কোরবানির ঈদ 2022 | ঈদুল আযহা ২০২২ কত তারিখে

ঈদুল আযহা ২০২২ কত তারিখে অথবা কোরবানির ঈদ 2022 কত তারিখে সবার মনেই জানার আগ্রহের শেষ নেই, কেননা ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। তাহলে চলুন জেনে নেওয়া যাক, বাংলাদেশ কুরবানীর ঈদ কবে হতে যাচ্ছে এবং ঈদুল আযহা 2022 কত তারিখে পালিত হবে।

সৌদি আরবের ঈদ কবে ২০২২

কোরবানির নিয়ম ও কোরবানির দোয়া সম্পর্কে জেনে রাখুন

কোরবানির ঈদ 2022 | ঈদুল আযহা ২০২২ কত তারিখে

কোরবানির ঈদ 2022

ঈদুল আযহা বা কুরবানীর ঈদ মুসলিম জাহানের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম দিন। এই দিনে সকল ধর্মপ্রাণ মুসলিম, আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবান বা জবাই করে থাকে।
জবাইকৃত পশুর মাংস নিজে এবং গরিব দুঃখীদের মাঝে বন্টন করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের চেষ্টা করা হয়।

নামাজের ফরজ কয়টি জেনে নিন এগুলো ছাড়া নামাজ হবে না

ঈদুল আযহা ২০২২ কত তারিখে

ঈদুল আজহা বা কোরবানির ঈদ বাংলাদেশের কত তারিখে হতে চলেছে সেটা জানবো। সাধারণত ইসলামিক বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বাংলা মাস কিংবা ইংরেজি মাস অনুসারে হয়ে থাকে না এইসব ধর্মীয় অনুষ্ঠান যেমন কুরবানীর ঈদ ঈদুল আযহা আরবি মাসের ওপর নির্ভর করে হয়ে থাকে।

প্রতিবছর জিলহজ্ব মাসের 10 তারিখ হাজীগণ হজের কার্যক্রম সম্পন্ন করে আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য তার পছন্দের পশু আল্লাহর নামে কুরবান বা জবাই করে থাকে। এখন তাহলে জেনে নেই ইংরেজি মাসের কত তারিখ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে কেননা আমরা সবাই ইংরেজি  মাসের সাথে বেশি পরিচিত।

নামাজের ওয়াজিব কয়টি ও কি কি ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা কিভাবে দিতে হয় দেখুন।

কোরবানির ঈদ  কবে

কোরবানির ঈদ কবে হবে এটি জানবো তার আগে আপনারা আরেকটি বিষয় জেনে নিন যে ইসলাম ধর্মের ধর্মীয় অনুষ্ঠান গুলো আরবি মাসের ওপর নির্ভর করে এবং  আরবি মাস গুলো চাঁদ দেখার উপর নির্ভর করে থাকে।

সবকিছু বিবেচনা করে অনুমান করা হচ্ছে যে বাংলাদেশ কুরবানীর ঈদ 10 জুলাই 2022 অনুষ্ঠিত হতে চলেছে। তাছাড়া সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আযহা 2022 অনুষ্ঠিত হবে 9 জুলাই সেই হিসেবে বাংলাদেশে যেহেতু একদিন পরে চাঁদ দেখে তাই বাংলাদেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হবে 10 জুলাই।

ওযুর ফরজ কয়টি ও কি কি এবং অজু করার দোয়া সম্পর্কে জেনে নিন

ঈদুল আযহা ২০২২ কি বার

2022 সালের ঈদুল আজহা বা কোরবানির ঈদ কি বারে হবে এটি নিয়ে অনেকের জানার আগ্রহের শেষ নেই আমরা আগেই বলেছি ধর্মীয় অনুষ্ঠানাদি মাসের উপর নির্ভর করে তার পরেও বলা যাচ্ছে ঈদুল আযহা 2020 মঙ্গলবার অনুষ্ঠিত হবে অর্থাৎ ঈদুল আযহা বাংলাদেশ মঙ্গলবার জুলাই অনুষ্ঠিত হবে

কোরবানির ঈদ কত তারিখে ২০২২

সৌদি আরব কোরবানির ঈদ কত তারিখে পালিত হবে, ঈদুল আযহা সৌদি আরবে কবে পালিত হবে?  এমনকি পাকিস্থানে কি বার ঈদ-উল-আযহা পালিত হবে এ নিয়ে অনেকে প্রশ্ন করে।

কেউ কেউ আবার জানতে চায় ভারতে কবে ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হবে। তাই বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোতে কবে কোন দিন ঈদুল আযহা 2022 অনুষ্ঠিত হবে এবং কোরবানির ঈদ কি বার পালিত হবে তার নিচে টেবিল আকারে প্রদান করা হলো নিচের টেবিল থেকে খুব সহজে কোন দেশে এবার কোরবানির ঈদ পালিত হবে তা জানতে পারবেন।


দেশের নাম ঈদ কবে হবে ঈদ কি বার হবে
বাংলাদেশ 10 july 2022 রবি বার
সৌদি আরব 09 july 2022 শনি বার
ভারত 10 july 2022 রবি বার
পাকিস্তান 10 july 2022 রবি বার
Table: কোরবানির ঈদ 2022 | ঈদুল আযহা ২০২২ কত তারিখে


কোরবানির ঈদ সম্পর্কে কিছু সাধার জিজ্ঞাসিত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো

কোরবানির ঈদ  কবে

কুরবানি ঈদ কবে হবে অর্থাৎ আপনি জানতে চাচ্ছেন ঈদুল আযহা 2022 কত তারিখে অনুষ্ঠিত হবে?  এর সংক্ষিপ্ত এক কথায় উত্তর হল 2022 সালের ঈদুল আজহা বা কোরবানির ঈদ 10 জুলাই রোজ মঙ্গলবার বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে.

২০২১ সালের কোরবানির ঈদ কত তারিখে হয়েছে

অনেকেই 2021 সালের কোরবানির ঈদ কত তারিখে হয়েছিল এটি জানতে চায়। গত বছর অর্থাৎ 2021 সালে কোরবানি ঈদ অনুষ্ঠিত হয়েছিল 21 জুলাই রোজ বুধবার এবং সৌদি আরবে কুরবানীর ঈদ অনুষ্ঠিত হয়েছিল ২০শে জুলাই মঙ্গলবার।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url