টেলিটক সিমের সকল প্রয়োজনীয় কোড ২০২২ | teletalk sim all checking code
একজন টেলিটক গ্রাহক হিসেবে আমাদের অনেক সময় টেলিটক সিমের অনেক কিছু জানার জন্য কোড ডায়াল করার প্রয়োজন হয় সিমের অনেক কিছু চেক করার জন্য প্রয়োজন পড়ে চেকিং কোড Teletalk sim all check Code. আজকের এই লেখাটি পড়ে আপনি টেলিটক সিমের সকল প্রয়োজনীয় কোড গুলি - teletalk sim all checking code সম্পর্কে জানতে পারবেন।
টেলিটক সিমের সকল কোড Teletalk sim all check Code
এই পোষ্টের মাধ্যমে আপনাদের মাঝে কি কি শেয়ার করতে চলেছে চলুন একটু ধারনা নিয়ে নেই, লেখাটি থেকে জানতে পারবেন টেলিটক সিমের নাম্বার কিভাবে দেখতে হয়, জানতে পারবেন টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড (Teletalk Internet offer check code) এছাড়া আপনার টেলিটক সিমের থাকা মিনিট চেক (teletalk minute check code) করবেন কীভাবে এই কোড।
অন্য পোষ্টঃ- বাংলাদেশে রোজা কবে থেকে শুরুঅন্য পোষ্টঃ- 2022 সালের সরকারি ছুটির তালিকা
Pic- টেলিটক সিমের সকল প্রয়োজনীয় কোড ও Teletalk sim all checking code
রিলেটেড পোষ্টঃ- বাংলালিংক ফ্রি ১জিবি ইন্টারনেট অফাররিলেটেড পোষ্টঃ- গ্রামীন কর্পোরেট সিম
এখানেই শেষ নয়, আপনার টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড। অনেক সময় আমাদের ইমারজেন্সি ব্যালেন্স এর প্রয়োজন হয় তখন যদি টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স কোড সম্পর্কে আপনার ধারনা থাকে তাহলে মহা মুশকিল কিন্তু আমরা তো আছি, আরো জানিয়ে দেবো teletalk Emergency balance code- টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স কোড কত?
এমনকি আপনার টেলিটক সিমে কোন প্যাকেজ এর অন্তর্ভুক্ত - teletalk Package Check code সেটাও জানতে পারবেন আজকের পোস্টটি পড়ে
টেলিটক সিমের সকল প্রয়োজনীয় কোড
বাংলাদেশের একমাত্র সরকারি মোবাইল নেটওয়ার্ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এর নাম হলো টেলিটক। BTRC তথ্য মতে টেলিটক গ্রাহক সংখ্যা 48 লক্ষ 68 হাজার। নিচে টেলিটক সিমের যাবতীয় চেক কোড ও এক্টিভেশন কোড দেয়া হল--
টেলিটক সিমের সকল প্রয়োজনীয় কোড | |||
---|---|---|---|
Teletalk Number Check code | *551# | ||
Teletalk Internet Check code | *152# | ||
Teletalk Minute Check code | *152# | ||
Teletalk SMS Check code | *152# | ||
Teletalk MMS Check code | *152# | ||
Teletalk MMS Check code | *152# | ||
Teletalk Package Check code | Type "P" sand to 154 | ||
ALL VAS Service off code | STOP ALL Send to 335 | ||
Emergency balance code | *1122# | ||
Need More Code? | Comment Us |
fig: teletalk sim all check code table
অন্য পোষ্টঃ- এপ্রিল মাসের দিবস সমূহঅন্য পোষ্টঃ- lost nid reissue online
টেলিটক এমবি চেক কোড - Teletalk Internet offer check code
আমাদের মধ্যে অনেকেই আছে টেলিটক সিমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকে, ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেট ব্যালেন্স চেক করতেই হবে। চলুন জেনে নেই টেলিটক সিমের এমবি কিভাবে চেক করব how to check Internet offer by code in teletalk.
আপনার টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে বা অবশিষ্ট কত এমবি হয়েছে তা জানতে হলে আপনাকে যে কোড Teletalk Internet offer check code ডায়াল করতে হবে সেটি হচ্ছে *১৫২#
অর্থাৎ টেলিটক এমবি চেক করার কোড হল -*152#
টেলিটক ব্যালেন্স চেক - Teletalk Balance Check code
আমার জানামতে অধিকাংশ টেলিটক গ্রাহকই বিভিন্ন সরকারি আবেদন ফি প্রদান করার জন্য টেলিটক সিম ব্যবহার করে থাকেন, যেখানে ফি প্রদানের বিষয়টি চলে আসেন সেখানে চলে আসবে ব্যালেন্স চেক teletalk Balance Check করা বিষয়টি। তাই এখন আপনি জানতে পারবেন টেলিটক সিমের ব্যালেন্স কিভাবে চেক করতে হয় ব্যালেন্স চেক করার কোড Balance Check code কত।
টেলিটক ব্যালেন্স চেক করার কোড টি হল *152#
অন্য পোষ্টঃ- নির্বাচন কমিশন হেল্পলাইন নাম্বার
এটি ডায়াল করার পর আপনার সামনে ব্যালেন্স চেক করার জন্য অপশন পেয়ে যাবেন এবং সে অনুযায়ী আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন টেলিটক সিমের।
টেলিটক ফ্রি মিনিট চেক কোড - teletalk minute check code
টেলিটক সিমে অনেক সময় অনেক মিনিট অফার teletalk minute offer দিয়ে থাকে, আপনি যদি সেই মিনিট অফার ব্যবহার করে থাকে তাহলে সেটা চেক করার জন্য মিনিট চেক কোড minute check code teletalk প্রয়োজন হবে।
অন্য পোষ্টঃ- বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম
তাছাড়া আপনি যদি নরমালি মিনিট কিনে ব্যবহার করেন সেক্ষেত্রে একই কোড ডায়াল এর মাধ্যমে টেলিটক মিনিট চেক - teletalk minute check করতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে টেলিটক মিনিট চেক করার কোড জেনে নেওয়া যাক-
টেলিটকের অবশিষ্ট মিনিট চেক করার কোড বা teletalk minute check code হলোঃ *১৫২#
টেলিটক এস এম এস চেক কোড - teletalk SMS Check code
টেলিটক সিম ব্যবহার করে কিন্তু টেলিটক সিমের অবশিষ্ট SMS কত আছে সেটা কিভাবে বের করতে হয় how to check teletalk SMS by code সেটাই জানে না এরকম সংখ্যা নেহাত কম নয়। আপনিও সেই দলের হয়ে থাকলে চলুন ঝটপট জেনে নিন টেলিটক সিমের এসএমএস চেক কোড SMS Check code teletalk.
আপনি আপনার টেলিটক সিমের কত এস এম এস রয়েছে তা জানতে ডায়াল করুন *১৫২#
এরপর টেলিটকের বেশ কয়েকটি বিষয় চেক করার অপশন পেয়ে যাবেন সেখান থেকে এসএমএস চেক করে জেনে নিতে পারেন আপনার অবশিষ্ট কত এসএমএস রয়েছে।
ইতিমধ্যে আপনারা হয়তোবা একটি বিষয় লক্ষ্য করেছেন যে, আমি টেলিটক সিমের কয়েকটি বিষয়ে চেক করার জন্য একই কোড (*১৫২#) ব্যবহার করেছি। প্রকৃতপক্ষে এই কোডটি মাধ্যমে টেলিটকে অনেক অফার চেক করা যায়--
- টেলিটক এমবি চেক কোড
- টেলিটক ব্যালেন্স চেক কোড
- টেলিটক এস এম এস চেক কোড
- টেলিটক ফ্রি মিনিট চেক কোড
এই সবগুলো বিষয় একটি মাত্র কোড *১৫২# এর মাধ্যমে জানা যায়
টেলিটক নাম্বার দেখার উপায় - Teletalk code number
যারা এতক্ষণ পোস্টটি পড়েছেন তারা হয়তো ভাবছেন টেলিটকের নাম্বারটি হয়তো *১৫২# কোডের মাধ্যমে জেনে নিবেন, আসলে আপনার ধারণা ভুল। চলুন জেনে নেই টেলিটক সিমের নাম্বার কিভাবে বের করতে হয় Teletalk code number check.
টেলিটক সিমের নাম্বার দেখার উপায় Way to show Teletalk code number গুলোর মধ্যে সবচেয়ে সহজ হলো ডায়মন্ড সিঙ্গারা কোড ডায়াল করার মাধ্যমে টেলিটক সিমের নাম্বার বের করা আর সেটি হল *৫৫১#
টেলিটক নাম্বার দেখার কোডঃ*151#
টেলিটক রিচার্জ কোড - Teletalk Recharge Code
টেলিটক সিমের রিচার্জ কোড এবং টেলিটকের ব্যালেন্স ট্রান্সফার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত জানতে এবং এই টেলিটক সিম সম্পর্কে খুঁটিনাটি আরো বিস্তারিত জানতে আমাদের এই সাইটে টেলিটক সম্পর্কে একটি পোস্ট লেখা আছে সেটি পড়তে পারেন অথবা নিচে টেলিটকে এক সিম থেকে অন্য সিমে টাকা পাঠানো নিয়ম
টাকা কাটা বন্ধ করার কোন কত?
টেলিটক সিমে টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করতে আপনার মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন: STOP ALL আর পাঠিয়ে দিন 335 নাম্বারে।