বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স কোড

বাংলালিংক সিমের ব্যালেন্স শেষ কিন্তু আশেপাশে রিচার্জ করার মত কোন উপায় নেই তাহলে বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স আপনার জন্য। চলুন তাহলে জেনে নেয়া  জাক আপনার বাংলালিংক সিমের জন্য ইমারজেন্সি বেলেন্স কিভাবে নিবেন।

বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স কোড

বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স আনা খুবই সহজ বাটন ফোন কিংবা স্মার্টফোন, যেকোনো মোবাইল দিয়েই বাংলালিংক ঝটপট ব্যালেন্স আনা যায়। আমি নিজেও কখনো কখনো বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স নিয়ে থাকি কেননা জরুরি মুহূর্তে সিমের ব্যালেন্স শেষ হয়ে গেলে একমাত্র ভরসা ইমারজেন্সি ব্যালেন্স।

আপনি যদি একজন বাংলালিংক সিমের গ্রাহক হয়ে থাকে তাহলে জরুরি মুহূর্তে কিভাবে সিমে ইমারজেন্সি ব্যালেন্স জানতে হয় সেটা জেনে রাখা ভালো। তাই আজকে জানতে পারবেন বাংলালিং সিমে ইমারজেন্সি ব্যালেন্স আনার পদ্ধতি সম্পর্কে। বাংলালিংক সিমের ব্যালেন্স শেষ হয়ে গেলে যে কোন মুহূর্তে ইমারজেন্সি ব্যালেন্স অ্যাড করা সম্পর্কে জানতে চাইছি।

বাংলালিনক সিম অপারেটর সকল প্রি-পেইড ইউজারকে ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে থাকে। সর্বনিম্ন 10 টাকা থেকে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত ইমারজেন্সি লোন নেওয়ার সুযোগ পাবে প্রত্যেক গ্রাহক। বাংলালিংক সিমে লোন এর পরিমাণ ইউজারের দৈনন্দিন ব্যবহারের উপর নির্ভর করে কমবেশি হতে পারে।

বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স

গ্রাহকের সুবিধার কথা মাথায় রেখে প্রত্যেক মোবাইল অপারেটর জরুরি মুহূর্তে ইমারজেন্সি ব্যালেন্স প্রদান করে থাকে। সে হিসেবে বাংলালিংক সিম অপারেটর কোম্পানি ও তার ব্যতিক্রম নয়। তারা সকল প্রি-পেইড ইউজারদের সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স বা লোন প্রদানের সিস্টেম চালু করেছে।

বাংলালিংক টাকা ধার নেওয়ার জন্য কিছু শর্ত রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, 

  • বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য গ্রাহককে অর্থাৎ সিমটি কমপক্ষে 30 দিনের পুরনো হতে হবে
  • মেইন ব্যালেন্সে 30 টাকা বা তার কম টাকা থাকতে হবে
  • পূর্বে নেওয়া ইমারজেন্সি ব্যালেন্সের বকেয়া পরিশোধ করা থাকতে হবে
আরো বেশ কিছু শর্ত বা নিয়ম রয়েছে তার আগে আমরা কিভাবে বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স আনতে হয় সেটি জেনে নেই। রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড সম্পর্কে বিস্তারিত জানুন।

একজন গ্রাহক ইমারজেন্সি ব্যালেন্সের জন্য যোগ্য হলে বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য মোবাইলে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করতে হবে *৮৭৪# তারপর তাকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা লোন হিসেবে দেওয়া হবে। এখানে ইমারজেন্সি ব্যালেন্স এর টাকার পরিমান নির্ভর করবে ব্যবহারকারীর দৈনন্দিন সিমটি কতটা ব্যবহার করে তার ওপর। এছাড়া কেউ যদি শুধু মাত্র ১০ টাকা ইমারজেন্সি ব্যালেন্স নিতে চায় সে ক্ষেত্রে ডায়াল করতে হবে *৮৭৪*১০#

বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স কোড

আপনার বাংলালিংক সিমে জরুরি মুহূর্তে ইমারজেন্সি টাকা বা ধার আনার জন্য যেসকল কোড এর প্রয়োজন হবে তা একত্র করে দেখানোর চেষ্টা করা হয়েছে। সাধারণত বাঙালি ইমারজেন্সি ব্যালেন্স *874# কোড ব্যবহার করে আনতে হয়। এই কোডটি ডায়াল করার পর আপনাকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত যেকোনো অ্যামাউন্ট ইমারজেন্সি লঞ্চ প্রদান করা হবে।

তবে আপনি চাইলে শুধু মাত্র 10 টাকা ইমারজেন্সি ব্যালেন্সের জন্য আনতে পারেন। বাংলালিংক 10 টাকা ইমারজেন্সি ব্যালেন্স আনার কোড হচ্ছে *874*10#  মনে রাখতে হবে সাধারণ রিচার্জ এবং ইমারজেন্সি ব্যালেন্স এর মধ্যে কলরেট এর পার্থক্য ব্যাপক অর্থাৎ আপনি বাংলালিংক থেকে লোন নিয়ে কোন অপারেটরে কল করলে আগের তুলনায় টাকা বেশি কাটার সম্ভাবনা থাকে।

আপনি বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্সের জন্য যোগ্য কিনা সেটাই জানার জন্য  জানতে ডায়াল করুন *১২১*৫# অথবা *৮৭৪*৯# । এছাড়াও আপনার ইমারজেন্সি ব্যালেন্স এর সর্বশেষ অবস্থা অর্থাৎ কত টাকা অবশিষ্ট আছে সেটি জানার জন্য ডায়াল করুন *৮৭৪*০#

বাংলালিংক লোন নেওয়ার কোড

আমরা ইতিমধ্যে আজকের আলোচনার মূল বিষয় বাংলালিংক সিমের ঝটপট ইমারজেন্সি লোন আনার কোড সম্পর্কে আলোচনা করে ফেলেছি। এখন এক নজরে টেবিল আকারে বাংলালিংকে ইমারজেন্সি টাকা আনার যাবতীয় কোডগুলো দেখি চলুন।

বাংলালিংক ইমারজেন্সি টাকা আনার কোড
Details Codes
ইমার্জেন্সিমেইন ব্যালেন্স পেতে *৮৭৪#
১০টাকা ইমারজেন্সি ব্যালেন্স *৮৭৪*১০#
ইমার্জেন্সি জন্য প্রযোজ্য কিনা *৮৭৪*৯#
অবশিষ্ট ইমারজেন্সি ব্যালেন্স চেক *৮৭৪*০#

উপরের টেবিলে দেয়া কোড এর বাহিরেও  কিছু কোড রয়েছে। যেমন বাংলালিংক এ আনা লোন এর অবশিষ্ট কত বাকি আছে তা জানার জন্য *১২১*১# এই কোডটি ব্যাবহার করতে পারেন। তাছাড়া ইমারজেন্সি ব্যালেন্সের জন্য যোগ্য কিনা সেটা চেক করার জন্য *৮৭৪*৯# অথবা *১২১*৫#  যেকোনো একটি ব্যবহার করতে পারেন।

বাংলালিংক টাকা ধার করার উপায়

বাংলালিংক প্রেপেইড উজারগন তাদের সিমে ২টি উপায়ে ইমারজেন্সি বা ঝটপট লোন নিতে পারবে। একটি হলো মোবাইলে কোড ডায়াল করার মাধ্যমে। অন্য টি হলো My Banglalink App এর মাধ্যমে। কোড ডায়াল করার মাধ্যমে কি করে ইমারজেন্সি ব্যালেন্স নিতে হয় তা আপনারা ইতমধ্যে জেনে গেছেন।

My Banglalink App এর মাধ্যমে ইমারজেন্সি ব্যালেন্স  অ্যাপ দিয়ে বাংলালিংক থেকে লোন আনা খুবই সহজ। এর জন্য আপনার ফোনে My BL App ইন্সটল করা থাকতে হবে। আপনার মোবাইল বেলেন্স ৩০ টাজার কম হলে Banglalink Emmargency balance এর জন্য যোগ্য হবেন। 

আপনি আপনার বাংলালিংক অ্যাপ এ ঢুকলে হোম পেজে বেলেন্সের সাথে নিচে দেখতে পারবেন Advance Loan নামল একটি আপশন আছে। তবে আপনার মেইন ব্যালেন্সে 30 এর বেশি টাকা থাকলে এই অপশনটি দেখাবেনা। নিচের ছবিতে টিচিং এর মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে বাংলালিনক অ্যাপ ব্যবহার করে এডভান্স লোন নিতে হয়।


বাংলালিংক থেকে ইমারজেন্সি ব্যালেন্স আনার জন্য শর্তসমূহ

  • ইমার্জেন্সি ব্যালেন্স যেকোনো কাজে ব্যবহার করা যাবে (মিনিট, কল, ইন্টারতেরনে
  • মোবাইলে ৩০ টাকা বা তার কম ব্যালেন্স থাকতে হবে
  • ১৫ টাকা বা তার বেশি লোন এর ক্ষেত্রে এসএমএস চার্জ হিসাবে ২ টাকা (এসডি, ভ্যাট ও এসসি সহ) কেটে নেয়া হবে
  • পূর্ববর্তী বাংলালিংক ইমার্জেন্সি ব্যালেন্স বা ইমার্জেন্সি ইন্টারনেট শোধ না হওয়া পর্যন্ত গ্রাহকেরা আরেকটি বাংলালিংক ইমার্জেন্সি ব্যালেন্স বা ইমার্জেন্সি ইন্টারনেট এর জন্য অনুরোধ করতে পারবেন না
  • সকল বাংলালিংক প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকেরা এই সেবা উপভোগ করতে পারবেন
  • ১০ টাকা ইমার্জেন্সি মেইন ব্যালেন্স পেতে ডায়াল: *৮৭৪*১০# (এসএমএস চার্জ প্রযোজ্য নয়). সকল বাংলালিংক প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকের জন্য প্রযোজ্য
  • নতুন সংযোগের ক্ষেত্রে সার্ভিসটি ৩০ দিন পর থেকে নেয়া যাবে
  • বাংলালিংক ইমার্জেন্সি ব্যালেন্স আপনার জন্য প্রযোজ্য কিনা জানতে বা বিস্তারিত জানতে ডায়াল করুন *১২১*৫# অথবা *৮৭৪*৯#
  • ইমার্জেন্সি ব্যালেন্সের স্ট্যাটাস চেক করতে ডায়াল করুন *৮৭৪*০# অথবা *১২১*১#

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url