মহিলাদের তারাবির নামাজ পড়ার নিয়ম। তারাবি নামাজ সুন্নাতে মুয়াক্কাদা। নারী
পুরুষ সকলকেই তারাবির নামাজ আদায় করতে হয়। মহিলাদের তারাবির নামাজের নিয়ম
অর্থাৎ মহিলাদের তারাবির নামাজ কিভাবে পড়তে হয় এনিয়ে বিস্তারিত জানব
মহিলাদের তারাবির নামাজের নিয়ম
মহিলারা তারাবির নামাজ কিভাবে পড়বে এ বিষয়ে অনেকেই গুগলে সার্চ করে থাকে,
পুরুষের ন্যায় মহিলাদের তারাবির নামাজ পড়া সহজ নয় কেননা পুরুষরা মসজিদে
জামাতের সাথে তারাবির নামাজের সুযোগ পায় অন্যদিকে মহিলারা একাকী বাড়িতে
তারাবির নামাজ আদায় করে থাকে।
মহিলাদের তারাবির নামাজের নিয়ম | তারাবির নামাজের দোয়া ও তারাবির নামাজের
মোনাজাত
এখানে মহিলাদের জামাতের সহিত তারাবি নামাজ পড়ার বিষয়টি আলোচনায় রাখা
হচ্ছে না কারণ সব স্থানে মহিলাদের জামাতের সহিত তারাবি নামাজ পড়ার অনুমতি নেই।
তাই মহিলাদের তারাবির নামাজ পড়ার নিয়ম এবং কিভাবে মহিলাদের তারাবির নামাজ পড়তে
হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা থেকে জানতে পারবেন মহিলাদের তারাবির নামাজের
নিয়ম, তারাবির নামাজের মোনাজাত এবং তারাবী নামাজের মধ্যে কোন কোন দোয়া পড়তে
হয় সে সম্পর্কে
মহিলাদের তারাবির নামাজ পড়ার নিয়ম
পুরুষের ক্ষেত্রে তারাবি নামাজ পড়ার নিয়ম সম্পর্কে জানাটা তেমন জটিল কোনো
ব্যাপার নয় কেননা পুরুষ সর্বদাই মসজিদে জামাতের সহিত তারাবি নামাজ পড়তে পারে সে
চাইলে অন্য কে অনুসরণ করার মাধ্যমে অথবা মসজিদের ইমামকে জিজ্ঞাসা করার মাধ্যমে
তারাবির নামাজের সঠিক নিয়ম জেনে নিতে পারে কিন্তু একজন মহিলা বা নারী চাইলেই
মসজিদের ইমামের কাছে এ বিষয়টি জানতে পারেনা এজন্য আমরা আজকে বিস্তারিতভাবে বলে
দেবো কিভাবে মহিলাদের তারাবী নামাজ পড়তে হয়...
মহিলাদের তারাবির নামাজ কিভাবে পড়তে হয়
আমরা ইতিমধ্যে জেনে গেছি যে তারাবি নামাজ সুন্নাতে মুয়াক্কাদা অর্থাৎ সুন্নত এর
মধ্যে এটি একটি অতি গুরুত্বপূর্ণ সুন্নত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাই সাল্লাম নিয়মিত তারাবির সালাত আদায় করতেন এবং সাহাবীদের কে তারাবির নামাজ
আদায় করতে আদেশ করেছেন।
মহিলাদের তারাবির নামাজের নিয়ম
তারাবির নামাজ দুই রাকাত দুই রাকাত করে আদায় করতে হয় কিন্তু তারাবির নামাজ কত
রাকাত পড়তে হয় এ নিয়ে অনেকের মধ্যে মতানৈক্য রয়েছে, তারাবির নামাজ কত
রাকাত এর নিয়ে আমরা একটু পর আলোচনা করবে তার আগে মহিলাদের তারাবির নামাজের নিয়ম
সম্পর্কে আলোচনা করা যাক
মহিলাদের তারাবির নামাজ পড়ার নিয়ম
সালাতুত তারাবিহ বা তারাবির নামাজ এশার নামাজের শেষে অর্থাৎ এশার নামাজের চার
রাকাত সুন্নত, চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নত আদায় করার পর তারাবির নামাজ
আদায় করতে হয়।
অর্থাৎ এশার সালাতের শুধুমাত্র তিন রাকাত বেতের নামাজ বাকি রেখে সকল নামাজ পড়া
শেষে তারাবি নামাজ শুরু করব। আমরা জানি বেতের (বিতর) নামাজকে রাতের সর্বশেষ
নামাজ বলা হয়ে থাকে
চলুন তাহলে আমরা এখন তারাবির নামাজ কিভাবে আদায় করতে হয় সেটি জেনে নেই
প্রথমে বলে রাখা ভালো তারাবির নামাজ দুই রাকাত দুই রাকাত করে আদায় করতে হয়
তারাবি নামজের নিয়ত আরবি
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ للهِ تَعَالَى رَكْعَتَى صَلَوةِ التَّرَاوِيْحِ
سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ
الشَّرِيْفَةِ اللهُ اَكْبَر
তারাবি নামজের নিয়ত বাংলা উচ্চারণ
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা, রাকাআতাই সালাতিত তারাবি সুন্নাতু
রাসূলিল্লাহি তায়ালা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি, আল্লাহু
আকবার
তারাবি নামজের নিয়ত বাংলায়ঃ
আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারাবি সুন্নত নামাজের নিয়ত করছি; আল্লাহু আকবার
নামাজ পড়ার ক্ষেত্রে নিয়ত খুব গুরুত্বপূর্ণ বিষয় তবে সেটি আরবিতে করতে হবে এমন
কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে আপনার নিজের ভাষায় আমরা বাংলাদেশী হিসেবে
বাংলায় তারাবির নামাজের নিয়ত করতে পারি। ইতিমধ্যে আমরা তারাবি নামাজের
নিয়ত বাংলা, আরবি এবং এর অর্থ উল্লেখ করেছে।
আমরা এখন তারাবি নামাজের প্রস্তুতি তারাবি নামাজের নিয়ত কিভাবে করতে হয় তার
জন্য কিছু তারাবির নামাজের নিয়ত বাংলা এবং আরবি যেকোনো একটি করলেই হবে
প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে কি সূরা পাঠ করবেন তা সম্পূর্ণ ব্যক্তির ওপর
নির্ভর করবে। আপনি সূরা ফাতিহার সাথে যে কোন সূরা বা কুরআনের কোন আয়াত
মিলিয়ে পরতে পারেন, তাতে কোন সমস্যা নেই
আমরা সচরাচর দুই রাকাত নামাজ কিভাবে আদায় করি ঠিক সেভাবেই তারাবির দুই রাকাত
নামাজ আদায় করতে হবে এবং আমরা যেভাবে প্রতি রাকাতে সূরা ফাতিহা এবং তার সাথে
অন্য কোন সূরা করে থাকে ঠিক তেমনি তারাবির নামাজ প্রতি রাকাতে সুরা ফাতেহার সাথে
অন্য যে কোন সূরা পাঠ করতে পারবেন এভাবে করে আপনি দুই রাকাত তারাবীর সালাত আদায়
করবেন।
তারাবির দুই রাকাত পড়ার পর দুরুদ শরীফ পাঠ করতে পারেন
তারাবির নামাজ 4 রাকাত পরপর দোয়া পড়তে হয় তারাবির চার রাকাত পর পর যে দোয়া
পড়তে হয় তার নিচে অর্থসহ এবং উচ্চারণ সহ আলোচনা করা হলো
তারাবির নামাজের দোয়া
তারাবির নামাজ পড়ার সময় চার রাকাত তারাবির নামাজ পড়ার পর দোয়া পড়তে হয় চার
রাকাত তারাবি নামাজ পর যে দোয়া পড়তে হয় সেদিকে আমরা সুবহানাজিল মুলকি দোয়া
নামে চিনে থাকে নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো
তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া
তারাবি নামাজের চার রাকাত পরপর যে দোয়া পড়া হয় তা নিচে বাংলা অর্থ সকারে দেয়া
হলোঃ-
سبحان ذى الملك والملكوت سبحان ذى العزة والعظمة والهيبة والقدرة
والكبرياء والجبروت . سبحان الملك الحى الذى لاينام ولا يموت ابدا ابدا
سبوح قدوس ربنا ورب الملئكة والروح.
তারাবি নামাজের চার রাকাত পরপর যে দোয়া পড়া হয় তার বাংলা উচ্চারণ-
উচ্চারণ: সুব্হানাযিল মুলকি ওয়াল মালাকুতি, সুব্হানাযিল ইয্যাতি, ওয়াল আয্মাতি,
ওয়াল হাইবাতি, ওয়াল কুদরাতি, ওয়াল কিবরিয়াই, ওয়াল যাবারুত। সুব্হানাল মালিকিল
হাইয়্যিল্লাজি লা-ইয়াানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা। সুব্বুহুন কুদ্দুছুন
রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ।
সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি বাংলা অর্থ
অর্থ : আল্লাহ পবিত্রময় সাম্রাজ্য ও মহত্ত্বের মালিক। তিনি পবিত্রময় সম্মান
মহত্ত্ব ও প্রতিপত্তিশালী সত্তা। ক্ষমতাবান, গৌরবময় ও প্রতাপশালী তিনি পবিত্রময়
ও রাজাধিরাজ যিনি চিরঞ্জীব, কখনো ঘুমায় না এবং চির মৃত্যুহীন সত্তা। তিনি
পবিত্রময় ও বরকতময় আমাদের প্রতিপালক, ফেরেশতাকুল এবং জিবরাইলের (আ.) প্রতিপালক।
মহিলাদের তারাবির নামাজের মোনাজাত
সকল আমল এবং ইবাদতের মূল হচ্ছে মোনাজাত বা আল্লাহর কাছে প্রার্থনা করা তারাবির
নামাজের মোনাজাত কোনটি তারাবি নামাজ শেষে মোনাজাতে কি পড়তে হয় সে নিয়ে
আলোচনা করব-
তারাবির নামাজের মোনাজাত এর ক্ষেত্রে সবচেয়ে প্রসিদ্ধ মোনাজাত ও দোয়া
নিচে দেওয়া হল
اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ
يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ
يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ
- اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا
مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ
তারাবির নামাজের মুনাজাত বাংলা উচ্চারনঃ-
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া
খালিক্বাল জান্নাতি ওয়ান নার। বিরাহমাতিকা ইয়া আঝিঝু ইয়া গাফফার, ইয়া কারিমু
ইয়া সাত্তার, ইয়া রাহিমু ইয়া ঝাব্বার, ইয়া খালিকু ইয়া বার্রু। আল্লাহুম্মা
আঝিরনা মিনান নার। ইয়া মুঝিরু, ইয়া মুঝিরু, ইয়া মুঝির। বিরাহমাতিকা ইয়া আরহামার
রাহিমিন।
স্বীকারোক্তি
আশা করছি আজকের তারাবির নামাজের নিয়ম সম্পর্কিত আলোচনা টি আপনাদের উপকারে এসেছে
যদি আমার লেখায় কোন ভুল থাকে অবশ্যই কমেন্ট করে ভুল শুধরাতে সহায়তা করবেন
এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের কেউ জানতে সহায়তা করুন।