তারাবির নামাজ কত রাকাত | তারাবির নামাজের নিয়ম
মাহে রমজানে রাত্রিকালে এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নতের পর এবং বিতর নামাজের আগে দুই রাকাত করে ১০ সালামে যে ২০ রাকাত নামাজ আদায় করা হয়, একে ‘তারাবি নামাজ’ বলা হয়।
তারাবির নামাজের নিয়ম
তারাবির নামাজ কত রাকাত এ নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে নিজেরা আলোচনা থেকে জানতে পারবেন তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত এবং তারাবির নামাজ সুন্নত নাকি ওয়াজিব নাকি নফল সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন।
রোজা রাখার নিয়ত ও ইফতারের দোয়া আরবি এবং বাংলা উচ্চারণ দেখুন
রমজানের সময় সূচি ২০২২ | রমজান ক্যালেন্ডার ২০২২
রোজার সেহেরি ও ইফতারের সময়সূচি 2022
আজকের ইফতারের সময় ২০২২ | প্রতি দিনের সেহেরি ও ইফতেরর সময়সূচী 2022
রাসুলুল্লাহ (সা.) নিজে তারাবি নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কিরামকে পড়ার জন্য আদেশ দিয়েছেন।
নবী করিম (সা.) বেশির ভাগ সময় রাতের শেষাংশে তারাবি আদায় করতেন এবং প্রথমাংশে বিশ্রাম নিতেন। তিনি কখনো আট রাকাত, কখনো ১৬ রাকাত, আবার কখনো ২০ রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। কিন্তু বিশেষ কারণবশত নিয়মিত ২০ রাকাত পড়তেন না।
তারাবির নামাজ সুন্নত নাকি নফল
তারাবি নামাজ সুন্নতে মুয়াক্কাদা
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ নিয়মিত করলে তা উম্মতের জন্য ওয়াজিব তথা অত্যাবশ্যকীয় হয়ে যায়। এ করুণা দৃষ্টির কারণে তিনি তাঁর আমলে প্রতিনিয়ত ২০ রাকাত পূর্ণ তারাবি জামাত হতে দেননি।
সেহেরি ও ইফতেররে সময়সূচী ২০২২ রোজার মাসের ক্যালেন্ডার
এজন্য তিনি ভিন্ন ভিন্ন সময়ে তারাবির নামাজের রাকাত সংখ্যা ভিন্ন ভিন্ন ভাবে আদায় করেছেন। যার দরুন সালাতুত তারাবিহ সুন্নত, ওয়াজিব নয়; তবে সুন্নতে মুয়াক্কাদা বা জরুরি সুন্নত।
অতএব তারাবী নামায নারী-পুরুষ সকলের জন্য সুন্নতে মুয়াক্কাদা। তবে পুরুষ মসজিদে জামাতের সাথে আর মহিলাগণ ঘরে পড়বে।
তারাবি নামাজের নিয়ত | তারাবির নামাজের নিয়ম ও দোয়া সমূহ
তারাবির নামাজের আরবি নিয়ত
তারাবি নামাজের নিয়ত: আরবি এবং বাংলা উভয়ভাবে নিয়ত করা যাবে। আরবি নিয়ত হচ্ছে, নাওয়াাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, রকাআতাই সালাতিত তারাবিহ, সুন্নাতু রাসুলিল্লাহি তাআলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি, আল্লাহু আকবার।
তারাবির নামাজের বাংলা নিয়ত
বাংলায় নিয়ত হচ্ছে, আমি কেবলামুখি হয়ে দুই রাকাআত তারাবির সুন্নতে মুয়াাক্কাদাহ নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার। (জামাআত হলে যোগ করতে হবে এ ইমামের পেছনে পড়ছি)।
তারাবির নামাজের নিয়ম
তারাবির নামাজ কত রাকাত
তারাবির নামাজ কত রাকাত সহীহ হাদিস
তারাবির নামাজ সর্বনিম্ন কত রাকাত পড়া যায়
তারাবিহ নামাজের দোয়া | তারাবির নামাজের নিয়ম ও দোয়া সমূহ
তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া
তারাবি নামাজের চার রাকাত পরপর যে দোয়া পড়া হয় তা নিচে বাংলা অর্থ সকারে দেয়া হলোঃ-
سبحان ذى الملك والملكوت سبحان ذى العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت . سبحان الملك الحى الذى لاينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملئكة والروح.
তারাবি নামাজের চার রাকাত পরপর যে দোয়া পড়া হয় তার বাংলা উচ্চারণ-
উচ্চারণ: সুব্হানাযিল মুলকি ওয়াল মালাকুতি, সুব্হানাযিল ইয্যাতি, ওয়াল আয্মাতি, ওয়াল হাইবাতি, ওয়াল কুদরাতি, ওয়াল কিবরিয়াই, ওয়াল যাবারুত। সুব্হানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা-ইয়াানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা। সুব্বুহুন কুদ্দুছুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ।
তারাবির নামাজের দোয়া কখন পড়তে হয়
তারাবি নামাজের চার রাকাত পরপর যে দোয়া পড়া হয় তা নিচে বাংলা অর্থঃ-
সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি বাংলা অর্থ
অর্থ : আল্লাহ পবিত্রময় সাম্রাজ্য ও মহত্ত্বের মালিক। তিনি পবিত্রময় সম্মান মহত্ত্ব ও প্রতিপত্তিশালী সত্তা। ক্ষমতাবান, গৌরবময় ও প্রতাপশালী তিনি পবিত্রময় ও রাজাধিরাজ যিনি চিরঞ্জীব, কখনো ঘুমায় না এবং চির মৃত্যুহীন সত্তা। তিনি পবিত্রময় ও বরকতময় আমাদের প্রতিপালক, ফেরেশতাকুল এবং জিবরাইলের (আ.) প্রতিপালক।
তারাবি নামাজের মুনাজাত
اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ - اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ
তারাবির নামাজের মুনাজাত বাংলা উচ্চারনঃ-
- তারাবির নামাজ ২০ রাকাতের দলিল
- তারাবির নামাজ ৮ রাকাতের দলিল