Nothing phone 1 price in bangladesh | nothing phone 1 দাম কত

Nothing phone 1 বর্তমানে সবচেয়ে আলোচিত একটি এন্ড্রয়েড মোবাইল ফোন। 2022 সালের মাঝামাঝি সময়ে এসে নাথিং ফোন ১ এন্ড্রয়েড লাভারদের মাঝে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আজকে আমরা জানতে চলেছি nothing phone 1 price in bangladesh এবং এর স্পেসিফিকেশন ভালো এবং মন্দের দিক।

nothing phone 1 price in bangladesh | nothing phone 1 দাম কত
nothing phone 1 price in bangladesh | nothing phone 1 দাম কত

Nothing Phone (1) price in Bangladesh

সবচেয়ে বেশি সাড়া ফেরানো nothing phone 1 এর প্রাইজ নিয়ে সবার মধ্যে আগ্রহের শেষ নেই। নাথিং একটি নতুন স্মার্টফোন ব্র্যান্ড তাদের প্রথম ফোনেই গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করেছেন খুব সুন্দর আকর্ষণীয় ডিজাইন গ্রাহকদের যথেষ্ট আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।


Nothing phone 1 price in bangladesh
Official Price 12GB + 256GB -- 66990 BDT
Un-Official Price Not Set Yet

 
Nothing phone-1 Launch Date
Announced Date 12 July 2022
Released Date 16 July 2022
Made in China


nothing phone 1 Display

Size 6.55 inches, 103.6 cm2
Type OLED capacitive touchscreen, 1B colors
Resolution 1080 x 2400 pixels
Pixel Density 402 ppi density
Max Hz Speed  120 Hz


Processor & System Performance
OS Android 12
UI Nothing OS
Processor Qualcomm SM7325-AE Snapdragon 778G+ 5G (6 nm)
CPU: Octa-core (1x2.5 GHz Cortex-A78 & 3x2.4 GHz Cortex-A78 & 4x1.8 GHz Cortex-A55)
GPU Adreno 642L
64 bit


Primary Camera Of nothing phone 1 5G
Camera 50 MP, f/1.9, 24mm (wide), 1/1.56", 1.0µm, PDAF, OIS
50 MP, f/2.2, 114˚ (ultrawide), 1/2.76", 0.64µm
Camera Resolution 8150 x 6150 Pixels
Video shoot 4K@30fps, 1080p@30/60fps, gyro-EIS, live HDR
Features
  • Hasselblad Color Calibration
  • Dual-LED dual-tone flash
  • Continuous autofocus
  • Laser autofocus
  • Exposure compensation
  • ISO control
  • Continuous Shooting,
  • High Dynamic Range mode (HDR)
  • Digital Zoom
  • Auto Flash
  • Face detection
  • panorama


Selfie Camera
Camera 16 MP, f/2.5, (wide), 1/3.1", 1.0µm
Resolution&Sensor 4616 x 3464 Pixels
Video Max 1080p@30fps
Features auto HDR

Battery Details
Battery Type Non-Removeable and Li-Poli
Battery Capacity 4500 mAh big battery
Charging Time Up to 1:10 hours with 33W Fast charging
Features 50% in 30 min
100% in 70 min
Reverse wireless charging 5W
Power Delivery 3.0
Quick Charge 4.0

উপরের টেবিলে সুন্দরভাবে ধাপে ধাপে নাথিং ফোন ১ এর বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন এবার দেখে নেই nothing phone 1 এর ভালো দিক গুলো তা সাথে সাথে কি কি খারাপ দিক রয়েছে তাও জানতে পারবেন।

আলোচনার শীর্ষে থাকা নাথিং ফোন ওয়ানের সবচেয়ে উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হলো এর পিছনের প্যানেল নাথিং ফোনের পিছনের অংশটি একেবারেই স্বচ্ছ রাখা হয়েছে বাইরে থেকে ফোনের ভিতরে পার্টসগুলো দেখা যায়। এই ইউনিক বৈশিষ্ট্যটি মোবাইল লাভারদের মাঝে বিশেষভাবে নজর কেড়েছে। 

তাছাড়া ফোনের ব্যাক সাইডে থাকা বিভিন্ন প্রকারের স্টাইলিশ লাইটিং এবং বাহ্যিক ডিজাইন অন্যান্য ফোন থেকে নাথিং ফন্টে একটি আলাদা স্থান দিয়েছে। আমরা এতদিন যাবৎ এন্ড্রয়েড জগতে কিছু সাধারন এবং গদবাধা ডিজাইন দেখে এসেছি, কিন্তু nothing phone 1 দৃষ্টান্তমূলক ভাবে নতুন এবং ইউনিক ডিজাইন নিয়ে হাজির হয়েছে।

nothing phone 1 দাম কত

nothing phone 1 price in bangladesh এই ফোনটির দাম বাংলাদেশে কত হতে পারে এবং কবে থেকে বাংলাদেশের অফিশিয়ালি পাওয়া যাবে এ নিয়ে মানুষের জানার আগ্রহ শেষ নেই। ইন্ডিয়াতে এফএনপিও ইতিমধ্যে অফিশিয়ালি পাওয়া যাচ্ছে দুর্ভাগ্যবশত এখনো বাংলাদেশে নাথিং ফোন অফিশিয়াল লঞ্চ করেনি ইন্ডিয়ার রুপিতে এটি 32 হাজার রুপির আশেপাশে পাওয়া যাচ্ছে।

সেই হিসেবে আশা করা যাচ্ছে বাংলাদেশ নাথিং ফোন 40 থেকে 50 হাজারের মধ্যে অবস্থান করবে।
যেহেতু নাথিং ফোন ব্র্যান্ড একটি নতুন ব্র্যান্ড। সবচেয়ে বড় ব্যাপার হল একটি ফোনের ইউজার এক্সপেরিয়েন্স নির্ভর করে মোবাইলটির কাস্টম ইউআই এর উপর। nothing phone 1 নতুন এবং তারা নতুন একটি  UI/UX  নিয়ে মার্কেটে এসেছে, সে ক্ষেত্রে ফোনটি ব্যবহার করার পূর্বে এর খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করা যাচ্ছে না. তাই আপাতত মোবাইলের মধ্যে যে সকল স্পেসিফিকেশন দেখা যাচ্ছে সেই হিসেবে বলা যাচ্ছে nothing phone 1 একটি ভালো ফোন হতে চলেছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url