২০২২ ঈদ কবে হবে সৌদি আরবে ঈদ কবে হবে। আমরা এখন জানতে চলেছি কুরবানীর ঈদ
2022 কত তারিখে পালিত হবে সৌদি আরবে। বাংলাদেশের তুলনায় সৌদি আরব একদিন আগে ঈদ
পালন করে থাকে। জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আযহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়।
কোরবানির দোয়া ও
কোরবানির সঠিক নিয়ম
সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
ভৌগলিক অবস্থানের কারণে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন তারিখে ঈদ উদযাপন করা হয়। আমরা
জানি ইসলামিক সকল ধর্মীয় আচার অনুষ্ঠান চাঁদ দেখার উপর নির্ভর করে থাকে এর কারণে
পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভৌগলিক অবস্থানের কারণে চাঁদ দেখার সময় ও তারিখ ভিন্ন
হয়ে থাকে।
সৌদি আরবের ঈদ কবে ২০২২
সৌদি আরবের ঈদ কবে ২০২২
সৌদি আরবে ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হবে ০৯ জুলাই ২০২২ । বাংলাদেশের
তুলনায় সৌদি আরব একদিন আগে ঈদ পালন করে থাকে। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে একদিন
পর বাংলাদেশ চাঁদ দেখা যায় সেই হিসেবে বলা যাচ্ছে বাংলাদেশ ঈদুল আজহা বা
কোরবানির ঈদ পালিত হবে ১০ জুলাই ২০২২
বাংলাদেশসহ বাংলাদেশের আশেপাশের কয়েকটি দেশ ঈদুল আযহা ২০২২ উদযাপন করবে 10 জুলাই
2022
বাংলাদেশে ঈদ কবে 2022
এ সম্পর্কে বিস্তারিত জেনে আসুন।
যে সকল দেশ বাংলাদেশের সাথে একই দিনে ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করবে
- বাংলাদেশ
- ভারত
- পাকিস্তান
- নেপাল
- ভুটান
এছাড়া আরো অনেক বেশি হয়েছে যারা 10ই জুলাই 2022 ঈদুল আযহা উদযাপন করবে।
আরো পড়ুন ছেলেদের ইসলামিক নাম অর্থসহ
সৌদি আরবে কোরবানির ঈদ কবে
সৌদি আরবে কোরবানির ঈদ কবে হবে এ নিয়ে আমাদের মধ্যে অনেকেরই জানার আগ্রহের শেষ
নেই কেননা, সৌদি আরবের সাথে আমাদের দেশের ধর্মীয় আচার অনুষ্ঠান এরকমভাবে
জড়িত হয়ে আছে যে, সৌদি আরব যেদিন ঈদ উদযাপন করা হয় এর পরেরদিন
বাংলাদেশ ঈদ পালিত হয়। বলতে গেলে এটাই আনঅফিসিয়াল ভাবে ঘোষনা।
তবে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ধর্মীয় আচার অনুষ্ঠান এবং চাঁদ দেখা কমিটি ঈদ
কবে হবে সেই বিষয়টি নিশ্চিত করে। ইসলামিক ফাউন্ডেশন হতে প্রকাশিত ঘোষণায়
চূড়ান্ত ঘোষণা হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশে ঈদ কবে 2022
হজের কার্যক্রম সম্পন্ন করে হাজীগন পবিত্র জিলহজ মাসের 10 তারিখ কুরবানী করার
মাধ্যমে ঈদুল আযহা উদযাপন করে। এ থেকে বোঝা যাচ্ছে যে ঈদুল আযহা অথবা ঈদুল
ফিতর ইসলাম ধর্মের অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগসমূহ বাংলা কিংবা ইংরেজি
ক্যালেন্ডার উপর নির্ভরশীল নয় বরং আরবি মাস অর্থাৎ চন্দ্র মাসের ওপর নির্ভর করে
দিবসগুলো পালিত হয়।
লেখাটির প্রথমে বলা হয়েছে বাংলাদেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হবে দশই
জুলাই 2022 এইদিন ধর্মপ্রাণ মুসলমান তাদের প্রিয় পশু জবাই করার মাধ্যমে আল্লাহর
সন্তুষ্টি লাভের চেষ্টা করবে।
কোরবানির ঈদ কত তারিখে ২০২২
সৌদি আরব কোরবানির ঈদ কত তারিখে পালিত হবে, ঈদুল আযহা সৌদি আরবে কবে পালিত
হবে? এমনকি পাকিস্থানে কি বার ঈদ-উল-আযহা পালিত হবে এ নিয়ে অনেকে প্রশ্ন
করে।
কেউ কেউ আবার জানতে চায় ভারতে কবে ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত
হবে। তাই বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোতে কবে কোন দিন ঈদুল আযহা 2022
অনুষ্ঠিত হবে এবং কোরবানির ঈদ কি বার পালিত হবে তার নিচে টেবিল আকারে প্রদান
করা হলো নিচের টেবিল থেকে খুব সহজে কোন দেশে এবার কোরবানির ঈদ পালিত হবে তা
জানতে পারবেন।
দেশের নাম |
ঈদ কবে হবে |
ঈদ কি বার হবে |
বাংলাদেশ |
10 july 2022 |
রবি বার |
সৌদি আরব |
09 july 2022 |
শনি বার |
ভারত |
10 july 2022 |
রবি বার |
পাকিস্তান |
10 july 2022 |
রবি বার |
Table: কোরবানির ঈদ 2022 | ঈদুল আযহা ২০২২ কত তারিখে
ভিন্ন ভিন্ন দিনে ঈদ পালিত হয় কেন
ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে ঈদ বা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করার
একমাত্র কারণ হচ্ছে ভৌগলিক অবস্থান। পৃথিবীর অবকাঠামো ও ভৌগলিক কারণে একেক
দেশের সময়ের ভিন্নতা দেখা যায়। যেমন বাংলাদেশে যখন দিন তখন ইউরোপের
কান্ট্রি বা আমেরিকাতে তখন রাত ঠিক একই রকম সৌদি আরব যেদিন চাঁদ দেখতে পায় তার
ঠিক একদিন পর আমরা অত বাংলাদেশ চাঁদ দেখা যায়।
সময়ের তারতম্য এবং চাঁদ দেখার ভিন্নতার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে আলাদা আলাদা
দিনে ঈদ পালন করা হয়। একই দিনে ঈদ পালন করা হবে কিনা এটা আবশ্যক নয় তবে
আবশ্যক বিষয় হচ্ছে চন্দ্র মাসের নির্দিষ্ট দিনে ওই নির্দিষ্ট ঈদ অনুষ্ঠান পালিত
হচ্ছে কিনা সেটা।
আশা করছি আজকের লেখাটি পড়ে আপনারা সৌদি আরবে ঈদ কবে হবে 2022 এবং বাংলাদেশে ঈদুল
আযহা বা কোরবানির ঈদ কবে পালিত হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। যদি
ঈদের শুভেচ্ছা
আপনার বন্ধুদের মাঝে সবার আগে পৌঁছাতে চান তাহলে এই পোস্টটি আপনাদের বন্ধুদের
মাঝে শেয়ার করে দিন।