বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স কোড
বাংলালিংক সিমের ব্যালেন্স শেষ কিন্তু আশেপাশে রিচার্জ করার মত কোন উপায় নেই তাহলে বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স আপনার জন্য। চলুন তাহলে জেনে নেয়া জাক আপনার বাংলালিংক সিমের জন্য ইমারজেন্সি বেলেন্স কিভাবে নিবেন।
বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স আনা খুবই সহজ বাটন ফোন কিংবা স্মার্টফোন, যেকোনো মোবাইল দিয়েই বাংলালিংক ঝটপট ব্যালেন্স আনা যায়। আমি নিজেও কখনো কখনো বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স নিয়ে থাকি কেননা জরুরি মুহূর্তে সিমের ব্যালেন্স শেষ হয়ে গেলে একমাত্র ভরসা ইমারজেন্সি ব্যালেন্স।
আপনি যদি একজন বাংলালিংক সিমের গ্রাহক হয়ে থাকে তাহলে জরুরি মুহূর্তে কিভাবে সিমে ইমারজেন্সি ব্যালেন্স জানতে হয় সেটা জেনে রাখা ভালো। তাই আজকে জানতে পারবেন বাংলালিং সিমে ইমারজেন্সি ব্যালেন্স আনার পদ্ধতি সম্পর্কে। বাংলালিংক সিমের ব্যালেন্স শেষ হয়ে গেলে যে কোন মুহূর্তে ইমারজেন্সি ব্যালেন্স অ্যাড করা সম্পর্কে জানতে চাইছি।
বাংলালিনক সিম অপারেটর সকল প্রি-পেইড ইউজারকে ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে থাকে। সর্বনিম্ন 10 টাকা থেকে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত ইমারজেন্সি লোন নেওয়ার সুযোগ পাবে প্রত্যেক গ্রাহক। বাংলালিংক সিমে লোন এর পরিমাণ ইউজারের দৈনন্দিন ব্যবহারের উপর নির্ভর করে কমবেশি হতে পারে।
বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স
গ্রাহকের সুবিধার কথা মাথায় রেখে প্রত্যেক মোবাইল অপারেটর জরুরি মুহূর্তে ইমারজেন্সি ব্যালেন্স প্রদান করে থাকে। সে হিসেবে বাংলালিংক সিম অপারেটর কোম্পানি ও তার ব্যতিক্রম নয়। তারা সকল প্রি-পেইড ইউজারদের সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স বা লোন প্রদানের সিস্টেম চালু করেছে।
বাংলালিংক টাকা ধার নেওয়ার জন্য কিছু শর্ত রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে,
- বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য গ্রাহককে অর্থাৎ সিমটি কমপক্ষে 30 দিনের পুরনো হতে হবে
- মেইন ব্যালেন্সে 30 টাকা বা তার কম টাকা থাকতে হবে
- পূর্বে নেওয়া ইমারজেন্সি ব্যালেন্সের বকেয়া পরিশোধ করা থাকতে হবে
বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স কোড
বাংলালিংক লোন নেওয়ার কোড
Details | Codes |
---|---|
ইমার্জেন্সিমেইন ব্যালেন্স পেতে | *৮৭৪# |
১০টাকা ইমারজেন্সি ব্যালেন্স | *৮৭৪*১০# |
ইমার্জেন্সি জন্য প্রযোজ্য কিনা | *৮৭৪*৯# |
অবশিষ্ট ইমারজেন্সি ব্যালেন্স চেক | *৮৭৪*০# |
উপরের টেবিলে দেয়া কোড এর বাহিরেও কিছু কোড রয়েছে। যেমন বাংলালিংক এ আনা লোন এর অবশিষ্ট কত বাকি আছে তা জানার জন্য *১২১*১# এই কোডটি ব্যাবহার করতে পারেন। তাছাড়া ইমারজেন্সি ব্যালেন্সের জন্য যোগ্য কিনা সেটা চেক করার জন্য *৮৭৪*৯# অথবা *১২১*৫# যেকোনো একটি ব্যবহার করতে পারেন।
বাংলালিংক টাকা ধার করার উপায়
- ইমার্জেন্সি ব্যালেন্স যেকোনো কাজে ব্যবহার করা যাবে (মিনিট, কল, ইন্টারতেরনে
- মোবাইলে ৩০ টাকা বা তার কম ব্যালেন্স থাকতে হবে
- ১৫ টাকা বা তার বেশি লোন এর ক্ষেত্রে এসএমএস চার্জ হিসাবে ২ টাকা (এসডি, ভ্যাট ও এসসি সহ) কেটে নেয়া হবে
- পূর্ববর্তী বাংলালিংক ইমার্জেন্সি ব্যালেন্স বা ইমার্জেন্সি ইন্টারনেট শোধ না হওয়া পর্যন্ত গ্রাহকেরা আরেকটি বাংলালিংক ইমার্জেন্সি ব্যালেন্স বা ইমার্জেন্সি ইন্টারনেট এর জন্য অনুরোধ করতে পারবেন না
- সকল বাংলালিংক প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকেরা এই সেবা উপভোগ করতে পারবেন
- ১০ টাকা ইমার্জেন্সি মেইন ব্যালেন্স পেতে ডায়াল: *৮৭৪*১০# (এসএমএস চার্জ প্রযোজ্য নয়). সকল বাংলালিংক প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকের জন্য প্রযোজ্য
- নতুন সংযোগের ক্ষেত্রে সার্ভিসটি ৩০ দিন পর থেকে নেয়া যাবে
- বাংলালিংক ইমার্জেন্সি ব্যালেন্স আপনার জন্য প্রযোজ্য কিনা জানতে বা বিস্তারিত জানতে ডায়াল করুন *১২১*৫# অথবা *৮৭৪*৯#
- ইমার্জেন্সি ব্যালেন্সের স্ট্যাটাস চেক করতে ডায়াল করুন *৮৭৪*০# অথবা *১২১*১#