গোসলের ফরজ কয়টি ও কি কি

পবিত্রতা ঈমানের অঙ্গ। শরীরের নাপাকি দূর করতে এবং পবিত্রতা অর্জন করতে গোসল করতে হয়। ঈমানদারগণ সর্বদাই পবিত্রতা বজায় রাখার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন দিকে বিশেষ খেয়াল রাখেন।

হাদিসে আছে  ---  الطهور شطر الايمان

যার অর্থ হচ্ছে পবিত্রতা ঈমানের অর্ধেক বা ঈমানের অঙ্গ। এই হাদীস থেকে বোঝা যাচ্ছে ইসলামের পবিত্রতাকে কতটুকু গুরুত্ব দিয়েছে। আজকে আমরা জানবো গোসলের ফরমসমূহ।

গোসলের ফরজ কয়টি

প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্রতা দূর করার জন্য গোসল করার তাগিদ দিয়েছেন। গোসল এর মধ্যে এমন কিছু কাজ রয়েছে যেটি অবশ্যই পালনীয় অর্থাৎ ফরজ ইসলামিক বিধান মতে, ফরজ মানে হল অবশ্যই পালনীয় বিষয়।

গোসলের ফরজ কয়টি এর উত্তর হবে গোসলের ফরজ তিনটি অর্থাৎ গোসল এর মধ্যে ৩টি অবশ্যই পালনীয় কাজ বা বিষয় রয়েছে। চলুন আমরা এখন গোসলের ফরজ সমূহ কি কি জেনে নেই। আপনি চাইলে ওযু ভঙ্গের কারণ কয়টি বিস্তারিত জানতে পারেন।

গোসলের ফরজ কয়টি ও কি কি

আমরা ইতিমধ্যে জেনে গেছি গোসলের ফরজ তিনটি। এখন জানবো গোসলের ফরজ তিনটি কি কি এবং প্রত্যেকটির ব্যাখ্যা।

  1. কুলি করা
  2. নাকে পানি দেওয়া
  3. সমস্ত শরীর ধৌত করা
গোসলের ফরজ তিনটি কি কি এটা আমরা জানতে পারলাম এখন আমরা জানতে চলেছি গোসলের ফরজ কয়টি এবং ব্যাখ্যা...

গোসলের ফরজ কয়টি ব্যাখ্যা সহ

কুলি করাঃ গোসলের ফরজ তিনটির প্রথমটি হলো গড়গড়াসহ কুলি করা। মুখের ভেতর পানি দিয়ে ভালো করে কুলি করে নিতে হবে কারণ আমরা খাবার খেলে অনেক সময় দাঁতের ফাঁকে খাবারের কিছু অংশ জমে থাকে। মুখের ভেতর জমে থাকা কফ বা খাবারের উচ্ছিষ্ট অংশ বের করার জন্য কুলি করতে হয়।


নাকে পানি দেওয়াঃ গোসলের আরেকটি ফরজ হলো- নাকের ভেতর পানি দেওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও নাকে পানি দিয়েছেন। এ সম্পর্কিত একাধিক হাদিস বর্ণিত রয়েছে। (সহিহ বুখারি, হাদিস : ২৬৫; সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৫৬৬)


সমস্ত শরীর ধৌত করাঃ সমস্ত শরীর ধৌত করার অর্থ হচ্ছে শরীরের কোন অংশ যাতে শুকনা থাকে। 
পানি দিয়ে শরীর এমনভাবে ধৌত করতে হবে যাতে করে শরীরের কোন অংশ শুকনো না থাকে। কিছু কিছু বর্ণনায় এসেছে যে, গোসল করার সময় এমনভাবে করা উচিত যাতে শরীরের প্রত্যেকটি লোমের গোড়ায় পানি পৌঁছায়

গোসলের ফরজ তিনটি কি কি

নিচে টেবিল আকারে গোসলের ফরজ তিনটি কি কি খুব সুন্দর করে দেওয়া হয়েছে টেবিলটি একনজর দেখার মাধ্যমে জানতে পারবেন গোসলের ফরজ কয়টি ও কি কি আর প্রথম দিকে আমরা ব্যাখ্যাসহ গোসলের ফরজ কয়টি  আলোচনা করেছি। আরো জেনে নিতে পারেন নামাজের ওয়াজিব গুলো কি কি

গোসলের ফরজ কয়টি
গোসলের প্রথম ফরজ কাজ গড়গড়াসহ কুলি করা
গোসলের ২য় ফরজ নাকে পানি দেওয়া
গোসলের তৃতীয় ফরজ সারা শরীরে পানি দেওয়া

আশা করছি আজকের গোসলের ফরজ কয়টি ও কি কি নিয়ে লেখা আপনাদের ভালো লেগেছে। আমরা নামাজের ফরজ কয়টি | নামাজের ভিতরে বাহিরে কত ফরজ এরকম আরো অনেক লেখা এই সাইটে প্রকাশ করেছি। লেখা গুলো যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনের সাথে পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ার এবং গোসলের ফরজ সমূহ জানতে শেয়ার করতে পারেন, এতে করে উভয়েই সওয়াবের ভাগীদার হবেন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url