নতুন নিয়মে অনলাইনে ট্রেনের টিকেট | অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় ২০২২

অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম ২০২২ এবং নতুন নিয়মে অনলাইনে ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয় অনেকেরই অজানা। তাই আজকে দেখাবো অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম।

অনলাইনে ট্রেনের টিকিট ২০২২

আসসালামু আলাইকুম । আসা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দিক নির্দেশনা দিব নতুন নিয়মে অনলাইনে ট্রেনের টিকিট কিভাবে কাটবেন সেই বিষয়টি নিয়ে। সরকারি নির্দেশনা অনুযায়ী গত ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট বন্ধ ছিল। নতুন করে  "সি এন এন" এর পরিবর্তে"সহজ" এর প্লাটফর্ম ব্যাবহার করে অনলাইনে ট্রেনের টিকিট কার্যক্রম ২৬ তারিখ থেকে শুরু হয়েছে।


অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় ২০২২| নতুন নিয়মে অনলাইনে ট্রেনের টিকেট


অনলাইনে ট্রেনের টিকিট রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২০২২

বরাবরের মত এবারও অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হলে রেজিস্ট্রেশান করতে হবে। নিচের ধাপগুলো অনুসরন করলে খুব সহজেই অনলাইনে ট্রেনের টিকেট কাটা যাবে।

ধাপ-১ঃ

  • অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমে  যেকোনো ব্রাউজার থেকে https://eticket.railway.gov.bd এই লিঙ্কে প্রবেশ করতে হবে।
  • ওয়েব সাইটটির নীচের দিকে “Registration” বাটনে ক্লিক করতে হবে।
ধাপ-২ঃ

  • অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ । এই ধাপে "Create an Account” নামের নতুন একটি Page আসবে। এখানে “Personal Information” এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করতে হবে।

  • তারপর মোবাইলে একটি Security code আসবে ।Security code ঘরের পাশে প্রদর্শিত “Security Code” দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।
  • সকল তথ্যাদি সঠিক থাকলে “Registration Successful” নামে নতুন একটি Page আসবে।
ধাপ-৩ঃ

  • অনলাইনে ট্রেনের টিকিট কাটা সজহ করতে ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষনিকভাবে আপনার প্রদত্ত ই-মেইল ঠিকানা Bangladesh Railway এর থেকে একটি ই-মেইল পাঠানো হবে।এই মেইলটি নতুন নিয়মে অনলাইনে ট্রেনের টিকেট কাটতে সহায়ক হিসাবে কাগ করবে।
  • আপনার ই-মেইল এর মেসেজ বক্সে Bangladesh Railway প্রদত্ত ই-মেইলটি খুলতে হবে।
  • মেসেজের ভিতর রক্ষিত “Click” লিংকটিতে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়ার পর যাত্রীর Registration প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। এরপর শুধু নতুন নিয়মে অনলাইনে টিকিট কাটার পালা।

অনলাইনে ট্রেনের টিকিট(২০২২) সংক্রান্ত নোটিশ 

২৬ তারিখ থেকে অনলাইনে ট্রেনের টিকিট কার্যক্রম নতুনকরে সহজ এর মাধ্যমে চালু হচ্ছে।



নতুন নিয়মে অনলাইনে টিকেট কাটার নিয়ম ২০২২

রেজিস্ট্রেশান প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে নিচের প্রক্রিয়া অভলম্ভন করলেই অনলাইনে ট্রেনের তিকিত(২০২২) ক্রয় করা যাবে। 
  1. প্রথমে https://eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।
  2. তারপর “Log in” এর প্যানেলে ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করে “Log in” বাটনে ক্লিক করতে হবে।
  3. এরপর যে Pageটি আসবে তাতে “Purchase ticket” বাটনে ক্লিক করতে হবে।
  4. এখানে যে Pageটি আসবে সে Page এ আপনার চাহিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, শ্রেনী, টিকেট সংখ্যা যেভাবে রয়েছে তা পূরণ করতে হবে। এই তথ্যগুলো দিলে অনলাইনে ট্রেনের টিকিট (২০২২) কাটা অনেকটাই শেষ হয়ে যাবে।
  5. পেইজে “Registration Seat Available” দ্বারা চাহিত টিকেট এবং এর মূল্য জানিয়ে দেয়া হবে।
  6. টিকেট থাকলে “Purchase ticket” বাটন ক্লিক করতে হবে। এর মাধ্যমে নতুন নিয়মে অনলাইনে ট্রেনের টিকিট (২০২২) কাটা সম্পন্ন হয়ে যাবে।

পরবর্তীতে ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের(বিকাশ) একাউন্ট মারফত যাত্রির জমাকৃত টাকা থেকে টিকেট মূল্য কেটে নেয়া হবে এবং যাত্রীর ই-মেইলে ই-টিকেটটি পাঠিয়ে টিকেট নিশ্চিত করা হবে। ই-মেইল মেসেজ বক্স থেকে প্রেরিত অনলাইনে ট্রেনের টিকেট(২০২২) প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকেট প্রদত্ত “Ticket Print Information” প্রদান করে সংশ্লিষ্ট সোর্স ষ্টেশন  বা যেকোনো আন্তঃনগর ষ্টেশন  যাত্রার পূর্বে ছাপানো অনলাইন ট্রেনের টিকেট সংগ্রহ করতে হবে।

অনলাইনে ট্রেনের টিকেট(২০২২)  দেখতে কেমন?

আমাদের মাজে অনেকেই জানতে ছান নতুন এই অনলাইনে ট্রেনের  টিকেট দেখতে কেমন হবে। তাদের জন্য একটি নমুনা পিকচার দেওা হল নিচে।

নতুন নিয়মে ট্রেনের টিকিট অনলাইনে 


অনলাইনে ট্রেনের টিকিট(২০২২) এর সার্ভিস চার্জ 

নতুন নিয়মে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে আগে আমাদের ২০ টাকা চার্জ হত।এতা কমানর অথা থাকলেও আপাতত অনলাইনে ট্রেনের টিকেট কাটতে আগের সমপরিমান তথা ২০ টাকা বাড়তি কাতা হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url