালিত হয় এবং একই দিনে বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয়।
  • বিশ্ব ধরিত্রী দিবস
  • ইংরেজী ভাষা দিবস

২৩ এপ্রিল-বিশ্ব পুস্তক দিবস

বিশ্ব পুস্তক এবং কপিরাইট দিবস

23 এপ্রিল বিশ্বব্যাপী কপিরাইট দিবস পালিত হয় 2022 সালে এটি পালিত হবে, আমার কাছে খুব মজার এবং গুরুত্বপূর্ণ দিবস হল বিশ্ব পুস্তক এবং কপিরাইট দিবস একজন লেখক কে তার লেখার সত্যতা ব্যক্তিসত্তা সংরক্ষণের জন্য পালিত হয় দিবসটি পালিত হয় কেউ আবার আমার লেখাটি কপি করবেন না যদি করেন তাহলে উৎস উল্লেখ করবেন।

২৪ এপ্রিল-এনিমেলস ডে

২৫ এপ্রিল-বিশ্ব ম্যালেরিয়া দিবস

আরেকটি উল্লেখযোগ্য দিবস হচ্ছে ম্যালেরিয়া দিবস 25 এপ্রিল ম্যালেরিয়া দিবস পালিত হয় ম্যালেরিয়া একটি মারাত্মক রোগ কিন্তু সচেতনতাই পারে এরূপ থেকে সম্পূর্ণ নিরাময় এবং প্রতিকার করতে তাই সচেতন মূলক ভাবে 25 এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়।

২৬ এপ্রিল- বিশ্ব মেধাসত্ত্ব দিবস

 বিশ্ব মেধাসত্ত্ব দিবস

২৭ এপ্রিল-বিশ্ব নকশা দিবস

  1. এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী
  2. আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস
  3. বিশ্ব নকশা দিবস

২৮ এপ্রিল-শ্রমিক নিরাপত্তা দিবস

  1. আন্তর্জাতিক শ্রমিক স্মরণ দিবস (International Worker’s Memorial Day)
  2. পেশাগত স্বাস্থ্য ও শ্রমিক নিরাপত্তা দিবস

২৯ এপ্রিল- বিশ্ব নৃত্য দিবস

  1. বিশ্ব নৃত্য দিবস
  2. বিশ্ব ইচ্ছাপূরণ দিবস

মার্চ মাসের দিবস সমূহ ২০২২

আমরা ২০২২ সালের মার্চ মাসের ক্যালেন্ডার দিকে তাকালে দেখতে পারব যে 2022 সালে মার্চ মাসে মোট সরকারি ছুটি রয়েছে ৪ টি যার মধ্যে ২টি সাধারণ ছুটি এবং ১টি নির্বাহী আদেশ ক্রমে ছুটি আর অন্যটি হলো ব্যক্তির ছুটি ধর্মীয় ঐচ্ছিক ছুটি।
মার্চ মাসের কোন দিন কোন দিবস জানুন এখানে ক্লিক করে।

বিভিন্ন দিবসের তালিকা ২০২২

বাংলাদেশের ২০২২ সালের বিভিন্ন  দিবস এবং সরকারি ছুটির তালিকা

ছুটির দিন মানেরকম ভালো লাগার দিন,সরকারি ছুটির দিন থাকেনা কোন কাজের চাপ। একটি অতিরিক্ত সরকারি ছুটির দিন নিজের জন্য পরিবারের সাথে সময় কাটানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন 2022 সালে ক্যালেন্ডারে সরকারি ছুটির তালিকা এবং বাংলাদেশের বিভিন্ন দিবসের তালিকা এক নজরে দেখে নেই

বাংলাদেশের জাতীয় দিবস কয়টি ও কি কি

Next Post Previous Post
2 Comments
  • Ahsan Shahariar Apurba
    Ahsan Shahariar Apurba December 23, 2021 at 10:26 PM

    আন্তরিক ধন্যবাদ

  • Ahsan Shahariar Apurba
    Ahsan Shahariar Apurba December 23, 2021 at 10:27 PM

    তথ্যবহুল

Add Comment
comment url