নামাজের ফরজ কয়টি | নামাজের ভিতরে বাহিরে কত ফরজ
নামাজের ফরজ কয়টি, নামাজের ফরজ কি কি, আমাদের মধ্যে অনেকেই নামাজের ফরজ সমূহ না জানার কারণে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে "নামাজের ফরজ" যা অবশ্যই পালনীয় নির্দেশগুলো ছুটে যায়।
আজকের এই লেখাটি পড়ে আপনারা জানতে পারবেন নামাজের ফরজ কয়টি নামাজের ভিতরে এবং বাহিরে কত ফরজ এবং নামাজের ফরজ ১৩ টি কি কি এবং নামাযের ফরয সমূহ বিস্তারিত
রোজা রাখার নিয়ত ও ইফতারের দোয়া আরবি এবং বাংলা উচ্চারণ
জেনে নিন বাংলাদেশে রোজা কবে থেকে শুরু
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস, বার্তা, বাণী, এসএমএস | অগ্রিম ঈদের শুভেচ্ছা
নামাজ ইসলামের পাঁচটি রুকনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজ প্রত্যেক মুসলিম নারী পুরুষের উপর ফরজ করা হয়েছে। তাই নামাজের মত গুরুত্বপূর্ণ ইবাদত এর ক্ষেত্রে নামাজের ভিতরে বাহিরে কত ফরজ তা জানা জরুরী
নামাজের ফরজ কয়টি
নামাজের ভিতরে এবং বাহিরে মোট ১৩ টি ফরজ রয়েছে। ফরজ মানে হল অবশ্যই করণীয় বা পালনীয়। নামাজ আদায়ের ক্ষেত্রে নামাজের ভিতরে এবং নামাজের বাহিরে কোন ফরজ যদি পালন না করা হয়, তাহলে নামাজ হবে না।
তাই নামাজ শুরু করার আগে নামাজের বাহিরে ফরজগুলো এবং নামাজরোতো অবস্থায় নামাজের ভিতরের ফরজ গুলো অত্যান্ত সতর্কতার সাথে পালন করতে হবে।
দেখুন ছেলেদের ইসলামিক নাম অর্থসহ
নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ
নামাজের ভিতরে ফরজ কয়টি
নামাজের বাহিরে কয় ফরজ
নামাজের বাহিরে কত ফরজ
নামাজের বাইরে সাতটি ফরজ
নামাজের বাহিরের ফরজ গুলো, নামাজের ভিতরের ফরজ গুলো মতই খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই পালনীয়। আমাদের নামাজ শুরু করার আগে নামাজের বাহিরে ফরজ গুলি খুব গুরুত্বের সাথে পালন করতে হবে।
১. শরীর পাক ( শরীর পবিত্র হওয়া )
[সুরা মায়িদা, আয়াত ৬; তিরমিজি, হাদিস : ১, ৩ ]
২. কাপড় পাক (কাপড় পবিত্র হওয়া)
[সুরা মুদ্দাসসির, আয়াত ৪; তিরমিজি, হাদিস : ১, ৩]
৩. নামাজের জায়গা পাক
[সুরা বাকারা, আয়াত : ১২৫; তিরমিজি, হাদিস : ১, ৩]
৪. সতর ঢাকা
(অর্থাৎ পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং নারীদের চেহারা, দুই হাত কবজি পর্যন্ত ও পায়ের পাতা ছাড়া গোটা শরীর ঢেকে রাখা।
৫. কিবলামুখী হওয়া
[সুরা বাকারা, আয়াত ১৪৪; বুখারি ২/৯২৪, হাদিস : ৬২৫১]
৬. ওয়াক্তমতো নামাজ পড়া
[সুরা নিসা, আয়াত : ১০৩; বুখারি ১/৭৫, হাদিস : ৫২১]
৭. নামাজের নিয়ত করা
[বুখারি ১/২, হাদিস : ১]
সাধারণত বহুল জিজ্ঞাসিত প্রশ্ন
- নামাজের ফরজ 13 টি কি কি
- নামাজের ফরজ ও ওয়াজিব সমূহ
- নামাজের ফরজ কি কি
- নামাযের ফরজ সমূহ
- নামাজের ফরজ কতটি
- নামাজের ১৩ ফরজ কি কি
উপরে উল্লেখিত প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি আশা করি সম্পূর্ণ লেখাটি পড়লে আপনিও এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
নামাজ শুরু করার পূর্বে নামাজের ফরজ গুলো সম্পর্কে জানতে পেরেছে অর্থাৎ নামাজের বাহিরে ৭টি ফরজ সম্পর্কে আমরা বিস্তারিত জানিয়েছে এখন জানবো নামাজের ভিতরে ফরজ কয়টি এবং কি কি বিস্তারিত
নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ
নামাজের ভিতরে কয়টি ফরজ
- নামাজের ভিতরের ফরজ কয়টি
- নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ
নামাজের ভিতরে কয়টি ফরজ
নামাজের ভিতরে ৬ ফরজ
১. তাকবিরে তাহরিমা
আল্লাহর মহত্ত্ব প্রকাশ পায় এমন শব্দ দ্বারা নামাজ আরম্ভ করা ফরজ। আর তা হচ্ছে তাকবিরে তাহরিমা তথা আল্লাহু আকবার। যা দ্বারা নামাজের বাহিরের সব ধরণের কাজকে নিষিদ্ধ হয়ে যায়। আল্লাহ বলেন- তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।
(সুরা মুদদাসসির : আয়াত ৩)
২. কিয়াম করা ( দাঁড়িয়ে নামাজ পড়া )
নামাজের জন্য সোজা হয়ে দাঁড়ানো। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে।
(সুরা বাক্বারা : আয়াত ২৩৮)
৩. কিরাত পড়া
সুরা ফাতিহার পর সুরা মিলানো। ফরজ নামাজের প্রথম দুই রাকাআতে এবং ওয়াজিব, সুন্নাত ও নফল নামাজের সব রাকাআতে সুরা মিলানোই ফরজ। আল্লাহ বলেন- তোমরা কুরআন থেকে যতটুকু সহজ হয়, ততটুকু পড়।
(সুরা মুযযাম্মিল : আয়াত ২০)
৪. রুকু করা
প্রত্যেক রাকাআতে একবার রুকু করা ফরজ। রুকু হচ্ছে- দাঁড়ানো থেকে অর্ধনমিত হওয়া, যেন দু`হাত হাঁটু পর্যন্ত পৌছে যায়। মাথা এবং পিঠ এক সমান্তরালে চলে আসে। আর বসে নামাজ পড়ার সময়ও ঝুঁকতে হবে, যেন কপাল হাঁটু বরাবর গিয়ে পৌঁছে। আল্লাহ বলেন-তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু কর।
(সুরা বাক্বারা : আয়াত ৪৩)
৫. সিজদা করা
প্রতি রাকাআতে দু'টি সিজদা করা ফরজ। সিজদার সময় নাক ও কপাল মাটিতে রাখা। আল্লাহ বলেন- হে ঈমানদারগণ! তোমরা রুকু কর এবং সিজদা কর।
(সুরা হজ : আয়াত ৭৭)
৬. শেষ বৈঠক
নামাজের শেষ রাকাআতে ( দুই রাকাত নামাজের ক্ষেত্রে দ্বিতীয় রাকাতে এবং চার রাকাত নামাজের ক্ষেত্রে চতুর্থ রাকাতে ) সিজদার পর তাশাহহুদ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু পরিমাণ সময় বসা (অবস্থান করা) ফরজ। তাশাহহুদ পড়া ওয়াজিব, দরূদ ও দোয়া পড়া সুন্নাত।
কিছু সাধারণ প্রশ্ন উত্তর
প্রশ্ন- নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ?
উত্তর- নামাজের ভিতরে বাহিরে ১৩ ফরজ
প্রশ্ন- নামাজের বাহিরে কয় ফরজ?
উত্তর- নামাজের বাহিরের ৭ ফরজ
প্রশ্নঃ- গোসলের ফরজ কয়টি?
উত্তরঃ- গোসল এর মধ্যে অবশ্যই পালনীয় অর্থাৎ ফরজ মোট ৩টি। গোসলের ফরজ তিনটি কি কি জানুন
প্রশ্ন- নামাজের ফরজ কয়টি?
উত্তর- নামাজের ফরজ ১৩টি
প্রশ্ন- নামাজের ভিতরে ফরজ কয়টি?
উত্তর- নামাজের ভিতরে ৬ ফরজ
প্রশ্ন- নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টি?
উত্তর- নামাজের ভিতরে বাহিরে ১৩ ফরজ
প্রশ্ন- নামাজের ওয়াজিব কয়টি?
উত্তর- নামাজের ওয়াজিব ১৪ টি
মাশা-আল্লাহ। গুরুত্বপূর্ণ সুন্দর লেখা