ওযুর ফরজ কয়টি ও কি কি | ওযু করার দোয়া

ওযুর ফরজ কয়টি এবং ওযুর ফরজ গুলো কি কি আমাদের অবশ্যই জানা প্রয়োজন কেননা নামাজ আদায়ের জন্য ওযু করা ফরজ এবং অযুর মধ্যে রয়েছে অত্যাবশ্যকীয় পালনীয় কিছু বিষয় যাকে ওযুর ফরজ বলে আখ্যায়িত করা হয়।

ওযুর ফরজ কয়টি ও কি কি | ওযু করার দোয়া

ওযুর ফরজ কয়টি

আমরা আজকে জানতে পারবো ওযুর ফরজ কয়টি ওযু করার সঠিক নিয়ম ও নিয়ত ওযুর ফরজ কয়টি ও কি কি এ সকল বিষয়ে বিস্তারিত। এছাড়াও ওযুর ফরজ কয়টি ভিডিও সহকারে দেখে নেব যাতে করে ওযু করার সময় আমাদের কোন প্রকারে ওযুর ফরজ গুলো ছুটে না যায় মনে রাখতে হবে অজু সহি শুদ্ধ না হলে নামাজ হবেনা।

জেনে রাখা প্রয়োজন - নামাজের ওয়াজিব কয়টি নামাজের ওয়াজিব গুলো কি কি

ওযু কি

ওযু একটি আরবি শব্দ। এর আভিধানিক বা আক্ষরিক অর্থ হচ্ছে সুন্দর, পরিষ্কার, স্বচ্ছ এবং পবিত্র হওয়া।  ইসলামী শরীয়তের পরিভাষায়, নির্ধারিত নিয়মে পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ার মাধ্যমে পবিত্রতা অর্জন করাকে অজু বলা হয়।

আরো পড়ুন- নামাজের ফরজ কয়টি | নামাজের ভিতরে বাহিরে কত ফরজ

নামাজ আদায় করার পূর্বে অজু করা ফরজ অর্থাৎ আল্লাহ তাআলা নামাজের জন্য অজু বা পবিত্র হওয়া কে বান্দার জন্য ফরজ করেছে।

[সূরা মায়িদা: আয়াত ৬]

ওযুর ফরজ কয়টি

অজুর ফরজ চারটি অর্থাৎ ওযু করার সময় এমন ৪টি বিষয় রয়েছে যেগুলো অবশ্যই পালনীয় বা ফরজ। ওযুর চারটি ফরজ এর মধ্যে কোন একটি ফরজ পালন না করা হলে বা ছুটে গেলে অজু হবে না। আর ওযু না হলে সে ব্যক্তি যত নামাজ পড়ুক তার নামাজ হবে না।

জেনে নিন - রোজা রাখার নিয়ত ও ইফতারের দোয়া আরবি এবং বাংলা উচ্চারণ

তাই তাই ওযু করার সময় আমাদের ওযুর ফরজ কয়টি ও কি কি এবং ওযু করার নিয়ম এমনকি ওযুর নিয়ত সম্পর্কে সুস্পষ্ট এবং সঠিক ধারণা থাকতে হবে একজন মুসলমান হিসেবে আমাদের ওযুর ফরজ সমূহ সম্পর্কে জানা দরকার।

ছেলেদের ইসলামিক নাম অর্থসহ | শিশুদের ইসলামিক নাম অর্থসহ

ওযুর ফরজ কয়টি ও কি কি

আমরা ইতিমধ্যে জেনে গেছি যে অজুতে মোট চারটি ফরজ রয়েছে এখন আমরা জানবো ওযুর ফরজ গুলো কি কি চলুন তাহলে ওযু করার নিয়ম এবং ওযুর ফরজ গুলো কী কী জেনে নেই।

ওযুর ফরজ কয়টি ও কী কী

অজুর ফরজ চারটি নিচে বর্ণনা করা হলো। নিচের বর্ণনা থেকে আপনি খুব সহজে ওযুর ফরজ কয়টি ও কি কি এ বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করতে পসয়বেন।

  1. সমস্ত মুখমন্ডল একবার ধৌত করা
  2. দুই হাত কনই  সহ একবার ধৌত করা
  3. মাথার এক-চতুর্থাংশ একবার মাসেহ করা
  4. দুই পাট টাকনু সহ একবার ধৌত করা

ওযুর ফরজ কয়টি ভিডিও

মানুষ কোন কিছু পড়ে শেখার চেয়ে দেখে শেখা সবচেয়ে সহজ এবং দীর্ঘমেয়াদী হয়ে থাকে তাই ওযুর ফরজ কয়টি ভিডিও দেখে শিখলে সেটি বাস্তবিক এবং অনেকদিন পর্যন্ত আমাদের মাথায় থাকবে তাই ওযু কিভাবে করতে হয় এবং ওযুর ফরজ কয়টি ভিডিও সহকারে উপস্থাপন করা হলো।

ওযুর নিয়ম ও নিয়ত

ওযু করার নিয়ম ভিডিও সহকারে দেখলে খুব সহজে বুঝতে পারা যাবে ওযু করার ফরজ কয়টি এবং অজু করার পর গুলোর মধ্যে কি কি করতে হয় চলুন তাহলে নিচের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক ওযুর ফরজ কয়টি ও কি কি

ওযুর ফরজ কয়টি ও কি কি এবং ওযুর নিয়ম ও নিয়ত


ওযুর ফরজ ও সুন্নত কয়টি

ওযুর ফরজ কয়টি এবং কি কি  তা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। আপনি ওপরে ওযুর ফরজ সমূহ কি কি এর সম্পর্কে বিস্তারিত দেখতে পাবেন। অযুর সুন্নত কয়টি এবং ওযুর সুন্নত গুলো কি কি সম্পর্কে আমরা নতুন একটি পোস্ট নিয়ে হাজির হব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। প্রয়োজনে আমাদের ওয়েবসাইটটি আপনার মোবাইলের বুকমার্কে সেভ করে রাখতে পারেন।

FAQ

প্রশ্ন১ঃ ওযুর ইংরেজি শব্দ কি?

উত্তরঃ ওযু কে ইংরেজিতে সাধারণত Ablution বলা হয়ে থাকে তবে অনেক ক্ষেত্রে ইংরেজিতে aju  এইশব্দ দাড়াও বোঝানো হয়ে থাকে।


প্রশ্ন২ঃ ওযুর ফরজ কয়টি?

উত্তরঃ অজুর ফরজ চারটি অর্থাৎ ওযু করার সময় এমন ৪টি বিষয় রয়েছে যেগুলো অবশ্যই পালনীয় বা ফরজ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url