টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স কোড
গুরুত্বপূর্ণ সময়ে টেলিটক সিমের ব্যালেন্স শেষ হয়ে গেলেও মোবাইল রিচার্জ নিয়ে তেমন দুশ্চিন্তা করার কিছু নেই। টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স আপনাকে দিচ্ছে 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত ঝটপট ইমারজেন্সি লোন। সকল টেলিটক প্রিপেইড ইউজারগন টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবে।
তাই গুরুত্বপূর্ণ সময়ে মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেলে চিন্তার কোন কারণ নেই। আশেপাশে মোবাইল রিচার্জের দোকান থাকুক বা না থাকুক টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স আপনার সাথে সর্বদা রয়েছে। যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে আপনি চাইলেই তেলেটক থেকে ইমারজেন্সি লোন বা ঝটপট ব্যালেন্স নিতে পারেন।
টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স
ইমারজেন্সি ব্যালেন্স হলো এমন একটি ঝটপট ব্যালেন্স বা লোন পদ্ধতি যেখানে
মোবাইল অপারেটর গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ (ইমারজেন্সি ব্যালেন্স) ,
ইন্টারনেট অথবা মিনিট লোন হিসেবে প্রদান করে থাকে। বাংলাদেশের প্রায়
প্রতিটি মোবাইল অপারেটর ইমারজেন্সি ব্যালেন্স সেবাটি চালু করেছে এরমধ্যে টেলিটক
তার ব্যতিক্রম নয় টেলিটক গ্রাহকগণ জরুরি মুহূর্তে ইমারজেন্সি ব্যালেন্স নিতে
পারবে।
বর্তমানে রবি মিনিট অফার গুলো দেখে নিন
টেলিটক সিমে আনা ইমারজেন্সি ব্যালেন্স মোবাইল অপারেটর কোম্পানি গ্রাহকের পরবর্তী
রিচার্জ থেকে কর্তন করে লোন পরিশোধ করেন। একবার ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া
থাকলে এটি পরিশোধ করার আগ পর্যন্তও নতুন কোন ঝটপট ব্যালেন্স লোন নেওয়ার জন্য
রিকোয়েস্ট করা যাবে না। টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার জন্য আরো
কিছু নিয়ম কারণ রয়েছে যা আমরা নিম্মে বিস্তারিতভাবে আলোচনা করেছি...
টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স আনে কিভাবে
টেলিটক গ্রাহকগণ তাদের সিমে ইমারজেন্সি ব্যালেন্স আনার জন্য দুইটি উপায় অবলম্বন
করতে পারে যথাঃ-
- ডায়াল কোড পদ্ধতি
- SMS পদ্ধতি
ঝটপট লোন নেওয়ার জন্য দুটি পদ্ধতির যেকোনো একটি অবলম্বন করে অনায়াসেই আপনার
ফোনে ইমারজেন্সি লোন আনতে পারবেন। ইমারজেন্সি ব্যালেন্স আনার জন্য এসএমএস
পাঠাতে SMS এর জন্য আলাদা কোন চার্জ কাটা হয় না, তবে লোনের পরিমাণ 10
টাকার অধিক হলে লোনের পরিমাণের উপর ভিত্তি করে সার্ভিস চার্জ ও
ভ্যাট কাটা হয়। জেনে নিন রবি ঝটপট ব্যালেন্স আনার নিয়ম...
টেলিটক সিমে কত টাকা ইমারজেন্সি ব্যালেন্সের জন্য কি পরিমান সার্ভিস চার্জ কর্তন
করা হয় সেটি একটি চাট আকারে প্রকাশ করার চেষ্টা করেছি আশাকরি সেখান থেকে আপনারা
ভালোভাবে টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স আনার বিষয়ে সম্পর্কে বিস্তারিত
ধারণা পাবেন।
টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম
জরুরি মুহূর্তে আপনার সিমের ব্যালেন্স শেষ কিন্তু কোথাও মোবাইল
রিচার্জের উপায় নেই। তাহলে টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স আপনার
জন্য। বর্তমানে টেলিটক গ্রাহকগণ চাওয়া মাত্রই ১০,২০,৩০ কিংবা ৫০ টাকা
পর্যন্ত ঝটপট ইমারজেন্সি ব্যালেন্স পেয়ে যাবে।
আরো দেখুন বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স আনবেন যেভাবে
ডায়াল কোড পদ্ধতি ইমারজেন্সি ব্যালেন্স পেতে - আপনার মোবাইলে
ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *১১২২# এর পর আপনি কত টাকা লোন পেতে পারেন
সেটি স্কোরিং ফিচার ব্যবহার করে পরিমাপ করা হবে এবং আপনাকে নির্দিষ্ট পরিমাণ
ইমারজেন্সি ব্যালেন্স প্রদান করা হবে।
SMS পদ্ধতি ইমারজেন্সি ব্যালেন্স পেতে - আপনাকে আপনার মোবাইলের
মেসেজ অপশনে যেতে হবে এবং Loan লিখে 1122 এই এই নাম্বারে SMS পাঠাতে
হবে। ফিরতি এসএমএসে আপনি কি পরিমান ইমারজেন্সি ব্যালেন্স ব্যালেন্স সেটি
জানিয়ে দেওয়া হবে।
আরো জানুন টেলিটক সিমের সকল প্রয়োজনীয় কোড
এই পদ্ধতিতে একজন টেলিটক গ্রাহক কি পরিমাণ ইমারজেন্সি ব্যালেন্স পাবে সেটি
নির্ধারণ করে একটি স্বয়ংক্রিয় সিস্টেম যার নাম স্কোরিং ফিচার। তবে
আপনি চাইলে আপনার ইচ্ছামত যত টাকা ইচ্ছে (১০,১২,২০,৩০,৫০ এর মধ্য থেকে)
ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারেন। এটি করার জন্য নিচের ছকে দেওয়া কোড গুলো
অনুসরণ করতে হবে---
USSD | লোন পরিমাণ | সার্ভিস চার্জ |
---|---|---|
*1122# | 10 থেকে ৫০ (auto) | ফ্রি |
*1122*10# | ১০ | ফ্রি |
*1122*12# | ১২ | ১.৬০ টাকা |
*1122*20# | ২০ | ২.৬৭ টাকা |
*1122*30# | ৩০ | ৪.০০ টাকা |
*1122*50# | ৫০ | ৬.৬৬ টাকা |
টেলিটক ইমারজেন্সি লোন নেয়ার উপায় SMS পদ্ধতি
টেলিটক থেকে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার পদ্ধতি দুইটি প্রথম প্রথম পদ্ধতি হচ্ছে
ডায়াল কোড এর মাধ্যমে লোন আনা যা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি। আর দ্বিতীয়
পদ্ধতিটি হচ্ছে এসএমএসের মাধ্যমে। এসএমএসের মাধ্যমে টেলিটক সিমে ইমারজেন্সি
ব্যালেন্স আনার জন্য নিচে ফেলে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে পারেন।
SMS Text | Send To | লোন পরিমাণ | সার্ভিস ফি |
---|---|---|---|
Loan | 1122 | 10 থেকে ৫০ (auto) | ফ্রি |
10 | 1122 | ১০ | ফ্রি |
12 | 1122 | ১২ | ১.৬০ টাকা |
20 | 1122 | ২০ | ২.৬৭ টাকা |
30 | 1122 | ৩০ | ৪.০০ টাকা |
50 | 1122 | ৫০ | ৬.৬৬ টাকা |
টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স চেক
আপনার বর্তমানে অপরিশোধিত লোনের পরিমাণ জানতে ডায়াল করুন *1122*0# অথবা আপনি
চাইলে এসএমএস এর মাধ্যমে বর্তমানে অপরিশোধিত ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে
পারেন। SMS এর মাধ্যমে ইমারজেন্সি ব্যালেন্স চেক করার জন্য " Loan info
" লিখে SMS করুন 1122 নম্বরে। ফিরতি এসএমএস এ আপনাকে আপনার বর্তমান লোহার পরিমাণ
সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।
টেলিটক ইমারজেন্সি ব্যালেন্সের জন্য শর্ত সমূহঃ-
লোন (টাকা)
|
সর্বনিম্ন (দিন)
|
ফি |
গড় রিচার্জ/ মাস(টাকা)
|
লোন পরিশোধ |
|
---|---|---|---|---|---|
১০ |
১৮০ |
০ |
১৬০ |
২৪০ |
রিচার্জে |
১২ |
১৮০ |
১.২ |
১৬০ |
২৪০ |
রিচার্জে |
২০ |
১৮০ |
২ |
১৬০ |
২৪০ |
রিচার্জে |
৩০ |
১৮০ |
৩ |
২৪০ |
৩৪০ |
রিচার্জে |
৫০ |
১৮০ |
৫ |
৪০০ |
৪০০+ |
রিচার্জে |
আশা করি আজকের টেলিটক সিমের ইমারজেন্সি ব্যালেন্স আনার উপায় সম্পর্কে বিস্তারিত
আলোচনাটি আপনাদের ভাল লেগেছে এরকম আরো ইনফরমেটিভ তথ্য জানতে
BanglaTechDoctor এর সাথেই
থাকুন।