উপায় একাউন্ট খোলার নিয়ম | উপায় একাউন্ট দেখার নিয়ম

উপায় একাউন্ট খোলার নিয়ম ও উপায় একাউন্ট দেখার নিয়ম এবং কি করে খুব সহজে 50 টাকা বোনাস সহকারে নিজে নিজে উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের টিউটোরিয়ালে, তাহলে চলুন দেখে নেই কিভাবে উপায় অ্যাপের মাধ্যমে নিজে নিজে উপায় একাউন্ট খোলা যায়।
জানুন কিভাবে রকেট কাস্টমার কেয়ার যোগাযোগ করবেন রকেট হেল্পলাইন নাম্বার

উপায় একাউন্ট খোলার নিয়ম
ছবি-উপায় একাউন্ট খোলার নিয়ম


উপায় একাউন্ট খোলার নিয়ম

উপায় অ্যাপ ব্যবহার করার মাধ্যমে ঘরে বসেই করে নিতে পারেন উপায় একাউন্ট এখন আর উপায় একাউন্ট খোলার জন্য কোন এজেন্ট পয়েন্টে যেতে হবেনা। যে কেউ চাইলেই তার এন্ড্রয়েড মোবাইলের মাধ্যমে খুব সহজে ঘরে বসে উপায় একাউন্ট খুলে নিতে পারবে।

উপায় একাউন্ট কেন খুলবেন ?

উপায় একাউন্ট খোলার নিয়ম জানার আগে চলুন জেনে নেই উপায় একাউন্ট এ কি কি সুবিধা রয়েছে। কেন উপায় একাউন্ট খুলবেন যেখানে বিকাশ, রকেট এবং নগদ এর মত মোবাইল ফাইনান্সিয়াল অ্যাপ রয়েছে। বিকাশের কথা বলতে আরেকটা কথা মনে হয়ে গেলো যে, আমাদের অনেক সময় বিকাশ একাউন্ট জনিত সমস্যায় হয়ে থাকে তাই আমাদের প্রয়োজন হয় বিকাশের কাস্টমার কেয়ারে যোগাযোগ করা বিকাশ কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার বা যোগাযোগের সহজ পদ্ধতি সম্পর্কে ইতিমধ্যে একটি টিউটোরিয়াল দেওয়া আছে দেখে নিন কিভাবে বিকাশ লাইভ চ্যাট করবেন।

উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট এর বিশেষ সুবিধা

Upay প্রতিষ্ঠার শুরু থেকে গ্রাহকদের জন্য নানা ধরনের সুবিধা প্রদান করে আসছে। চলুন তাহলে জেনে আসি upay এর সুবিধা সমূহের নিচে বর্ণনা করা হল-
  • আপনি সর্বনিম্ন কম চার্জে ক্যাশ আউট করতে পারেন।
  • সেন্ড মানি করা যাবে ফ্রীতে
  • খুব সহজে এবং নিরাপত্তার সাথে লেনদেন করতে পারেন
  • উপায় অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনি যেকোনো বিল প্রদান করতে পারবেন।
  • উপায় অ্যাপ দিয়ে আপনি আপনার যাকাত ক্যালকুলেটর করতে পারবেন

এখন চলুন উপায় একাউন্ট খোলার আরো কিছু সুবিধা সম্পর্কে জেনে নিই।  নিচে উপায় একাউন্ট খোলার সুবিধা সমূহ বিস্তারিত আলোচনা করা হয়েছে

উপায় অ্যাপ এ একাউন্ট খোলার সুবিধা

  • মোবাইল রিচার্জ- Recharge mobile free(without charge)
বিকাশ এবং রকেট একাউন্তের মত উপায় একাউন্টের ব্যালেন্স ব্যবহার করেই করা যাবে মোবাইলে রিচার্জ

  • সেন্ড মানি-Send money from any other Upay account
দেশের যেকোনো প্রান্ত থেকে এক উপায় একাউন্ট হতে অন্য উপায় একাউন্ট টাকা পাঠানো যাবে।

  • ক্যাশ ইন- Upay account Cash from Upay agent
উপায় এজেন্ট পয়েন্টে গিয়ে খুব সহজেই ক্যাশ ইন করা যাবে উপায় মোবাইল ব্যাংকিংয়ে।

  • ক্যাশ আউট- Cash out from upay agent and ATM
উপায় এজেন্ট পয়েন্ট থেকে যেকোনো সময় উপায় একাউন্ট হতে টাকা তোলা যাবে।

  • পেমেন্ট-Upay account make payment
দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা উপায় মার্চেন্ট টাচপয়েন্টে খুব সহজেই করা যাবে পেমেন্ট।

  • পে বিল-Upay App pay bill
উপায় একাউন্টের মাধ্যমে গ্যাস ও ক্রেডিট কার্ড এর বিল পে করা যাবে।
ফান্ড ট্রান্সফা

উপায় মোবাইল ব্যাংকিং খোলার নিয়ম

উপায় একাউন্ট খোলার নিয়ম বা উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে কথা বলতে গেলে প্রথমে চলে আসবে দুটি নিয়মে উপায় একাউন্ট খোলার কথা অর্থাৎ দুটি উপায় এর মাধ্যমে উপায় একাউন্ট খোলা যায় তার মধ্যে একটি হলো এজেন্টের মাধ্যমে উপায় একাউন্ট খোলা এবং অন্যটি হলো উপায় অ্যাপ ব্যবহার করার মাধ্যমে অ্যাকাউন্ট খোলা।

আজকে সবচেয়ে সহজ উপায় ব্যবহার করে কিভাবে উপায় একাউন্ট খোলা যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।

সকলের বোঝার সুবিধার্থে উপায় একাউন্ট খোলার নিয়ম কয়েকটি ধাপে বিভক্ত করা হয়েছে আপনারা সহজেই ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে নিজের মোবাইলের মাধ্যমে উপায় অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন খুব সহজে কোনরকম এজেন্ট পয়েন্টে যাওয়া ছাড়াই।

ধাপ-১
ঘরে বসে উপায় অ্যাপ দিয়ে একাউন্ট খোলার জন্য আপনাকে সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে উপায় অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে  উপায় অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে প্রথমেই অ্যাপটি ওপেন করার সাথে সাথে লগইন এবং রেজিস্ট্রেশন করার দুটি অপশন চলে আসবে যেহেতু আমরা নতুন উপায় একাউন্ট খুলবো তাই আমরা রেজিস্ট্রেশন বাটন এ ক্লিক করুন করব।


উপায় মোবাইল ব্যাংকিং খোলার নিয়ম


ধাপ-২
দ্বিতীয় ধাপে আমরা উপায় অ্যাপটি একটি যে মোবাইল নাম্বার দিয়ে খুলতে যাচ্ছে সেই মোবাইল নাম্বারটি লিখব এবং মোবাইল নাম্বারটি যে অপারেটরের সেই অপারেটর  নিচ থেকে সিলেক্ট করে দেব।



ধাপ-৩
উপায় একাউন্ট খোলার নিয়ম এর তিন নম্বর ধাপে এসে ইন্টার আমরা দেখতে পারব যে আমরা যে নাম্বারটি দুই নাম্বার ধাপে দিয়েছিলাম সে নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে এবং সেটি স্বয়ংক্রিয়ভাবে ওটিপির ঘরে বসে যাবে। আমাদের  শুধু ওটিপি টা চলে আসলে পরবর্তীতে ধাপে চলে যেতে হবে

উপায় একাউন্ট খোলার নিয়ম

ধাপ-৪
উপায় মোবাইল ব্যাংকিং খোলার এ পর্যায়ে এসে আমাদের আইডেন্টিটি ভেরিফাই করতে হবে অর্থাৎ যে ব্যক্তি একাউন্ট খুলতে চাচ্ছে তার জাতীয় পরিচয় পত্রের দুই দিকে ছবি তুলে উপায় একাউন্ট খোলার নিশ্চিত করতে হবে এই ধাপে আপনার মোবাইলের ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং জাতীয় পরিচয় পত্রের সামনের সাইট এবং পিছনের সাইটের ছবি তোলার জন্য বলা হবে, ঠিকমতো এনআইডি কার্ডের ছবি তোলা হয়ে গেলে একটি সম্পূর্ণ হয়ে যাবে।

এখানে যেহেতু জাতীয় পরিচয় পত্রের কথা চলে এসেছে তাই আরও জেনে নিন জাতীয় পরিচয় পত্র তথ্য সংশোধন কিভাবে করা যায় এবং আপনার হারানো  জাতীয় পরিচয় পত্র পুনরায় পাবার উপায়


উপায় একাউন্ট খোলার নিয়ম

ধাপ-৫
নিজে নিজে উপায় একাউন্ট খোলার নিয়মের আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি মোবাইল মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার এইভাবে আমাদের নিজের পরিচয় নিশ্চিত এর জন্য একটি ছবি আপলোড করতে হবে তবে সে ছবিটি উপায় এপপ্স থেকে সামনের ক্যামেরা মাধ্যমে তুলতে হবে ছবি। তোলা হয়ে গেলে পরবর্তী অর্থাৎ শেষ ধাপে যেতে হবে যেতে হবে।


ধাপ-৫
ধাপে ধাপে আমরা উপায় একাউন্ট খোলার একেবারে শেষ ধাপে চলে এসেছি এখন আমাদের পূর্ববর্তী সকল ধাপ ঠিকঠাক হয়ে থাকলে উপায় অ্যাকাউন্টের জন্য চার সংখ্যার একটি পিন সেট করতে বলা হবে ৪ সংখ্যার পিন নাম্বার দিয়ে উপায় রেজিস্ট্রেশন সম্পূর্ণ করব, তবে মনে রাখবেন উপায় একাউন্টের পিন কখনো কারো সাথে শেয়ার করবেন না।

উপায় একাউন্ট দেখার নিয়ম

উপায় একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে বলতে গেলে দুটি নিয়ম চলে আসবে উপায় একাউন্ট দেখার একটা নিয়ম হলো উপায় এপ্পস দিয়ে একাউন্ট দেখা এবং অন্যটি হলো মোবাইলের কোডের মাধ্যমে একাউন্ট দেখার নিয়ম।
প্রথমে চলুন দেখে নিই রুপায়ান দিয়ে কিভাবে উপায় একাউন্ট দেখবেন বা একাউন্ট এর যাবতীয় তথ্য হালনাগাদ করবেন।
অ্যাপের মাধ্যমে উপায় একাউন্ট দেখা খুবই সহজ, এর জন্য আপনাকে প্রথমে উপায় অ্যাপ টি ওপেন করতে হবে এবং আপনার উপায় একাউন্ট পিন নাম্বার দিয়ে  প্রবেশ করলেই একাউন্টে যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

উপায় একাউন্ট কোড

ইউএসডি কোড ডায়াল এর মাধ্যমে উপায় একাউন্ট দেখার জন্য প্রথমে আপনার ডায়াল প্যাডে চলে যান। এরপর *২৬৮# ডায়াল করুন। উপায় একাউন্ট দেখার জন্য *২৬৮# ডায়াল করার পর নিচের মত অপশন গুলো দেখতে পারবেন।




উপায় মোবাইল ব্যাংকিং ৫০ টাকা বোনাস

উপায় অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খোলার পর আপনি পেয়ে যাবেন ৫০ টাকা বোনাস। তবে এটা উপায় অ্যাকাউন্ট খোলার বোনাস এবং এটা সভ সময় নাও পাওয়া যেতে পারে। চিলেই যেকোনো সময় অফ হয়ে যেতে পারে।

উপায় মোবাইল ব্যাংকিং এর চার্জ এবং লিমিট সমূহ

নিচে উপায় একাউন্টের সকল প্রকার চার্জ যথা সেন্ড মানি ক্যাশ ইন ক্যাশ আউট এবং দৈনিক কত টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন এমনকি প্রতি মাসে কি পরিমাণ টাকা আদান প্রদান করতে পারবেন তা একটি চার্ট আকারে প্রদান করা হলো


উপায় মোবাইল ব্যাংকিং এর চার্জ এবং লিমিট সমূহ
ছবি-উপায় মোবাইল ব্যাংকিং এর চার্জ এবং লিমিট সমূহ

উপায় মোবাইল ব্যাংকিং হেলপ্লাইন নাম্বার

উপায় মোবাইল ব্যাংকিং হেলপ্লাইন মোবাইল নাম্বার হলো : 16268  আপনি চাইলে উপায় হেলপ্লাইনে ইমেইল করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন ইমেল: info@upaybd.com এবং তা ছাড়া রয়েছে উপায় লাইভ কাস্টমার সাপোর্ট ফেসবুক মেসেঞ্জার চ্যাট করার সুবিধা।
ফেসবুক মেসেঞ্জার লিংক:https://m.me/upaybangladesh

Next Post Previous Post
2 Comments
  • Shorif Ali 99
    Shorif Ali 99 February 7, 2022 at 2:39 PM

    This comment has been removed by a blog administrator.

  • Emam Rose
    Emam Rose August 2, 2022 at 3:23 PM

    This article is really meaningful. You write very well. Your writing definitely meets the reader's expectations. I also want to write like you, but I don't know if I can. Please read the post below and give your valuable feedback.What is Google Glass Technology.

Add Comment
comment url