প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করার নিয়ম
প্রিপেইড মিটারে ব্যালেন্স চেক করা বিষয়টি খুব সহজ হলেও অনেকেই পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করার নিয়ম জানিনা। আজ আমরা জানতে পারব কিভাবে প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করতে হয় এবং প্রিপেইড মিটারে ব্যালেন্স চেক করার সহজ উপায়.
প্রিপেইড মিটার ব্যালেন্স চেক
প্রিপেইড মিটার ব্যালেন্স চেক
প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করা খুবই সহজ এবং এই সহজ বিষয়টিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি আপনারা আজ থেকে খুব সহজেই প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করতে সক্ষম হবেন। তার সাথে সাথে আপনার প্রিপেইড মিটার ইমারজেন্সি ব্যালেন্স আনার সহ একটি প্রিপেইড মিটারের যাবতীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন।
প্রয়োজনীয় পোস্টঃ- অনলাইনে জাতীয় পরিচয় পত্র যাচাই পদ্ধতি
প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করতে হয় কিভাবে
আপনার প্রিপেইড মিটারে ব্যালেন্স চেক করতে হলে প্রথমেই দেখে নিতে হবে আপনার মিটারের ধরন কিরূপ। সাধারণত দুই ধরণের প্রিপেইড মিটার বর্তমান বহুল প্রচলিত। প্রিপেইড মিটার ধরন সম্পর্কে নিচের ভালো ভাবে আলোচনা করা হয়েছে। চলুন আমরা এখন দেখি নি প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করার সহজ উপায়।
প্রয়োজনীয় পোস্টঃ- সবচেয়ে কম দামে সেরা ইন্টারনেট এবং মিনিট প্যাক
প্রিপেইড মিটারে ব্যালেন্স চেক করার সহজ উপায়
আপনার ব্যবহৃত মিটারে বর্তমানে কত টাকা অবশিষ্ট রয়েছে, সেটি জানার জন্য আপনাকে মিটার এর কীপ্যাডে ডায়াল করতে হবে 801 তারপর এন্টার বাটনে চাপ দিতে হবে। এরপর প্রিপেইড মিটার এর ডিসপ্লেতে আপনার বর্তমান অবশিষ্ট টাকার পরিমাণ দেখাবে।
এছাড়াও প্রিপেইড মিটার সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ডায়াল কোড রয়েছে। প্রিপেইড মিটারের প্রয়োজনীয় কোড সমূহ নিচে প্রদান করা হলোঃ-
প্রিপেইড মিটারের প্রয়োজনীয় কোড সমূহ
নিত্য প্রয়োজনীয় কিছু প্রিপেইড মিটার কোড কোড আমরা নিচে টেবিল আকারে প্রদান করেছি আশা করছি প্রিপেইড মিটারে এ সকল কোডগুলো ব্যবহার করে আপনার প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
বিষয় বস্তু | ডায়াল কোড |
---|---|
এ যাবৎ মোট ব্যবহৃত ইউনিট | ৮০০ |
বর্তমান অবশিষ্ট ব্যালেন্স (টাকা) | 801 |
মিটার বিচ্ছিন্নের কারণ | 806 |
বর্তমানে চলমান লোড (কিঃওঃ) | 808 |
এমার্জেন্সী ব্যালেন্স পরিমান (ধারকৃত) | 810 |
চলতি মাসে বিদ্যুৎ ব্যবহার পরিমান (ইউনিট) | 814 |
সর্বশেষ রিচার্জ এর তারিখ | 815 |
সর্বশেষ রিচার্জ সময় | 816 |
সর্বশেষ রিচার্জ পরিমান (টাকা) | 817 |
সর্বশেষ রিচার্জ টোকেন | 830 |
সর্ব্বোচ্চ অনুমোদিত লোড (কিঃওঃ) | 869 |
বর্তমান চলমান রেট (টাকা) | 886 |
বর্তমান চলমান স্পেপ ট্যারিফ (টাকা) | 887 |
বর্তমান টোকেনের সিকোয়েন্স নম্বর | 889 |
চলতি মাসে ব্যবহৃত টাকা | 922 |
প্রিপেইড মিটারের ধরন
বিদ্যুৎ প্রিপেইড মিটারকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করতে পারি যেমনঃ
- স্মার্ট কার্ড টাইপ প্রিপেইড মিটার
- কিপ্যাড টাইপ মিটার
স্মার্ট কার্ড প্রিপেইড মিটারের মধ্যে রয়েছে DESCO প্রিপেইড মিটার আর অন্যদিকে
কিপ্যাড টাইপ মিটার।
কিপ্যাড টাইপ মিটার আবার কয়েক ধরনের হয়ে থাকে জেমনঃ-
- NESCO
- Hexing Electrical Company. Ltd.
- Linyang
- And Inhe
প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম
প্রিপেইড মিটারের সাধারণত কয়েকটি উপায় রিচার্জ করা যায় যেমনঃ-
- বিকাশের মাধ্যমে
- রকেট এর মাধ্যমে
- ব্যাংক থেকে ব্যাংক
- কিছু কিছু রিচার্জের দোকান
তাছাড়াও অনেক মোবাইল ব্যাংকিং পদ্ধতি প্রিপেইড মিটার রিচার্জ করার সেবাটি চালু করেছে। আপনারা আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পিপেট মিটার রিচার্জ করতে পারবেন।
প্রিপেইড মিটারে কিভাবে টাকা রিচার্জ করতে হয় এ সম্পর্কে আপনাদের যদি জানার আগ্রহ থাকে তাহলে, কমেন্ট করে জানান। আমরা পরবর্তীতে প্রিপেড মিটারে কিভাবে রিচার্জ করতে হয়, তার নিয়ম ধাপে ধাপে বর্ণনা করে পোস্ট করে দেবো।
প্রিপেইড মিটার সর্বনিম্ন কত টাকা রিচার্জ করা যায়
পিপেট মিটার সমান কত টাকা রিচার্জ করা যায় এটি আপনি কোন ধরনের মিটার বা প্রিপেইড মিটার ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করবে।
তবে সাধারণত প্রিপেইড মিটার এর সর্বনিম্ন 100 টাকা রিচার্জ করা যায়। তবে কোনো কোনো পিপেট মিটারে 500 টাকা সর্বনিম্ন রিচার্জ করতে হয়।
প্রিপেইড মিটার হেল্প লাইন
বৈদ্যুতিক প্রিপেইড মিটার সম্পর্কে ইতোমধ্যে একটি পোস্ট পাবলিশ করেছি, যেখানে প্রিপেইড মিটারের হেল্পলাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি প্রিপেইড মিটার এর হেল্পলাইন সম্পর্কে জানতে চান তাহলে, প্রিপেইড মিটার হেল্পলাইন পোস্ট টি দেখতে পারেন।