রবি মিনিট চেক | রবি মিনিট অফার ২০২২

রবি মিনিট চেক করার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে চায়। আপনি কি একজন রবি সিম ব্যবহারকারী এবং জানতে চান রবি মিনিট চেক করতে হয় কিভাবে? তাহলে আজকের রবি মিনিট চেক এবং রবি সিমের মিনিট অফার ২০২২ সম্পর্কিত পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

রবি মিনিট চেক
রবি মিনিট চেক

আমাদের সব সময় মনে থাকে না কোন সিমের  অফার কিভাবে চেক করতে হয়,  যেমন এখন আপনার রবি সিমের মিনিট চেক করার প্রয়োজন হয়েছে তাই গুগলের সার্চ করেছেন রবি মিনিট চেক করার নিয়ম অথবা রবি মিনিট অফার 2022

কম টাকায় ফোন কলে কথা বলার জন্য মিনিট অফার কিনার বিকল্প নেই বললেই চলে। রবি বা যে কোন সিমের মিনিট অফার সম্পর্কে এবং অফার কেনার পরবর্তীতে অবশিষ্ট ব্যালেন্স বা মিনিট চেক করতে কোড প্রয়োজন হয়।

রবি মিনিট চেক

রবি সিমের মিনিট চেক করার জন্য প্রয়োজনীয় কোডগুলো নিচে টেবিল আকারে প্রকাশ করা হলো।  কোডগুলো একত্রে রাখার কারণে আপনারা খুব সহজে এক নজর দেখেই, রবি মিনিট চেক করার যাবতীয় কোডসমূহ সম্পর্কে জেনে যেতে পারবেন।

রবি মিনিট চেক কোড
Details Codes
রবি মিনিট  চেক *222*2#
Voice Packs check *222*9#
Available pack *0#

রবি মিনিট চেক কোড

রবি মিনিট চেক করার প্রয়োজনীয় কোডগুলো উপরের টেবিলের মধ্যে সুন্দর করে বর্ণনা করা হয়েছে এই সকল কোডের মাধ্যমে আপনার রবি সিমের মিনিট চেক করতে পারবেন। এছাড়াও নিচে পয়েন্ট আকারে রবি মিনিট চেক করার কোড সমূহ আবার দেওয়া হল:--

  • রবি মিনিট  চেকঃ *222*2#
  • Voice Packs check: *222*9#
  • Available pack: *0#

রবি মিনিট চেক কোড ২০২২

রবি মিনিট অফার চেক

রবি তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকর্ষণী কিছু রবি মিনিট অফার প্যাক। এই অফার গ্রাহক ক্রয় করে তাঁর প্রয়োজন এবং প্রিয়জনদের সাথে মন খুলে কথা বলতে পারবেন। বেশি কল রেট এর চিন্তা করতে হবে না। চলুন জেনে নেই রবি মিনিট প্যাক অফার সম্পর্কে।

রবি সিমের মিনিট অফার 2022 এর কিছু এক্টিভেশন কোড নিচের টেবিল আকারে সাজানো হয়েছে। রবি মিনিট অফার 2022 এর কালেকশন থেকে আপনি আপনার পছন্দের রবি মিনিট অফারটি পেয়ে যাবেন।
রবি মিনিট চেক কোড
Total Min Amount validity Codes
87 Minutes 59 Tk 7 Days Recharge
210 Minutes 145 Tk 7 Days Recharge
66 Minutes 43 Tk 4 Days *0*4#
100 Minutes 64 Tk 7 Days *0*5#
320 Minutes 199 Tk 30 Days *0*15#
44 Minutes 27 Tk 2 Days *866*02#
230 Minutes 144 Tk 15 Days *0*14#
125 Minutes 78 Tk 7 Days *0*9#
340 Minutes 207 Tk 30 Days *0*7#
250 Minutes 169 Tk 30 Days *0*0#
20 Minutes 14 Tk 16 Hours  *0*3#
450 Minutes 278 Tk 28 Days Recharge
470 Minutes 288 Tk 30 Days *0*17#
840 Minutes 507 Tk 30 Days *0*8#
495 Minutes 198 Tk 30 Days *0*16#
10 Minutes 8 Tk 12 Hours *0*1#
500 Minutes 307 Tk 30 Days *0*10#
650 Minutes 398 Tk 30 Days Recharge
1600 Minutes 997 Tk 30 Days *0*13#

বিশেষ দ্রষ্টব্যঃ- উপরে বর্ণিত রবি মিনিট অফার সমূহ সবসময়ের জন্য প্রযোজ্য নাও হতে পারে। তাই রবির মিনিট অফার সমূহ কেনার আগে দোকানদারকে জিজ্ঞেস করে নিবেন। এতে করে আপনি নিশ্চিত হতে পারবেন অফারটি বর্তমান চলছে কিনা।

ইন্টারনেট ও মিনিট অফার সম্পর্কিত আরো কিছু পোস্ট এর তালিকা নিচে দেয়া হলো--
গ্রামীণফোন ইন্টারনেট প্যাক গ্রামীণফোন ইন্টারনেট অফার
ইন্টারনেট অফার স্কিটো সিম ইন্টারনেট অফার
ব্যালেন্স ট্রান্সফার বাংলালিংক ব্যালেন্স ট্রান্সফার

রবি মিনিট দেখার কোড

আপনার রবি সিমের অবশিষ্ট মিনিট দেখার জন্য আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন  *222*2# ডায়াল করার পরেই আপনি আপনার রবি অবশিষ্ট  মিনিট দেখতে পারবেন।

রবি মিনিট বেলেন্স চেক কোড

রবির মিনিট ব্যালেন্স চেক করার জন্য সাধারণত দুইটি ডায়াল কোড ব্যবহার করা হয়। প্রথমটি হচ্ছে *222*2#  এবং দ্বিতীয়টি হচ্ছে *222*9#  এছাড়াও আপনি আপনি রবি মিনিট অফার এর কোন অফার টি ব্যবহার করছেন তার ওপর ভিত্তি করে রবি মিনিট ব্যালেন্স চেক করার কোড ভিন্ন হতে পারে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url