২০২২ সালের রোজার ঈদ কবে | ঈদুল ফিতর কবে ২০২২

২০২২ এর রোজা ঈদ কবে অর্থাৎ ঈদুল ফিতর ২০২২ কত তারিখে অনুষ্ঠিত হবে এই নিয়ে আমাদের মধ্যে অনেকেরই জানার আগ্রহের শেষ নেই। ঈদ মানে হাসি খুশি ঈদ মানেই আনন্দ। রোজার ঈদ ২০২২ কত তারিখে তা জানতে পারবেন আজকের এই লেখাটি পড়ে।


২০২২ সালের রোজার ঈদ কবে | ঈদুল ফিতর ২০২২ কত তারিখে
২০২২ সালের রোজার ঈদ কবে | ঈদুল ফিতর ২০২২ কত তারিখে


বাংলাদেশে রোজা কবে থেকে শুরু ২০২২


২০২২ সালের রোজার ঈদ কবে

ঈদুল ফিতর কত তারিখে 2022 অথবা 2022 সালের রোজার ঈদ কবে হবে চলুন জেনে নেয়া যাক, ২০২২ সালের রোজার ঈদ কত তারিখে বাংলাদেশ-- 

যেহেতু আরিমা সম্পন্ন চাঁদ দেখার উপর নির্ভর করে সেহেতু রোজার ঈদ কত তারিখে হবে তা সুনিশ্চিত ভাবে আগে থেকে বলা সম্ভব নয় তবে ধারণা করে 2022 সালের রোজার ঈদ কবে হবে তা বলা সম্ভব।

ঈদুল ফিতর কবে

বাংলাদেশ রোজা শুরু হবে ৩রা মার্চ ২০২২ থেকে। সেই হিসেবে 2022 সালের রোজা যদি ৩০টি হয়, সে ক্ষেত্রে 2022 রোজার ঈদ অনুষ্ঠিত হবে মে মাসের 3 তারিখ।


রমজান মোবারক ছবি | রমজানের অগ্রিম শুভেচ্ছা বার্তা ও sms

ভিন্ন পোস্টঃ- জাতীয় পরিচয়পত্র তথ্য অনুসন্ধান | অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই পদ্ধতি

ঈদুল ফিতর ২০২২ কত তারিখে বাংলাদেশ

আরবি মাস সাধারণত 29 দিন অথবা 30 দিন হয়ে থাকে সে ক্ষেত্রে রোজার ঈদের তারিখ আরবি মাসের উপর নির্ভর করবে চাঁদ দেখার উপর নির্ভর করে 2022 সালের ঈদুল ফিতর বা রোজার ঈদ কবে হবে তা নিশ্চিত করা হবে তবে বলা চলে মে মাসের 2 তারিখ অথবা 3 তারিখ অর্থাৎ ঈদুল ফিতর বাংলাদেশে অনুষ্ঠিত হবে


রোজা রাখার নিয়ত ও ইফতারের দোয়া আরবি এবং বাংলা উচ্চারণ

সৌদি আরবে রোজার ঈদ কবে

আমরা অনেকেই এ সৌদি আরবের রোজার ঈদ কবে পালিত হবে সে নিয়ে জানতে চাই। কেননা সৌদি আরব যেদিন ঈদুল ফিতর পালিত হবে এর পরের দিন বাংলাদেশে ঈদ পালিত হয়।

আমরা সৌদি আরবের ঈদ কবে হবে সেটা জানলে বাংলাদেশের ঈদুল ফিতর  বা রোজার ঈদ ২০২২ কত তারিখে তা জানতে পারবো।



ঈদুল ফিতর ২০২২ কত তারিখে

সৌদি আরবে 2022 রমজান মাস শুরু হবে অর্থাৎ রমজানের প্রথম পালিত হবে 2 তারিখ এপ্রিল ২০২২ এবং চাঁদ দেখার উপর নির্ভর করে যদি রোজার মাস ৩০ দিনে সম্পন্ন হয়, সেক্ষেত্রে মে মাসের 2 তারিখে পালিত হবে রোজার ঈদ ২০২২। সেক্ষেত্রে বাংলাদেশে ঈদুল ফিতর 3রা মে ২০২২


২০২২ সালের রোজার ঈদ কত তারিখে বাংলাদেশ

আমরা ইতিমধ্যে জেনেছি সৌদি আরবে রোজার ঈদকবে হবে বা  ঈদুল ফিতর কত তারিখে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে  বাংলাদেশে ঈদ কবে হবে সেটা চাঁদ দেখার উপর নির্ভর করে বলা চলে ২মে অথবে ৩রা মে ২০২২ তে বাংলাদেহে ঈদুল ফিতর পালিত হবে।


রোজার ঈদের আর কয়দিন বাকি

রোজার ঈদের আর কয়দিন বাকি প্রশ্নটির সঠিক উত্তর আজকের দিলেও সেটা সঠিক থাকবে না কেননা আপনি এই পোস্টটি কবে পড়ছেন সেটার উপর নির্ভর করে ঈদুল ফিতরের আর কয়দিন বাকি সেটা নির্ভর করবে।

এই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর হবে যদি রোজার ঈদ কবে হবে অথবা ঈদুল ফিতর কত তারিখে হবে সেটা জানা থাকে তাহলে আপনি খুব সহজেই রোজার ঈদের আর ক'দিন বাকি সেটা জানতে পারবেন।

তাই ঈদুল ফিতর ২০২২ কবে হবে বাংলাদেশ এবং 2022 সালের রোজার ঈদ কত তারিখে এ নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আপনি রোজার ঈদের আর কয়দিন বাকি এটা জানতে হলে রোজার ঈদ কবে হবে সেটা জেনে নিতে হবে।


২০২১ সালের রোজার ঈদ কত তারিখে হয়েছে

2021 সালের রোজার ঈদ হয়েছিল 14 মেয়ে এবং প্রথম রোজা শুরু হয়েছিল 14 এপ্রিল থেকে যারা ২০২১ সালের রোজার ঈদ কত তারিখে হয়েছে আশা করি তারা সঠিক উত্তরটি পেয়েছেন


আরো পড়ুন - NID helpline number bangladesh


রোজার ঈদ ২০২২ কত তারিখে বাংলাদেশে হবে?

রোজার ঈদ ২০২২ কত তারিখে বাংলাদেশে অনুষ্ঠিত হবে এটি নিয়ে আমরা ইতিমধ্যেই নিয়ে আলোচনা করেছি এবং ঈদ কবে হবে তা জানিয়ে দিয়েছি আপনি চাইলে জানতে পারবেন রোজার ঈদ 2022 কত তারিখে অনুষ্ঠিত হবে বাংলাদেশ।


ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২২

মন চাইছে কারো সাথে কথা বলি।
 মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
 ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
 ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি । 
 - ঈদ মোবারক- 

ঈদের অগ্রিম ঈদের শুভেচ্ছা ডিজাইন।

ঈদের অগ্রিম শুভেচ্ছা বার্তার চেয়ে অনেকে পছন্দ করে ডিজাইন উপহার দেওয়ার জন্য তাই আপনাদের জন্য একটি ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস এর পাশাপাশি ডিজাইন রাখা হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে ব্যক্তিগতভাবে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস এর ক্ষেত্রে নিচের ডিজাইন টি আমার খুব ব্যক্তিগত পছন্দ।

ঈদের অগ্রিম ঈদের শুভেচ্ছা ডিজাইন নাম্বার ২

 _-'-_
  ]| |[
  ]| |[
  ]| |[ ._.-^-._
  ]| |[_(((''''))) _.-^-._
  ]| |[¤  ঈদ    ¤{[('')]}
 §§§ মোবারক §§§


এরকম আরো সুন্দর সুন্দর ঈদের শুভেচ্ছা এসএমএস,বার্তা এবং ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাতে নিচের পোস্টটি পড়তে পারেন এবং 100 এর উপরে ঈদের শুভেচ্ছা বাণী,বার্তা ও এসএমএস সংগ্রহ করতে পারেন।

ঈদের অগ্রিম ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস  দেখুন এখানে--


ঈদুল ফিতর 2022 কত তারিখে

2022 এর ঈদ কবে

রোজার ঈদ ২০২২ কত তারিখে

ঈদ কত তারিখে 2022

কোরবানির ঈদ কবে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url