রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড | রবি ঝটপট ব্যালেন্স কোড

রবি সিমের ইমারজেন্সি ব্যালেন্স আনার কোড কোনটি জানতে চাচ্ছেন, গুরুত্বপূর্ণ সময়ে মোবাইলের ব্যালেন্স অনাকাঙ্ক্ষিত ভাবে শেষ হয়ে যাওয়ার ফলে ইমারজেন্সি ব্যালেন্স এর প্রয়োজন। আপনিও এরকম সমস্যায় পড়ে থাকলেএই পোস্টটি আপনার জন্যই, আজকে আমরা জানতে চলেছি রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে আনতে হয় এবং রবি ঝটপট ব্যালেন্স আনার ডায়াল কোড কত সে সম্পর্কেও জানতে পারবো।

রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড

বর্তমানে বাংলাদেশে প্রায় সকল সিম অপারেটর জরুরি মুহূর্তে ইমারজেন্সি ব্যালেন্স বা লোন হিসেবে ঝটপট ব্যালেন্স দিয়ে থাকে। রবি সিম ও তার ব্যতিক্রম নয়। রবি সিমে একজন গ্রাহক সর্বনিম্ন 12 টাকা থেকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স বা ব্যালেন্স লোন নিতে পারবে। সচারাচর প্রায় সকল রবি গ্রাহক ইমারজেন্সি ব্যালেন্স পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয় তবে কিছু ক্ষেত্রে কিছু কিছু গ্রাহক ইমারজেন্সি ব্যালেন্সের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হয়।

আপনি যদি ইতিমধ্যে রবি ইমারজেন্সি ব্যালেন্স নিয়ে থাকেন এবং সেটি পরিশোধ না করা হয় সেক্ষেত্রে, আপনি নতুন করে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন না। আপনাকে সর্বপ্রথম আগের লোন অর্থাৎ ইমারজেন্সি ব্যালেন্স পরিশোধ করে নতুন ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য যোগ্য হতে হবে। রবি সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার জন্য যোগ্য কিনা সেটা যাচাই করার জন্য *৮# ডায়াল করতে পারেন।

রবি ইমারজেন্সি ব্যালেন্স

রবি সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড হচ্ছে *১২৩*০০৭# রবি গ্রাহকগণ ইমারজেন্সি ব্যালেন্স নিতে প্রথমে মোবাইলে ডায়াল প্যাডে যেতে হবে এবং *১২৩*০০৭# লিখে ডায়াল করতে হবে। যদি আপনি রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন অর্থাৎ আগে কোন ইমারজেন্সি ব্যালেন্স না নিয়ে থাকেন অথবা আগের বকেয়া পরিশোধ করা থাকে সেক্ষেত্রে কোডটি ডায়াল করার সাথে সাথে আপনাকে আপনার ব্যবহারের ওপর ভিত্তি করে 12 টাকা থেকে 100 টাকার মধ্যে যেকোনো এমাউন্ট ইমারজেন্সি ব্যালেন্স দেওয়া হবে।

রবি ইমারজেন্সি ব্যালেন্স ব্যবহার করে আপনি যেকোন কাজ করতে পারবেন যেমনটা মোবাইলে রিচার্জ করার ব্যালেন্স থাকলে করতে পারতেন। এমবি কেনা থেকে শুরু করে ফোন কল, মেসেজ কিংবা  ইন্টারনেট বান্ডেল যে কোন কাজে এই ইমারজেন্সি ব্যালেন্স অর্থাৎ ঝটপট ব্যালেন্স ব্যবহার করতে পারবেন।

রবি সিম গ্রাহক তাদের সিম ব্যবহারের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন পরিমাণ ইমারজেন্সি ব্যালেন্স উপভোগ করবে যে গ্রাহক বেশি সিম ব্যবহার করে অর্থাৎ ইন্টারনেট মিনিট বান্ডেল যার বেশি এবার সে তত বেশি ইমারজেন্সি ব্যালেন্স পেয়ে থাকবে।

তবে মনে রাখতে হবে 12 টাকা কিংবা তার বেশি এমাউন্টের ক্ষেত্রে দুই টাকা এসএমএস পাবা চার্জ হিসেবে কর্তন করে বাকি টাকা ইমারজেন্সি ব্যালেন্স হিসাবে মোবাইলে জমা হবে। তারমানে আপনি যদি 12 টাকা ইমারজেন্সি ব্যালেন্স আনে সেক্ষেত্রে আপনি পাবেন 10 টাকা এবং যখন আপনি পরিশোধ করবেন তখন আপনাকে 12 টাকায় পরিশোধ করতে হবে এরূপ ভাবে দুই টাকা আপনাকে সার্ভিস চার্জ অথবা এসএমএস চার্জ হিসেবে ভর্তুকি দিতে হবে।

রবি ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে আনব

রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স দুই-ভাবে আনা যায় প্রথম হচ্ছে রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড ডায়াল করার মাধ্যমে অপরটি হচ্ছে My Robi App ব্যবহার করে। কোড ব্যবহার করে কিভাবে রবি  সিমে ইমারজেন্সি ব্যালেন্স আনা হয় তা উপরের ইতিমধ্যে বর্ণনা করা হয়েছে। যেহেতু আপনি লেখা টি স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহার করে দেখছেন তার মানে কিভাবে অ্যাপের মাধ্যমে রবি  ইমারজেন্সি ব্যালেন্স আনতে হয় সেটি জানা প্রয়োজন।

রবি থেকে ইমারজেন্সি ব্যালেন্স নেয়া খুবই সহজ। মাই রবি অ্যাপ এর হোমপেজে যে স্থানে মোবাইলের ব্যালেন্স দেখায় সেই স্থানে ক্লিক করার পর লোন অথবা ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার একটি অপশন দেখতে পাবেন। এখন লোন অথবা ইমারজেন্সি ব্যালেন্স এ ক্লিক করলে আপনি কয় টাকা ইমারজেন্সি ব্যালেন্স পাবেন সেটি দেখাবে তারপরে কনফার্ম করলে আপনাকে ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে দেওয়া হবে। এবং সেই ইমারজেন্সি ব্যালেন্স পরবর্তী রিচার্জ থেকে কেটে নেওয়া হবে।

রবি ঝটপট ব্যালেন্স কোড

রবি ঝটপট ব্যালেন্স আনার জন্য *১২৩*০০৭# এই কোডটি ব্যবহার করতে পারেন তা ছাড়া রবি গ্রাহকগণ মাই রবি অ্যাপ এর মাধ্যমে ইমারজেন্সি ব্যালেন্স অথবা রবি ঝটপট ব্যালেন্স নিতে পেরবে। রবি সিমের ইমারজেন্সি ব্যালেন্স সম্পর্কিত যাবতীয় তথ্য একটি চ্যাটের মাধ্যমে প্রকাশ করা হলোঃ--
রবির ইমারজেন্সি ব্যালেন্স কোড
Details Codes
robi emergency balance code *123*007#
check eligibility *8#
remaining emergency balance check *222#

রবি সিমে ঝটপট ব্যালেন্স নেওয়ার শর্তসমূহ

  • সকল যোগ্য রবি প্রিপেইড গ্রাহক ১০০ টাকা পর্যন্ত ঝটপট ব্যালেন্স সেবা উপভোগ করতে পারবেন।
  • *৮# ডায়াল করে আপনি এই সেবার আওতাভুক্ত কিনা যাচাই করতে পারবেন।
  • ঝটপট ব্যালেন্স নিতে ডায়াল করুন *১২৩*০০৭# (ফ্রি)
  • ১২ টাকা কিংবা তার উপরে লোন নেওয়ার ক্ষেত্রে ২ টাকা (ট্যাক্সবাদে) এসএমএস নোটিফিকেশন চার্জ প্রযোজ্য।
  • ঝটপট ব্যালেন্স যেকোনো ভয়েস কল অথবা এসএমএস পাঠাতে প্রযোজ্য।
  • বান্ডেল প্যাকেজে কেনা মিনিট অথবা অন্যান্য ফ্রি বোনাস ঝটপট ব্যালেন্স-এর আগে ব্যবহৃত হবে।
  • ঝটপট ব্যালেন্স যেকোনো সময় ব্যবহার করা যাবে।
  • *১# অথবা *২২২# ডায়াল করে আপনার ঝটপট ব্যালেন্স চেক করুন।
  • আউটস্ট্যান্ডিং ব্যালেন্স (পরিশোধ না করা ঝটপট ব্যালেন্স) চেক করতে *৮# ডায়াল করুন এবং অ্যাকাউন্ট মেন্যুতে গিয়ে ১ চাপুন।
  • প্রোডাক্ট ট্যারিফ এবং পালস প্রযোজ্য।
  • ১৫% সম্পূরক শুল্ক (SD চার্জ), সম্পূরক শুল্ক সহ ট্যারিফের উপর ১৫% ভ্যাট ও মূল শুল্কের উপর ১% সারচার্জ প্রযোজ্য।

রবি জরুরী ব্যালেন্স কোড

কোন জরুরি মুহূর্তে সিমের ব্যালেন্স শেষ হয়ে গেলে ইমারজেন্সি ব্যালেন্স তথা জরুরি ব্যালেন্স আনার প্রয়োজন পড়ে যার জন্য আমাদের জরুরি ব্যালেন্স আনার জন্য কোড জানার প্রয়োজন হয়। আশা করি আজকে রবি সিমের জরুরি ব্যালেন্স আনা বিষয়ক লেখা টি আপনাদের কাজে লেগেছে এবং জানতে পারলেন কিভাবে রবি সিমের জন্য ইমারজেন্সি ব্যালেন্স আনতে হয়।

প্রশ্নঃ রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড কত?
উত্তরঃ রবি সিমের ক্ষেত্রে ইমারজেন্সি ব্যালেন্স আনা খুবই সহজ আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *১২৩*০০৭# সঙ্গে সঙ্গে আপনার একাউন্টে ইমারজেন্সি ব্যালেন্স চলে আসবে।

প্রশ্নঃ রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড কি?
উত্তরঃ রবি সিমের মেইন ব্যালেন্স চেক করা এবং ইমারজেন্সি ব্যালেন্স চেক করার কোড একই অর্থাৎ আপনি *২২২# ডায়াল করার মাধ্যমে রবি সিমের অবশিষ্ট ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে পারবেন।

প্রশ্নঃ ইমারজেন্সি ব্যালেন্স আনার জন্য যোগ্য কিনা?
উত্তরঃ প্রত্যেকটি রবি সিমের গ্রাহক ইমারজেন্সি অর্থাৎ জরুরি ব্যালেন্স আনার জন্য যোগ্য যদি না সে আগে থেকে ইমারজেন্সি ব্যালেন্স এনে থাকে এবং তা পরিশোধ না করে থাকে। তাই আপনি ইমারজেন্সি ব্যালেন্স আনার যোগ্যতা যাচাই করার জন্য এই *৮# কোডটি রান করতে পারেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url