ওযুর ফরজ কয়টি ও কি কি | ওযু করার দোয়া
ওযুর ফরজ কয়টি এবং ওযুর ফরজ গুলো কি কি আমাদের অবশ্যই জানা প্রয়োজন কেননা নামাজ আদায়ের জন্য ওযু করা ফরজ এবং অযুর মধ্যে রয়েছে অত্যাবশ্যকীয় পালনীয় কিছু বিষয় যাকে ওযুর ফরজ বলে আখ্যায়িত করা হয়।
ওযুর ফরজ কয়টি
আমরা আজকে জানতে পারবো ওযুর ফরজ কয়টি ওযু করার সঠিক নিয়ম ও নিয়ত ওযুর ফরজ কয়টি ও কি কি এ সকল বিষয়ে বিস্তারিত। এছাড়াও ওযুর ফরজ কয়টি ভিডিও সহকারে দেখে নেব যাতে করে ওযু করার সময় আমাদের কোন প্রকারে ওযুর ফরজ গুলো ছুটে না যায় মনে রাখতে হবে অজু সহি শুদ্ধ না হলে নামাজ হবেনা।
জেনে রাখা প্রয়োজন - নামাজের ওয়াজিব কয়টি নামাজের ওয়াজিব গুলো কি কি
ওযু কি
ওযুর ফরজ কয়টি
ওযুর ফরজ কয়টি ও কি কি
ওযুর ফরজ কয়টি ও কী কী
- সমস্ত মুখমন্ডল একবার ধৌত করা
- দুই হাত কনই সহ একবার ধৌত করা
- মাথার এক-চতুর্থাংশ একবার মাসেহ করা
- দুই পাট টাকনু সহ একবার ধৌত করা
ওযুর ফরজ কয়টি ভিডিও
মানুষ কোন কিছু পড়ে শেখার চেয়ে দেখে শেখা সবচেয়ে সহজ এবং দীর্ঘমেয়াদী হয়ে থাকে তাই ওযুর ফরজ কয়টি ভিডিও দেখে শিখলে সেটি বাস্তবিক এবং অনেকদিন পর্যন্ত আমাদের মাথায় থাকবে তাই ওযু কিভাবে করতে হয় এবং ওযুর ফরজ কয়টি ভিডিও সহকারে উপস্থাপন করা হলো।
ওযুর নিয়ম ও নিয়ত
ওযু করার নিয়ম ভিডিও সহকারে দেখলে খুব সহজে বুঝতে পারা যাবে ওযু করার ফরজ কয়টি এবং অজু করার পর গুলোর মধ্যে কি কি করতে হয় চলুন তাহলে নিচের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক ওযুর ফরজ কয়টি ও কি কি
ওযুর ফরজ ও সুন্নত কয়টি
প্রশ্ন১ঃ ওযুর ইংরেজি শব্দ কি?
উত্তরঃ ওযু কে ইংরেজিতে সাধারণত Ablution বলা হয়ে থাকে তবে অনেক ক্ষেত্রে ইংরেজিতে aju এইশব্দ দাড়াও বোঝানো হয়ে থাকে।
প্রশ্ন২ঃ ওযুর ফরজ কয়টি?
উত্তরঃ অজুর ফরজ চারটি অর্থাৎ ওযু করার সময় এমন ৪টি বিষয় রয়েছে যেগুলো অবশ্যই পালনীয় বা ফরজ।