GUB online payment | খরচ ছাড়াই GUB পেমেন্ট মোবাইলে | green portal
আজকে আমরা GUB online payment system সম্পর্কে জানবো। আমাদের মাঝে অনেকেই আছি যাদের অনলাইনে পেমেন্ট নিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। আজ আমরা online payment নিয়ে বিস্তারিত আলোচনা করবো।সেইসাথে Gub accounts এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ায় চেষ্টা করবো।
খরচ ছাড়াই GUB পেমেন্ট মোবাইলে
গ্রিন বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের প্রয়োজনীয় ফি অনলাইনের মাধ্যমে জমা দিতে পারি ।যেমনঃ
- সেমিস্টার টিউশন ফি
- রেজিষ্ট্রেশন ফি
- লাইব্রেরি ফি
- অ্যাডমিশন ফি সহ সকল ধরনের ফি
বিভিন্ন পদ্ধতিতে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত ফি জমা দিতে পারি। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি মোবাইল ব্যাংকিং হলঃ
- Bkash payment system (বিকাশ)
- Rocket payment system (ডাচ বাংলা)
দেখেনিন উপায় মোবাইল ব্যাংকিং খোলার নিয়ম খুব সহজে নিজের মোবাইল দিয়ে।
আরো দেখুনঃ- ফ্রী ফায়ার স্টাইলিশ নাম বাংলা 2022
এছাড়াও আমাদের ইউনিভার্সিটি প্রদত্ত প্রাইম ব্যাংক(prime bank)ও ব্যাংক এশিয়ার(Bank asia) money receipt book ব্যবহার করে বিনা খরচে দেশের যেকোনো শাখা থেকে আমাদের Gub tution fee জমা দিতে পারি। যদি অনলাইনে পেমেন্ট করতে চাই আমরা তাহলে নগদ ব্যাতিত সব মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারি(bkash or rocket)। কারন নগদের সাথে আমাদের বিশবিদ্দালএর কোন আর্থিক লেন্দেন এর চুক্তি হয় নি। চাইলে নিচের নোটিসটি দেখা যেতে পারে।
GUB online payment | green payment portal
GUB online payment by Rocket (App):
- সর্বপ্রথম অ্যাপটি তে প্রবেশ করতে হবে।
- তারপর পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। তারপর বিল পে অপশন এ গিয়ে Biller Id সার্চ করতে হবে।
- GUB biller Id হলো ২০৪০(2040).
- তারপর biller number হিসাবে নিজের বা যার জন্য পেমেন্ট করা হবে তার নিজস্ব GUB ID প্রদান করতে হবে।
- তারপর নিজের জন্য হলে own, এবং অন্যের জন্য হলে others এ ক্লিক করতে হবে।
- সর্বশেষে পিন নম্বর দিয়ে ট্যাপ করে ধরলে Gub payment by rocket সম্পন্ন হবে।
প্রয়োজন এ নিচের ছবিটি ভালো করে খেয়াল করলে আসা করি পুরোপুরি বুঝতে পারা যাবে ।
বিঃদ্রঃ টাকা জমা দেওয়ার ২৪ ঘন্টা পর gub portal এ টাকা জমা হবে। যদি Gub portal এ টাকা জমা হতে ২৪ ঘন্টার বেশি সময় লাগে তাহলে Gub accounts এর সাথে যোগাযোগ করা যাবে।
রকেট মোবাইল ব্যাংকিং সমস্যা হলে- রকেট হেল্পলাইন নাম্বার | রকেট হেল্পলাইন লাইভ চ্যাট সাথে যোগাযোগ করতে পারেন।
এখানে গুরুত্বপূর্ণ কিছু GUB contact number দেওয়া হল আসা করি সবার উপকার হবে।
Gub rocket payment system (manually) :
নিচের ধাপ গুলো অনুসরণ করে পেমেন্ট করুন--
১.সর্বপ্রথম মোবাইল থেকে ডায়াল করতে হবে *333# তারপর bill pay অপশনটি সিলেক্ট করতে হবে।
২. নিজের জন্য হলে self সিলেক্ট করতে হবে।আর অন্যের জন্য হলে others সিলেক্ট করতে হবে।
৩. তারপর biller ID হিসাবে 2040 দিতে হবে।
৪. Biller number হিসাবে স্টুডেন্ট এর GUB Id দিতে হবে।
৫. সর্বশেষে পিন নম্বর দিয়ে কনফার্ম করলেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হশে যাবে।
প্রয়োজন এ নিচের ছবিটি ভালো করে খেয়াল করলে আসা করি পুরোপুরি বুঝতে পারা যাবে ।
বিঃদ্রঃ টাকা জমা দেওয়ার ২৪ ঘন্টা পর gub portal এ টাকা জমা হবে। যদি Green portal এ টাকা জমা হতে ২৪ ঘন্টার বেশি সময় লাগে তাহলে Gub accounts এর সাথে যোগাযোগ করা যাবে।
করোনা মহামারীর সময় সকল অনলাইন চার্জ ফ্রি। অর্থাৎ টাকা জমা দিতে কোনো প্রকার চার্জ কাটা হবে না।
green portal
এছাড়াও visa বা Master card এর মতো প্লাটফর্ম ব্যবহার করেও টাকা জমা দেওয়া যাবে। তার জন্য Gub portal বা green portal থেকে নিজের প্রোফাইলে লগইন করে billing অপশনে যেতে হবে।সেখানে উপরে একটি Gub online payment নামে একটি আইকন দেখা যাবে। সেখানে ক্লিক করে আপনার নির্দিষ্ট ব্যাংকিং সিস্টেমটি সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে green university payment সম্পন্ন করা যাবে।
আর একটি সহজ পদ্ধতির কথা আজ শেয়ার করবো ।এটি সবচেয়ে সহজ পদ্ধতি অনলাইনে পেমেন্ট করার । তার জন্য প্রথমে নিচের দেওয়া লিংক এ প্রবেশ করতে হবে।এটি আমাদের বিশ্ববিদ্যালয় এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক।
নির্দেশিকাঃ
প্রথমে লিংক এ প্রবেশ করতে হবে।প্রবেশের পর একটি ইন্টারফেস আসবে সেখানে প্রয়োজনীয় তথ্য দিতে হবে , যেমনঃ Student ID, Valid email address, Mobile number, Amount
প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে নতুন আর একটি ইন্টারফেস ওপেন হবে।সেখানে নির্দিষ্ট ব্যাংক সিলেক্ট করে সাবমিট করলেই পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে। উল্লেখ্য যে এখান থেকেও মবাইল ব্যাংকিং ব্যাবহার করে বিকাশ বা রকেট এর মাধ্যমেও পেমেন্ট করা যাবে।