মে মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ
মে মাসের দিবস সমূহের তালিকা
অন্যান্য মাসের মতো মে মাসে কিছু আন্তর্জাতিক ও জাতীয় দিবস রয়েছে। আজকের লেখাটি পড়ে আপনি জানতে পারবেন, মে মাসের দিবস সমূহের তালিকা বাংলাদেশের বিভিন্ন দিবসের তালিকা এবং মে মাসের দিবস সমূহ কি কি। এবং আমরা আরও জানতে পারবো যে 2022 সালের কোন দিন কি দিবস।
১ মে May Day আন্তর্জাতিক শ্রমিক দিবস
প্রতিবছর মে মাসের প্রথম দিন আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় এ দিবসটি শ্রমিক সংগ্রাম দিবস হিসেবে পরিচিত, তাছাড়া ১লা মে May Day হিসেবে অত্যন্ত সুপরিচিত।
৩ মে বিশ্ব গণমাধ্যম দিবস
এখন কথা বলব মে মাসের তৃতীয় দিনটি নিয়ে ৩মে গণমাধ্যম দিবস হিসাবে পরিচিত তাছাড়া এ দিনটিতে আরো পালিত হয় সংবাদপত্রের স্বাধীনতা দিবস আন্তর্জাতিক ভাবে পালিত হয় সূর্য দিবস এবং বিশ্বব্যাপী বিশ্ব অ্যাজমা দিবস
- গণমাধ্যম দিবস
- সংবাদপত্র স্বাধীনতা দিবস
- আন্তর্জাতিক সূর্য দিবস
- বিশ্ব অ্যাজমা দিবস
৪ মে কয়লা খনি শ্রমিক দিবস
প্রতিবছর মে মাসের কয়লা খনি শ্রমিক দিবস পালিত হয় ৪ মে
পোস্টটি পড়ুনঃ এপ্রিল মাসের দিবস সমূহ
৫ মে বিশ্ব এথলেটিকস দিবস
খেলাধুলা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
এত এত দিবসের মধ্যে এথলেটিকস দিবস থাকবে না তা কি করে হয় তাই 5 মে বিশ্বজুড়ে ২০২২ সালের ৫ মে বিশ্ব এথলেটিকস দিবস পালিত হবে।
৮ মে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস
রেড ক্রিসেন্ট এ মুলত পালিত হয় রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট এর জন্মদিন কে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য প্রতিবছর ৮ই মে রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় এবছর 2022 সালে ৮ মে বিশ্ব রেডক্রস দিবস পালিত হবে। তাছাড়া ৮ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহতদের স্মরণ করে দিবসটি পালিত হয়
- ৮ মে বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস
- ২য় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ দিবস
- রবীন্দ্র জন্মজয়ন্তী (২৫ বৈশাখ)
পোস্টটি পড়ুনঃ 2022 সালের কোন দিন কি দিবস
১২ মে আন্তর্জাতিক নার্স দিবস
- ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস
- বিশ্ব পরিযায়ী পাখি দিবস
১৩ মে আন্তর্জাতিক ফৌজদারী আদালত দিবস
13 মে আন্তর্জাতিক ফৌজদারি আদালত দিবস হিসেবে বিশেষ করে থাকলেও এই দিনটিতে আরও দুটি উল্লেখযোগ্য দিবস পালিত হয়
- আন্তর্জাতিক ফৌজদারী আদালত দিবস
- বিশ্ব পরিযায়ী পাখি দিবস (১২ ও ১৩ মে)
১৫ মে-বুদ্ধপূর্ণিমা
খ্রিস্টধর্ম অনুসারীদের গুরুত্বপূর্ণ একটি দিবসে বুদ্ধ পূর্ণিমা তাদের জন্য একটি পবিত্র এবং গুরুত্বপূর্ণ দিবস 2022 সালের 15 মে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হবে। এছাড়াও এ দিনটিতে আরেকটি দিবস পালিত হবে সেটি হচ্ছে পরিবার দিবস।
- ১৫ মে-বুদ্ধপূর্ণিমা
- ও পরিবার দিবস
পোস্টটি পড়ুনঃ বাংলাদেশে রোজা কবে থেকে শুরু
১৬ মে ফারাক্কা দিবস
ফারাক্কা দিবস প্রতিবছর 16 মে পালিত হয়।
১৭ মে বিশ্ব টেলি যোগাযোগ দিবস
- ১৭ মে ওয়ার্ল্ড ইনফরমেশন সোসাইটি দিবস
- বিশ্ব টেলি যোগাযোগ দিবস
- বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস
১৮ মে বিশ্ব জাদুঘর দিবস
২০২২ সালের ১৮ মে বেশি জাদুঘর দিবস পালিত হবে
পোস্টটি পড়ুনঃ 2022 সালের সরকারি ছুটির তালিকা
১৯ মে বিশ্ব হেপাটাইটিস দিবস
হেপাটাইটিস একটি যকৃত বাহি রোগ। হেপাটাইটিস রোগের প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে সচেতন তৈরীর জন্য প্রতিবছর ১৯ মে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়। তাই ২০২২ সালের ১৯ মে বাংলাদেশ এ বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হবে।
২০ মে বিশ্ব পরিমাপবিদ্যা দিবস
- বিশ্ব পরিমাপবিদ্যা দিবস
- চা শ্রমিক হত্যা দিবস
২১ মে বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র সংলাপ দিবস
নিচের ক্যালেন্ডারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু ঘর নীল রঙ্গের রং করা আছে সেই বিশেষ ঘর থেকে বুঝতে পারবেন মে মাসের গুরুত্বপূর্ণ দিবস সমূহ কি কি আরও জানতে পারবেন বাংলাদেশের বিভিন্ন দিবসের তালিকা।
উপরের ক্যালেন্ডার থেকে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে বাংলাদেশে 2022 সালের মে মাসের জাতীয় এবং আন্তর্জাতিক দিবস সমূহ কি কি
এখন চলুন আমরা জেনে নেই মে মাসের বিশেষ দিন গুলো ছাড়াও আর কি কি দিবস বাংলাদেশে পালিত হয়।
২২ মে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস
২৩ মে বিশ্ব কচ্ছপ দিবস
২৫ মে নজরুল জন্মজয়ন্তী (১১ জ্যৈষ্ঠ)
২৮ মে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস
28 মে একাধারে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস এবং জাতীয়ভাবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের মৃত্যুবার্ষিকী পালিত হবে।
বাংলাদেশের বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন 28 মে এ দিনটিতে পৃথিবী ত্যাগ করেন
- বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস
- শিল্পাচার্য জয়নুল আবেদীনের মৃত্যুবার্ষিকী
২৯ মে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
বিশ্বে যতগুলা বাহিনী রয়েছে তার মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্তর্ভুক্ত বাহিনী গুলো দেশ ও জাতি এবংবিশ্বের জন্য বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মে মাসের 29 তারিখ জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়।
৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী
রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী
১৯৮১ সালের 30 শে মে মেজর জেনারেল জিয়াউর রহমান পরলোকগমন করেন। তাই প্রতিবছর 30 মে জিও রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয় 2012 সালের 30 মে দিবসটি পালিত হবে।
৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস
তামাক বা নিকোটিন মানব জীবনের জন্য খুবই মারাত্মক একটি উপাদান মানুষের শারীরিক ও মানসিক।
তামাক জাতীয় দ্রব্য মানুষকে মানসিক ও শারীরিকভাবে বিকারগ্রস্থ করে দেয় তাই তামাকের ক্ষতিকর দিক ও এর থেকে পরিত্রাণের জন্য বিশ্ব তামাকমুক্ত দিবস হিসেবে 31 মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়।
এছাড়া মে মাসের প্রথম রবিবার বিশ্ব হাসি দিবস, মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস